পৃথক মামলায় আনিসুল, কামাল, দীপঙ্করসহ সাতজন রিমান্ডে

আসাদুজ্জামান, ঢাকা

সামিন/অনলাইন/ ১৯-০২-২৫

সেকশন: বাংলাদেশ:

ট্যাগ:

ছবি: আনিসুল হক

ক্যাপশন: সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

একসাপট ‍+ সোশ্যাল:

মেটা:

পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ সাতজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার সকালে এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।

রিমান্ডপ্রাপ্ত অপর ছয় আসামি হলেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী কর্নেল (অব.

) মুহাম্মদ ফারুক খান, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার (ডিসি) তানভীর সালেহীন, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশি ও ছাত্রলীগ নেতা কাউসার হোসেন।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, উত্তরা পশ্চিম থানায় দায়ের করা আবদুল্লাহ আল মাহিন (১৬) হত্যা মামলায় আনিসুল হককে আজ আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করার আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আনিসুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর মিরপুর থানায় করা আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদারকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে তাঁকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

দশ বছর আগে রাজধানীর মতিঝিল এলাকায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় ফারুক খানকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় দীপঙ্কর তালুকদারকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। শুনানি নিয়ে আদালত দীপঙ্কর তালুকদারের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর কলাবাগান থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বেনজীর হোসেন ও কাউসার হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রাজধানীর নিউমার্কেট থানায় করা ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক ডিসি তানভীর সালেহীনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ১০ বছর আগে (২০১৫ সাল) রাজধানীর মতিঝিল এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আজ আদালতে আবেদন করা হয়েছে। পিপি ওমর ফারুক ফারুকী জানিয়েছেন, কাশিমপুর কারাগার থেকে তাঁদের আদালতে হাজির করার পর রিমান্ড বিষয়ে শুনানি হবে।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। গত বছরের ১৩ আগস্ট গ্রেপ্তার হন আনিসুল হক। বিভিন্ন মামলায় আনিসুল হকের মোট ৫২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ জ র কর ন য় কর

এছাড়াও পড়ুন:

দলের প্রতি অনুগত থাকার অঙ্গীকার, জামায়াতে যোগ দি‌লেন মেজর (অব.) আ

বিএনপির সা‌বেক নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলা‌দেশ জামায়াতে ইসলামী‌তে যোগদান ক‌রে‌ছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দ‌লের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ ক‌রার মধ‌্য দি‌য়ে আনুষ্ঠা‌নিকভা‌বে তিনি জামায়া‌তে যোগ দেন। 

মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। 

দল‌টি‌তে যোগ‌ দি‌য়ে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।

ডা. শফিকুর রহমান এ সময় তাকে ফুল দি‌য়ে বরণ ক‌রেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। বিএন‌পিতে থাকা অবস্থায় দলটির বিরু‌দ্ধে মন্তব‌্য করাসহ নানা ‌বিত‌র্কিত কর্মকা‌ণ্ডের জন‌্য তিনি আলোচিত হন।  

বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

ঢাকা/নঈমুদ্দীন// 

সম্পর্কিত নিবন্ধ