৬ বছর পর এক অঙ্কে ফিরলেন উইলিয়ামসন, সেই পাকিস্তান–সমর্থক নিশ্চয়ই খুশি!
Published: 19th, February 2025 GMT
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিউজিল্যান্ডের টিম হোটেলের গেটের সামনে পাকিস্তানের এক সমর্থকের সঙ্গে কথা বলছেন কেইন উইলিয়ামসন। সেই সমর্থক উইলিয়ামসনের অটোগ্রাফ নিতে নিতে তাঁর কাছে অনুরোধের সুরে বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে আপনি পাকিস্তানের বিপক্ষে কোনো রান করবেন না, কিন্তু ভারতের বিপক্ষে সেঞ্চুরি করবেন।’
পাকিস্তানি ভক্তের চাওয়া সেদিন হেসে উড়িয়ে দিলেও উইলিয়ামসন আজ সত্যি সত্যিই দ্রুত আউট হয়েছেন। করাচিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের তারকা এই ব্যাটসম্যান নাসিম শাহর বলে উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দেওয়ার আগে করতে পেরেছেন মাত্র ১ রান।
এর মধ্য দিয়ে ছয় বছরের বেশি সময় পর ওয়ানডেতে এক অঙ্কের ঘরে থাকতে আউট হলেন উইলিয়ামসন। কিউই ব্যাটিং লাইন আপের ধারাবাহিকতার প্রতীক এই সংস্করণে আজকের আগে এক অঙ্কে আউট হয়েছিলেন ২০১৯ সালের ৫ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে, ২২৩৭ দিন আগে।
শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচেও ১ রান করেছিলেন উইলিয়ামসন। এরপর টানা ৩৫ ইনিংসে এক অঙ্কে আউট হননি। ২০২২ সালে ভারতের বিপক্ষে ক্রাইস্টচার্চে অপরাজিত ছিলেন ০ রানে। অন্য ইনিংসগুলোর মধ্যে তাঁর সর্বনিম্ন ছিল ১১ রান, দুবার।
সব মিলিয়ে গত ছয় বছরে ৬৩.
চ্যাম্পিয়নস ট্রফির আগে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও ধারাবাহিকভাবে রান করেছেন উইলিয়ামসন। ওই সিরিজে চার ইনিংসে তাঁর রান ছিল ৩৪, ১৩৩*, ৫৮ ও ৬৯। কিন্তু আজ নিউজিল্যান্ডকে বড় ইনিংস উপহার দিতে পারলেন না ৩৪ বছর বয়সী তারকা।
হোটেল গেটের সামনে উইলিয়ামসনের সঙ্গে দেখা করা সেই পাকিস্তানি সমর্থক আজ নিশ্চয় খুশি!
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন উইল য় মসন র ন কর
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১ আগস্ট ২০২৫)
ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজ আজ শুরু। যুব ওয়ানডেতে আছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের ম্যাচ। ওভাল টেস্টের দ্বিতীয় দিন আজ।ত্রিদেশীয় যুব ওয়ানডে
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯–জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯
দুপুর ১–১৫ মি., জিম্বাবুয়ে ক্রিকেট ইউটিউব চ্যানেল
ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান
সকাল ৬টা, পিটিভি স্পোর্টস
জিম্বাবুয়ে–নিউজিল্যান্ড
দুপুর ২টা, টি স্পোর্টস
ইংল্যান্ড–ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস টেন ১
কানাডিয়ান ওপেন
রাত ৯–৩০ মি., সনি স্পোর্টস টেন ২