কিশোরগঞ্জের কলিয়ারচরে রাস্তার পাশ থেকে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে। বুধবার রাত ১০টার দিকে বাজরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই ব্যবসায়ীর নাম উবায়দুল হক পাইলট (৪০)। তিনি উপজেরার বাজরা গ্রামের জামাল মিয়ার ছেলে। তিনি পাইলট স্থানীয় বাজরা বাসস্ট্যান্ডের চাল ব্যবসায়ী ছিলেন। 

এ ব্যাপারে কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক শুভ আহমেদ বলেন, আজ বুধবার রাত ১০টার দিকে পাইলট চালের দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির কাছাকাছি বাজরা এলাকায় তাকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।

শুভ আহমেদ আরও বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক শ রগঞ জ ব যবস য়

এছাড়াও পড়ুন:

জেদ্দায় ১ কোটি ২২ লাখ টাকা জিতল রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত সেই সিনেমা

সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে রোহিঙ্গাদের নিয়ে নির্মিত সিনেমা কোটি টাকার পুরস্কার জিতেছে। ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি উৎসবে সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে। ডিসেম্বরের ৪ থেকে শুরু হওয়া এই উৎসব আজ সৌদি আরবের ‘হিউম্যান টাইড’ তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। তাঁর আগেই গতকাল ঘোষণা করা হয়েছে পুরস্কারের তালিকা।

উৎসবে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। এই তালিকায় চোখ ছিল সেরা সিনেমার দিকে। কারণ, সেরা সিনেমাটি নগদ ১ লাখ ডলার বা ১ কোটি ২২ লাখ টাকা পুরস্কার পাবে। উৎসবে এবার সব সিনেমাকে পেছনে ফেলে চমকে দিল ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি।

‘লস্ট ল্যান্ড সিনেমার একটি দৃশ্যে দুই শিশু

সম্পর্কিত নিবন্ধ