এমবাপ্পের হ্যাটট্রিক, সিটিকে বিদায় করে শেষ ষোলোয় রিয়াল
Published: 20th, February 2025 GMT
চ্যাম্পিয়ন্স লিগে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সামনে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের সম্ভাবনা মাত্র ১ শতাংশ—এমনটাই বলেছিলেন সিটি কোচ পেপ গার্দিওলা। শেষ পর্যন্ত তার সেই শঙ্কাই সত্যি হলো। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলের জয় তুলে নিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে হেরে ইউরোপের সেরা মঞ্চ থেকে ছিটকে গেল সিটি।
বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে প্লে-অফের দ্বিতীয় লেগে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় রিয়াল। নিজেদের অর্ধ থেকে রাউল অ্যাসেনসিওর বাড়ানো পাসে দুই ডিফেন্ডারকে কাটিয়ে এমবাপ্পে গোলরক্ষক এডারসনের মাথার ওপর দিয়ে বল পাঠান জালে। গোল হজমের ধাক্কা সামলানোর আগেই আরও বড় ধাক্কা খায় সিটি। ম্যাচের অষ্টম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার জন স্টোনস। তার পরিবর্তে নামানো হয় নাথান আকেকে, যা মানসিকভাবে পিছিয়ে দেয় সফরকারীদের।
১৫ মিনিটে বেলিংহ্যামের ফ্লিকে একবার গোলের সুযোগ পেয়েছিল রিয়াল, তবে তা লক্ষ্যে থাকেনি। ২৯ মিনিটে এমবাপ্পেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। তবে ৩৩ মিনিটে আর ভুল করেননি তিনি। দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাকে নিজের দ্বিতীয় গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড।
বিরতির পরও ম্যাচের লাগাম ধরে রাখে রিয়াল মাদ্রিদ। ৬১ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে, চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে যা তার তৃতীয় হ্যাটট্রিক। ২০১৬-১৭ মৌসুম থেকে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে এটি তার ২৪তম গোল, যা এই সময়ে অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি।
৭৪ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের দারুণ এক শট ঝাঁপিয়ে ঠেকান এডারসন। ম্যাচের অন্তিম সময়ে ম্যানচেস্টার সিটির হয়ে একমাত্র গোলটি করেন নিকো গঞ্জালেজ, যা ইউরোপীয় আসরে তার প্রথম গোল। তবে সেটি কেবল ব্যবধান কমানোর কাজই করেছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: এমব প প
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়।
হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ।
সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে।
ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল।
নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।