বাংলাদেশের ২২৮ রান তাড়া করতে নেমে ভারত জিতেছে ৬ উইকেট ও ২১ বল হাতে রেখে। এ তথ্যটুকু একটি বিষয় তুলে ধরে—বাংলাদেশের পুঁজি একটু কম হয়েছে। আরও ৩০–৩৫ রান হলে ভারত অন্তত এত সহজে ম্যাচটি জিততে পারত না। কিংবা কে জানে, ফল অন্য রকমও হতে পারত! কিন্তু ম্যাচ শেষে তো আর ‘যদি–কিন্তু’ নিয়ে আলোচনায় ফল নেই। এখন প্রস্তুতি নিতে হবে পরের ম্যাচের। সে ম্যাচ শেষে যেন এমন সব আক্ষেপ জেগে না ওঠে, নিশ্চিত করতে হবে সেটাও।

আরও পড়ুনআফগানিস্তান অধিনায়ক বললেন, ‘চ্যাম্পিয়ন হতেই এসেছি’৫ ঘণ্টা আগে

দুবাইয়ে কাল ভারত–বাংলাদেশ ম্যাচটি দেখে থাকলে নিশ্চয়ই এটাও জানা, নাজমুল হোসেনের দল এমন পরিস্থিতিতে পড়েছিল যে, দুই শ পার করা সংগ্রহটাই অনেকের কাছে স্বস্তির। ৮.

৩ ওভারে ৩৫ রানে পড়েছিল ৫ উইকেট। ওপরের ছয় ব্যাটসম্যানের মধ্যে পাঁচজনই ড্রেসিংরুমে ফিরেছেন, যেখানে ০ রানে আউট হয়েছেন তিনজন। এমন বিষম চাপের মধ্যে ষষ্ট উইকেটে ২০৬ বলে রেকর্ড ১৫৪ রানের জুটি গড়ে বাংলাদেশের সংগ্রহকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যান জাকের ও তাওহিদ হৃদয়। ৪২.৪ ওভারে দলীয় ১৮৯ রানে জাকেরের আউটে ভেঙেছে এই জুটি। হৃদয় পরে সেঞ্চুরি পেলেও জাকের ১১৪ বলে ৬৮ রানে আউট হন।

হৃদয়ের সঙ্গে রেকর্ড রানের জুটি গড়েন জাকের

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।

বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত নিবন্ধ