ঢাকা–রাজশাহী রুটে চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন নিপীড়নের ঘটনায় হওয়া মামলায় বাসের চালক ও সুপারভাইজারকে আসামি না করায় প্রশ্ন তুলেছেন যাত্রীরা। টাঙ্গাইলের মির্জাপুর থানায় শুক্রবার ভোরে হওয়া মামলার বাদীকে পুলিশ এজাহারের বর্ণনা পড়ে শোনাননি বলে অভিযোগ পাওয়া গেছে।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারা (যৌন নিপীড়ন) এবং দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় (ডাকাতি) মামলাটি করা হয়। এতে অজ্ঞাতনামা আট–নয়জনকে আসামি করা হয়েছে। বাসের ভুক্তভোগী যাত্রী ও নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাসিন্দা ওমর আলী এই মামলায় বাদী হয়েছেন।

ওমর আলী আজ সকালে প্রথম আলোকে বলেন, আজ ভোর চারটার দিকে পুলিশের গাড়িতে করে তিনি, আরেক যাত্রী সোহাগ হোসেন ও তাঁদের ব্যবসায়িক অংশীদার আবু হানিফকে মির্জাপুর থানায় নিয়ে আসা হয়। তারপর মামলার এজাহারে তাঁর স্বাক্ষর নেওয়া হয়। তবে এজাহার তাঁকে পড়ে শোনানো হয়নি। তিনি জবানবন্দিতে ডাকাতির ঘটনা ও দুই নারীর শ্লীলতাহানির বর্ণনা দিয়েছেন; কিন্তু এজাহারে কী লেখা হয়েছে তিনি জানেন না।

ওমর আলীর কাছ থেকে যখন পুলিশ এজাহারে স্বাক্ষর নিচ্ছিল, তখন ওই বাসের চালক বাবলু আলী (৩০), তাঁর সহকারী মাহবুব আলম (২৮) ও বাসের সুপারভাইজার সুমন ইসলাম (৩৩) থানায় বসে ছিলেন। তাঁরাও মামলা করতে চেয়েছিলেন। যদিও পুলিশ তাঁদের মামলা নেয়নি।

বাদী ওমর আলী তাঁদের থানায় দেখে অবাক হয়েছিলেন উল্লেখ করে বলেন, ‘ওরা (চালক ও তাঁর সহকারী) ঘটনার সঙ্গে জড়িত। ওরা আসামি হবে। আবার ওরাই মামলা করার জন্য এসে বসে আছে। এটা কী হচ্ছে বুঝতে পারছি না।’

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনার তদন্তে বাসের চালক, সহকারী ও সুপারভাইজারের জড়িত থাকার প্রমাণ পেলে তাঁদেরও আসামি করা হবে। চালক-সুপারভাইজারদের মামলার বিষয়ে বলেন, ‘তাঁদের নিয়ে সন্দেহ রয়েছে। এ কারণে যাঁরা ভুক্তভোগী, তাঁদের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।’

এজাহারে যা বলা হয়েছে

মামলার এজাহারে ঘটনার বর্ণনায় সময় ও ঘটনার স্থান যেভাবে উল্লেখ করা হয়েছে, সেটা যাত্রীরা আগে ঠিকমতো বলতে পারেননি। এজাহারে বলা হয়, বাসে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। রাত প্রায় একটার দিকে বাসটি গাজীপুরের কালিয়াকৈর থানার চন্দ্রা বাইপাসে চা–পানের বিরতির জন্য থামে। এ সময় চন্দ্রা বাইপাস থেকে তিন–চারজন নতুন যাত্রী ওঠেন বাসে। রাত দেড়টার দিকে কালিয়াকৈরের হাইটেক সিটি পার্ক-সংলগ্ন খাড়াজোড়া উড়ালসেতু অতিক্রমের পাঁচ–ছয় মিনিট পরেই হঠাৎ যাত্রীবেশে আট থেকে নয়জন ডাকাত দাঁড়িয়ে যায়। তাঁরা ধারালো চাকু ও চাপাতি দিয়ে প্রাণে মারার ভয় দেখিয়ে সবাইকে চুপ থাকতে বলেন। তাঁদের মধ্যে তিনজন ডাকাত পেছন থেকে সামনে এসে বাসচালকের গলায় চাকু ধরে ‘অনেক চালাইছস আর চালানো লাগবে না’ বলে টেনেহিঁচড়ে গাড়ির পেছনে উল্টো করে ফেলে রাখেন। একজন ডাকাত গাড়িটির নিয়ন্ত্রণ নিয়ে নেন।

এজাহারের বর্ণনা অনুযায়ী, রাত পৌনে দুইটার দিকে টাঙ্গাইলের মির্জাপুর থানার সোহাগপাড়ার পদচারী–সেতুর প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর পৌঁছালে ডাকাত দলের ছয়–সাতজন বাদীসহ যাত্রীদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেন। দুই-তিনজন নারীর শ্লীলতাহানি করেন। বাসটি টাঙ্গাইলের দেলদুয়ার থানার নাটিয়াপাড়া নাসির গ্লাসের সামনে থেকে ঢাকার দিকে ইউটার্ন নেয়। প্রায় দুই-আড়াই ঘণ্টা কালিয়াকৈর, কোনাবাড়ীসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় ঘোরানোর পর ভোর প্রায় চারটার দিকে ঢাকার আশুলিয়া থানার বারইপাড়া এলাকার নন্দন পার্কের সামনে গাড়িটি টাঙ্গাইলমুখী করে থামিয়ে চালককে ‘১০ কিলোমিটারের মধ্যে কোথাও থামালে জানে মেরে ফেলব’ বলে তাঁরা দ্রুত বাস থেকে নেমে যান।

আরও পড়ুনচলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় তিন দিন পর মামলা৬ ঘণ্টা আগে

এজাহারে ডাকাতিতে জড়িত ব্যক্তিদের বর্ণনা দিয়ে উল্লেখ করা হয়, তাঁদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩৮ বছরের মধ্যে। প্রত্যেকের পরনে ছিল ফুলপ্যান্ট, জ্যাকেট, গেঞ্জি (ফুল ও হাফহাতা) ও শার্ট। একজন লম্বা, ফরসা এবং একজন মোটা, শ্যামলা ও অন্য ডাকাতদের শারীরিক গঠন মাঝারি ধরনের ছিল। তাঁরা ঢাকা ও আশপাশের জেলার আঞ্চলিক ভাষায় কথা বলছিলেন। বাদী ডাকাতদের দেখলে চিনতে পারবেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

এজাহারে যাত্রীদের কাছ থেকে লুটের টাকার পরিমাণ ও দুজন নারীযাত্রীর শ্লীলতাহানির কথা উল্লেখ করা হয়েছে। এজাহারে ভুক্তভোগী বাসের যাত্রীরা টাঙ্গাইলের মির্জাপুর থানা হয়ে কীভাবে নাটোরের বড়াইগ্রাম থানায় আসেন তার বর্ণনা দেওয়া হয়েছে। উল্লেখ করা হয়, গাড়িটি বড়াইগ্রাম থানা মোড়ে এলে যাত্রীদের মধ্য থেকে সন্দেহবশত বাসের চালক, সহকারী ও সুপারভাইজার জড়িত সন্দেহ করে পুলিশের হেফাজতে দেয়। বড়াইগ্রাম থানা-পুলিশ তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।

এজাহার পড়ে শোনানো হয়নি বাদীকে

এজাহারে উল্লিখিত বিষয়টি নিয়ে প্রথম আলোর পক্ষ থেকে ওমর আলীর সঙ্গে যোগাযোগ করা হয়। মামলার এজাহার বাদী ওমর আলীকে পড়ে শোনানো হয়নি বলে তিনি জানান। ওমর আলী বলেন, পুলিশ এজাহারে স্বাক্ষর দিতে বলেছে। এ জন্য তিনি স্বাক্ষর দিয়েছেন।

এজাহারে বাসের সুপারভাইজারের কাছ থেকে ডাকাতেরা ৩০ হাজার টাকা ও দুটি মুঠোফোন ছিনিয়ে নেন বলে উল্লেখ করা হলেও বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন বাদী। ওমর আলী বলেন, সুপারভাইজারের কাছ থেকে ডাকাতেরা  সব টাকাপয়সা নিয়ে নিলে তাঁরা যমুনা সেতুর টোল কীভাবে দিলেন? বাসে তেল ভরলেন কীভাবে? তাঁরা হোটেলে খেলেন কীভাবে?’

‘টাঙ্গাইলের পুলিশ চ্যালেঞ্জ হিসেবে মামলাটি নিয়েছে’

চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় আজ বেলা তিনটায় মির্জাপুর থানার ওসির কার্যালয়ে ব্রিফিং করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মো.

মিজানুর রহমান। এর আগে র‌্যাব-১৪ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মেজর কাউসার বাধন ও পুলিশ সুপার মিজানুর রহমান থানায় মামলার বাদী ওমর আলী ও তাঁর সঙ্গে থাকা বাসের যাত্রী মো. সোহাগ হোসেনের সঙ্গে কথা বলেন।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ঘটনাটি ঢাকা, গাজীপুর ও টাঙ্গাইল—তিন জেলায় সম্পৃক্ত। ভুক্তভোগীদের বিশেষ গুরুত্ব দিয়ে টাঙ্গাইলের পুলিশ চ্যালেঞ্জ হিসেবে মামলাটি নিয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে। পুলিশের গোয়েন্দা বিভাগের একাধিক দল বিষয়টি নিয়ে তদন্ত করে ইতিমধ্যে অনেক এগিয়ে গেছে।

আরও পড়ুনঢাকা-রাজশাহী রুটে চলন্ত বাসে ডাকাতির যে বর্ণনা দিলেন যাত্রীরা২০ ফেব্রুয়ারি ২০২৫

ঘটনাটিকে আন্তজেলা ডাকাত চক্রের কাজ উল্লেখ করে পুলিশ সুপার বলেন, টাঙ্গাইলের পুলিশ ঘটনাটি জানার পর তদন্ত করে স্বপ্রণোদিত হয়ে দ্রুত মামলার প্রক্রিয়ায় যায়। ডাকাত চক্রকে ধরতে পুলিশ কাজ করে যাচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মহাসড়কে দীর্ঘ সময় ধরে ডাকাতির কারণ, যাত্রীদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে রাখা। যাত্রীরা কেউ চিৎকার-চেঁচামেচি করতে না পারায় টহল পুলিশ বিষয়টি টের পায়নি। এ ঘটনায় জামিনে থাকা বাসচালক, তাঁর সহকারী ও সুপারভাইজার পুলিশের নজরদারিতে আছেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ঘটন র ব ষয়ট র ঘটন ঘটন য় সহক র

এছাড়াও পড়ুন:

সিরিজের শেষ ম্যাচে নেই স্টোকস, দায়িত্বে পোপ

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি ঘিরে উত্তেজনা এখন চূড়ান্তে। ২-১ ব্যবধানে সিরিজে ইংল্যান্ড এগিয়ে থাকলেও পঞ্চম ও শেষ টেস্টটি একটি পরিণতির লড়াই হিসেবে সমাসন্ন। তবে ঠিক এই সময়েই বড় দুঃসংবাদ এসে আঘাত হেনেছে ইংলিশ ড্রেসিংরুমে। ইনজুরিতে পড়ে সিরিজ নির্ধারণী ওভাল টেস্ট থেকে ছিটকে গেছেন অধিনায়ক বেন স্টোকস।

বুধবার (৩০ জুলাই) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আনুষ্ঠানিকভাবে জানায়, ওভালে মাঠে নামা হচ্ছে না স্টোকসের। ম্যানচেস্টারে চতুর্থ টেস্টে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের মাধ্যমে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। ব্যাটে-বলে সমান পারদর্শী স্টোকস ছিলেন দলের ভারসাম্য ধরে রাখার অন্যতম স্তম্ভ। তার অনুপস্থিতি তাই শুধু একজন খেলোয়াড়কে হারানো নয়, বরং একটি জয়ের প্রত্যয়ের বড় চ্যাপ্টারও হারানো।

এই ম্যাচে অধিনায়কের দায়িত্ব সামলাবেন ওলি পোপ। যিনি প্রথমবারের মতো সিরিজ নির্ধারণী ম্যাচে নেতৃত্ব দেবেন জাতীয় দলের।

আরো পড়ুন:

শেষ ম্যাচের আগে ভারতের শিবিরে ধাক্কা, বিশ্রামে বুমরাহ

ওভাল টেস্টের ইংল্যান্ড দল ঘোষণা, ওভারটনের প্রত্যাবর্তন

স্টোকস ছাড়াও ওভাল টেস্টে দেখা যাবে না জোফরা আর্চার, ব্রাইডন কার্স ও লিয়াম ডসনকে। চোট ও ফিটনেস ইস্যুর কারণে তারা বাদ পড়েছেন স্কোয়াড থেকে।

অবশ্য একাদশে ফিরেছেন দুই পরিচিত মুখ জশ টাঙ ও জেমি ওভারটন। বিশেষ নজর কেড়েছেন গাস অ্যাটকিনসন। যিনি জিম্বাবুয়ের বিপক্ষে মে মাসে খেলার পর হ্যামস্ট্রিংয়ের চোটে ছিলেন মাঠের বাইরে। সারে কাউন্টির হয়ে ফের মাঠে ফিরে জায়গা পেয়েছেন জাতীয় দলে। ইংল্যান্ডের পেস বিভাগে তার উপস্থিতি বাড়াবে গতি ও ধার।

চলতি সিরিজে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ উইকেট নিয়েছেন বেন স্টোকস। চার ম্যাচে তার ঝুলিতে ১৭ উইকেট। ম্যানচেস্টার টেস্টে ভারতের প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার ও ব্যাটে সেঞ্চুরি করে একাই ম্যাচের মোড় ঘুরিয়েছিলেন। লর্ডসেও দুই ইনিংস মিলিয়ে রান করেছেন ৭৭, নিয়েছেন আরও পাঁচ উইকেট।

তাই ইংলিশ শিবির শুধু একজন ব্যাটার বা একজন বোলার হারায়নি, তারা হারিয়েছে একজন পূর্ণাঙ্গ ম্যাচ উইনারকে। স্টোকসের মতো একজন অলরাউন্ডার যিনি প্রয়োজনের সময় ছায়ার মতো আক্রমণে নেতৃত্ব দেন এবং ব্যাট হাতে গড়েন ম্যাচের ভিত, তার অভাব যে দলকে নাড়া দেবে, তা বলার অপেক্ষা রাখে না।

শেষ ম্যাচে ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ:
জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন ও জশ টাঙ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • নারীরা কেন পুরুষদের তুলনায় বেশিবার প্রস্রাব করেন?
  • গঙ্গাচড়ায় হিন্দুবাড়িতে হামলা ঠেকাতে ‘পর্যাপ্ত’ ব্যবস্থা নেওয়া হয়নি
  • নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতা–কর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে মেজর
  • দেশের চারজনের একজন বহুমাত্রিক দারিদ্র্যের শিকার
  • ফ্যাসিবাদ, উগ্রবাদ যাতে মাথাচাড়া দিতে না পারে
  • ডেঙ্গুতে দুজনের, করোনাভাইরাসে একজনের মৃত্যু
  • জাওয়াইদেহ বেদুইনদের মৌখিক সাহিত্য
  • রাবিতে আ.লীগ ট্যাগ দিয়ে চিকিৎসা কর্মীকে বিবস্ত্র করে মারধর
  • ইরানের সঙ্গে সংঘাত: ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিতে সৌদি সরকারকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র
  • সিরিজের শেষ ম্যাচে নেই স্টোকস, দায়িত্বে পোপ