রংপুরের উন্নয়নে আগামী অর্থবছরের বাজেটে বিবেচনার জন্য ১০টি দাবি জানিয়েছে রংপুর চেম্বার অব কমার্স। এর মধ্যে অন্যতম হলো রংপুরের ব্যবসায়ীদের ১০ বছর কর অবকাশ-সুবিধা প্রদান; রংপুর বিভাগের শিল্প, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে বিশেষ বরাদ্দ দেওয়া এবং চারটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন।

আজ বৃহস্পতিবার রংপুর চেম্বার অব কমার্স আয়োজিত প্রাক্‌-বাজেট আলোচনায় এসব দাবি জানান ব্যবসায়ী নেতারা। বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

রংপুর চেম্বারের অন্য দাবিগুলো হলো তিস্তা মহাপরিকল্পনা গ্রহণ ও বরাদ্দ প্রদান; শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করে অগ্রাধিকার ভিত্তিতে বৈদেশিক কর্মসংস্থানের ব্যবস্থা; সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ; রংপুর সিটি করপোরেশনকে প্রয়োজনীয় উন্নয়ন বাজেট দেওয়া; রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন; রংপুর ওয়াসা গঠন; রংপুরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ।

আলোচনায় রংপুর চেম্বারের সভাপতি আকবর আলী বলেন, দেশে বিদ্যমান পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। নতুন শিল্প স্থাপনা আরও বেশি চ্যালেঞ্জিং। মুদ্রাস্ফীতি, ব্যাংকে তারল্যসংকট, নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাব ও গ্যাস না থাকায় উত্তরবঙ্গে নতুন শিল্প স্থাপন তো দূরের কথা, কুটির শিল্প টিকিয়ে রাখতে হিমশিম খেতে হচ্ছে।

১০ বছর কর অবকাশ–সুবিধা চান রংপুরের ব্যবসায়ীরা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ব যবস ব যবস য়

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ