ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ডিগ্রি কলেজে প্রথমবারের মতো ৯ সদস্যের শাখা কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রদল। নতুন কমিটির সাতজনই নারী শিক্ষার্থী। গতকাল শুক্রবার রাতে জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান ও যুগ্ম সদস্যসচিব সমীর চক্রবর্তীর সই করা কমিটি–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ফেসবুকে ছড়ালে এ তথ্য জানা যায়।

কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ সাতটি পদে নারী শিক্ষার্থীরা স্থান পাওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।

গত ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিবের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। ছাত্রদলের সদস্যসচিব নিজের ফেসবুকে শেয়ার করলে বিষয়টি নজরে আসে। কমিটিতে চাতলপাড় ডিগ্রি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী কনিকা আক্তারকে সভাপতি ও বিজ্ঞান বিভাগের ছাত্রী দেওয়ান নুসরাতকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। তাঁরা চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন।

কমিটির অন্য পদেও নারীরা প্রাধান্য পেয়েছেন। মানবিক বিভাগের এইচএসসি পরীক্ষার্থী পুষ্পা আক্তারকে জ্যেষ্ঠ সহসভাপতি, একাদশ শ্রেণির আয়েশা সিদ্দিক ও মানবিক বিভাগের পরীক্ষার্থী মুক্তা আক্তারকে সহসভাপতির পদ দেওয়া হয়েছে। বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী নূসরাত জাহান ও একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী নাজনীন আক্তারকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটিতে দুই পুরুষ শিক্ষার্থী স্থান পেয়েছেন। তাঁরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী তানভীর মিয়া ও সাংগঠনিক সম্পাদক পদে মানবিক বিভাগের পরীক্ষার্থী ইকবাল হোসেন। তাঁদের ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটিতে নারীরা প্রাধান্য পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শাখা ছাত্রদলের সদ্য সভাপতি কনিকা আক্তার। তিনি প্রথম আলোকে বলেন, ‘গুরুত্বপূর্ণ পদ ও সংখ্যায় নারীদের প্রাধান্য দেওয়ায় আমরা আনন্দিত ও খুশি। ছাত্রদলের জন্য সর্বোচ্চ কাজ করে যাব।’

জানতে চাইলে জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান ও সদস্যসচিব সমীর চক্রবর্তী বলেন, যখন নাসিরনগরে গিয়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ করা হয়, তখন নারীরাই এগিয়ে আসেন। সেখানে ছেলেদের খুব একটা এগিয়ে আসতে দেখা যায়নি। তা ছাড়া বিএনপির প্রধানও নারী। তাই দলের নির্দেশনা অনুযায়ী, নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। নতুন নেতৃত্ব শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক চর্চা ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে।

নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন বলেন, নারীরা আর পিছিয়ে নেই। পুরুষের সঙ্গে নারীরাও বিএনপিতে এগিয়ে থাকবেন, এমনটিই দলের নেতার নির্দেশনা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ভ গ র পর ক ষ র থ সদস যসচ ব ছ ত রদল র ন স রনগর কম ট ত সদস য

এছাড়াও পড়ুন:

ছাত্রদলের দেওয়া বিবৃতি গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি: ডুজা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের কর্মসূচি নিয়ে সংবাদ প্রকাশের জেরে সংগঠনটির দেওয়া বিবৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।

সোমবার (২৮ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে ডুজার সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি ও সাধারণ সম্পাদক মাহাদী হাসান ছাত্রদলের এমন বিবৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিভিন্ন মহল থেকে চাপ প্রয়োগ করে বিভিন্ন সময়ে সংবাদ সরিয়ে নেওয়া, বিবৃতিতে সংবাদকর্মীদের নিয়ে আপত্তিকর শব্দচয়নের মতো আচরণকে গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ বলে দাবি করেছে ডুজা।

আরো পড়ুন:

ঢাবিতে পাণ্ডুলিপিবিষয়ক কর্মশালা শুরু

ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিইএ পরিচালকের সাক্ষাৎ

সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের কর্মসূচি নিয়ে ‌‘আওয়ামী এমপিকে পুনর্বাসন/ভাগ বাটোয়ারা দ্বন্দ্বে জাবিতে ভ্যাকসিন কর্মসূচি স্থগিত’ শিরোনামে জাগোনিউজ২৪.কম-এ সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদকে ঘিরে একটি বিবৃতি দেয় কেন্দ্রীয় ছাত্রদল। যেখানে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ কিছু শব্দচয়ন করে সংগঠনটি।

বিবৃতিতে ডুজা নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি সাংবাদিকতার নীতি-নৈতিকতা মেনে নিউজ করার পরেও দু’একটি গণমাধ্যমের উপর ছাত্রদলের প্রভাব খাটিয়ে সংবাদ সরিয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। গত ৫ আগস্টের পর নতুন বাংলাদেশে গণমাধ্যমের সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়।

বিবৃতিতে আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের আকাঙ্ক্ষা ছিল সংবাদ মাধ্যমে উঠে আসা অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্টরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করবেন। কেউ নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করলে নিয়ম অনুযায়ী প্রতিকার চাইবেন। কিন্তু ছাত্রদলের এ ধরনের আচরণ আমাদের সে আকাঙ্ক্ষাকে আশাহত করেছে।

ডুজা নেতৃবৃন্দ বলেন, প্রতিবেদন প্রকাশের পর জাগোনিউজ২৪.কম-এর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সৈকত ইসলামকে ‘সময়ের আলো’র স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ নামে একজন ফোন দিয়ে চাপ প্রয়োগেরও নিন্দা জানাই।

নেতৃবৃন্দ সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃক সাব্বির আহমেদের অপেশাদার ও অনৈতিক আচরণের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • জাহাঙ্গীরনগরে পিটুনিতে নিহত সেই ছাত্রলীগ নেতাকেও ‘সাময়িক বহিষ্কার’ করেছে প্রশাসন
  • সিলেটে টিলা কাটার অভিযোগে বিএনপি নেতা, ইউপি সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে মামলা
  • জুলাই হামলাকারীদের শাস্তি চেয়ে জাবি ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’
  • ছাত্রদলের দেওয়া বিবৃতি গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি: ডুজা
  • কয়েকটি পরিত্যক্ত বিমানবন্দর আবার চালুর উদ্যোগ
  • আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর