ছবি: প্রথম আলো

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে মো. আরিফুল (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন নতুন গ্রন্থাগারে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় আরিফুলকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সন্ধ্যার দিকে তিনি মারা যান।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক নিংতম প্রথম আলোকে বলেন, তাঁকে কয়েকজন উদ্ধার করে মেডিকেল সেন্টারে নিয়ে আসেন। জানানো হয়, তিনি ভবন থেকে পড়ে গেছেন। অবস্থা খারাপ দেখে সঙ্গে সঙ্গে তাঁকে এনাম মেডিকেলে পাঠানো হয়। তাঁর মুখে ক্ষত ছিল এবং দাঁত পড়ে গিয়েছিল।

ভবনটি নির্মাণ করছে অনিক ট্রেডিং করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী মোমিনুল করিম বলেন, ‘আমাদের নির্মাণকাজ বর্তমানে বন্ধ আছে। তবে কিছু শ্রমিক সেখানে থাকেন। দুপুরে ফোনে জানতে পারি, একজন শ্রমিক পড়ে গেছেন। সম্ভবত অসাবধানতাবশত হাঁটাচলার সময় এ ঘটনা ঘটে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।’

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক সুলতান বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে একজন রোগী এসেছিলেন। তিনি ছাদ থেকে পড়ে গেছেন। আমাদের হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম গতকাল রাতে বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি। তারা জানিয়েছে, একজন শ্রমিক মারা গেছেন। এমন একটি ঘটনা আমাদের আগেই জানানো হয়নি কেন, তা জিজ্ঞাস করেছি। বিষয়টি প্রো-ভিসি (প্রশাসন) দেখছেন।’

সম্পর্কিত নিবন্ধ