জামালপুরে পাঠক, লেখক, শিক্ষার্থী ও দর্শনার্থীদের পদচারণে জমে উঠেছে বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা। গতকাল বৃহস্পতিবার শহরের বকুলতলা এলাকায় পাবলিক লাইব্রেরি চত্বরে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে শুরু হয়েছে এই মেলা। আজ শুক্রবার সকাল থেকেই শিশু, নারী ও শিক্ষার্থীদের পদাচারণে জমে উঠেছে।

আয়োজক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঢাকা থেকে আসা বিশ্বসাহিত্য কেন্দ্রের একটি গাড়ি থেকে অনেকগুলো র‍্যাক নামিয়ে একটি স্টলে রাখা হয়েছে। মেলা শেষে র‍্যাকগুলো আবার ওই গাড়িতে তুলে আরেক জায়গায় মেলার জন্য নেওয়া হবে।

আজ সকালে গিয়ে দেখা যায়, মেলায় শিক্ষার্থী, শিশু ও নানা বয়সী মানুষের ভিড়। তাঁদের মধ্যে শিক্ষার্থীরাই বেশি বই কিনছেন। অন্যদিকে মা-বাবার সঙ্গে মেলায় ঘুরতে আসা শিশু-কিশোরেরা প্রিয় লেখকদের বই কিনছে, কেউ কেউ বিভিন্ন লেখকের বই খুলে দেখছে। এখানে বিশ্বসাহিত্য কেন্দ্রের নিজস্ব বই ছাড়াও অন্যান্য প্রকাশনারও বই রয়েছে। এসব বই ২০–৪০ শতাংশ ছাড়ে বিক্রি করা হচ্ছে।

সরকারি আশেক মাহমুদ কলেজের স্নাতকের (সম্মান) শিক্ষার্থী চৌধুরী সামিতা তাবাসসুম বলেন, ‘এক বান্ধবীর মাধ্যমে জানতে পারি, ভ্রাম্যমাণ বইমেলা হচ্ছে। তাই চলে এলাম। সুন্দর খোলামেলা পরিবেশে বইমেলায় এসে অনেক ভালো লাগছে। তাকে তাকে সাজানো বই। ঘুরে ঘুরে তাকের বই দেখছি। এই বইমেলা শিক্ষার্থীদের বইপ্রেমী করে তুলতে সহযোগিতা করবে।’

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আলিফ আহাম্মেদ বাবার সঙ্গে মেলায় এসেছে। সে বলে, ‘বাবাকে জোর করে মেলায় এনেছি। মেলা ছোট হলেও অনেক সুন্দর। বাবা আর আমি ঘুরে ঘুরে দেখছি। বই পছন্দ হলেই কিনব।’

গতকাল বৃহস্পতিবার শহরের বকুলতলা এলাকায় পাবলিক লাইব্রেরি চত্বরে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে শুরু হয়েছে এই মেলা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বইম ল

এছাড়াও পড়ুন:

দলের প্রতি অনুগত থাকার অঙ্গীকার, জামায়াতে যোগ দি‌লেন মেজর (অব.) আ

বিএনপির সা‌বেক নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলা‌দেশ জামায়াতে ইসলামী‌তে যোগদান ক‌রে‌ছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দ‌লের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ ক‌রার মধ‌্য দি‌য়ে আনুষ্ঠা‌নিকভা‌বে তিনি জামায়া‌তে যোগ দেন। 

মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। 

দল‌টি‌তে যোগ‌ দি‌য়ে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।

ডা. শফিকুর রহমান এ সময় তাকে ফুল দি‌য়ে বরণ ক‌রেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। বিএন‌পিতে থাকা অবস্থায় দলটির বিরু‌দ্ধে মন্তব‌্য করাসহ নানা ‌বিত‌র্কিত কর্মকা‌ণ্ডের জন‌্য তিনি আলোচিত হন।  

বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

ঢাকা/নঈমুদ্দীন// 

সম্পর্কিত নিবন্ধ