মেটার সাবেক নির্বাহী সারাহ উইন-উইলিয়ামস প্রযুক্তি কোম্পানিগুলোতে স্মৃতিময় সময়ের বাস্তব চিত্র তুলে ধরেছেন তাঁর প্রকাশিত নতুন বই ‘কেয়ারলেস পিপল’-এ।
ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটাতে গ্লোবাল পাবলিক পলিসির পরিচালক হিসেবে যোগ দেওয়ার আগে উইন-উইলিয়ামস নিউজিল্যান্ড সরকারের পক্ষে একজন আইনজীবী ও কূটনীতিক হিসেবে কাজ করেছেন।
বই প্রকাশবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘মেটায় সমালোচনামূলক সাত বছরের গভীর অন্তর্দৃষ্টিপূর্ণ এবং গাঢ় হাস্যরসাত্মক সময়ের সরাসরি বিবরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। কারণ কোম্পানিটি ভাইরাল সেনসেশন থেকে গ্লোবাল পাওয়ার হাউসে পরিণত হয়েছিল এবং এর ফলে যে ধ্বংস নেমে এসেছে তা উল্লেখ করা হয়।
বইটিতে আরও রয়েছে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের হত্যার সময় রাজনৈতিক সহিংসতাকে ইন্ধন জোগাতে ফেসবুক ব্যবহার, যা টেক জায়ান্ট পরে স্বীকার করেছে যে এটি প্রতিরোধে যথেষ্ট কাজ করেনি। ২০১৬ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ফেসবুকের ভূমিকা, সেই সঙ্গে মেটার ব্যবসার কেন্দ্রীয় চরিত্রগুলো নিয়েও আলোচনা আছে। v
উৎস: Samakal
কীওয়ার্ড: বই
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট