বিশাল একটি বরফের টুকরা আকস্মিকভাবে পড়েছিল যুক্তরাষ্ট্রের একটি বাড়ির ছাদে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল বরফটি কোনো উড়োজাহাজ থেকে পড়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এফএএ) জানিয়েছে, বরফের টুকরাটি কোনো উড়োজাহাজ থেকে পড়েনি। এফএএর এমন বক্তব্যের পর বরফটি নিয়ে রহস্য আরও বেড়েছে।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম উপকূলীয় এলাকায় একটি বাড়ির ছাদে ওই বরফখণ্ডটি পড়ে। ধাতু দিয়ে তৈরি ছাদ ভেদ করে বরফের টুকরাটি শয়নকক্ষে ঢুকে পড়ে। এতে করে ছাদে বড় একটি ছিদ্র তৈরি হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। ওই বাড়ির বাসিন্দারা রাতে ওই বাসাতেই ছিলেন। তাঁরা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

প্রতিবেশী অ্যালেন আলিসিন স্থানীয় ওয়েশ টু নামের একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘ছিদ্রটি আসলেই বেশ বড়।’ ঘটনার পর তাঁর মা সেখানে গিয়েছিলেন বলে জানান অ্যালেন।

বরফের টুকরার আঘাতে বিকট শব্দ হয়। এতে প্রতিবেশীরাও কিছুটা আতঙ্কিত হয়ে অগ্নিনির্বাপক কর্তৃপক্ষকে খবর দেন। তারা এসে ওই বাসার মেঝেতে একটি বড় বরফখণ্ড দেখতে পায়।

পরে বিষয়টি এফএএকে জানানো হয়। তারা ঘটনাটি তদন্ত করে দেখে।

এফএএর একজন মুখপাত্র বলেছেন, তদন্তে দেখা গেছে ৬ ফুট বাই ৩ ফুট লম্বা বরফের টুকরাটি কোনো উড়োজাহাজ থেকে পড়েনি।

স্থানীয় ডব্লিউএফটিভিকে এক বিবৃতিতে এফএএর মুখপাত্র বলেছেন, ওই ঘটনার সময় যেসব উড়োজাহাজ ওই এলাকার ওপর দিয়ে চলাচল করেছে, সেই উড়োজাহাজ সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করেছে এফএএ। তারা নিজেদের উড়োজাহাজে ছিদ্র হয়ে পানি বের হওয়ার কোনো প্রমাণ পাননি। ছিদ্র হয়ে পানি বের হলে উড়োজাহাজের বাইরে বরফ জমার সম্ভাবনা ছিল। কিন্তু সেই রকম কিছু তদন্তে উঠে আসেনি।

তবে এই ঘটনা নিয়ে আর বিস্তারিত কিছুও জানায়নি এফএএ। তাই বরফের টুকরাটি উৎপত্তি নিয়ে রহস্য রয়ে গেছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ।

শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৩১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৫১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.২০ পয়েন্ট বা ১.৯৪ শতাংশ।

এর আগের সপ্তাহের (২৪ থেকে ২৮ জুলাই) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৩১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.৬০ পয়েন্ট বা ৬.১৮ শতাংশ।

খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৬.১০ পয়েন্টে, ব্যাংক খাতে ৭.১৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৯.৮৯ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১০.৭০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১১.০৮ পয়েন্টে, প্রকৌশল খাতে ১১.৩৫ পয়েন্টে, আর্থিক খাতে ১২.৬০ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৭৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৪.১০ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৪.৯৪ পয়েন্টে, আইটি খাতে ১৬.৩১ পয়েন্টে, বিবিধ খাতে ১৬.৬৫ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৭.৯৬ পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে ১৮.৪৩ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২১.৮১ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ২১.৯৩ পয়েন্টে, পাট খাতে ২৬.১৯ পয়েন্টে, ট্যানারি খাতে ২৬.৭৭ পয়েন্টে,   এবং সিরামিক খাতে ৫৭.৪৭ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ