ইসরায়েলের হামলায় গাজায় হামাস নেতা নিহত
Published: 23rd, March 2025 GMT
নির্বিচারে বোমা হামলা চালিয়ে গতকাল শনিবার অন্তত ৩৪ ফিলিস্তিনিকে হত্যার এক দিন পর গাজার খান ইউনিসে হামলা চালিয়ে হামাসের এক নেতাকে হত্যা করেছে ইসরায়েল।
নিহত ওই নেতার নাম সালাহ আল-বারদাউইল। তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর একজন সদস্য ছিলেন। গাজার দক্ষিণাঞ্চলের শহর খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় হামলায় তিনি স্ত্রীসহ নিহত হন।
গাজায় কয়েক দিন ধরে তুমুল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ওই রকেট হামলার পর ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননেও আক্রমণ চালাচ্ছে। ইসরায়েলের হামলায় দক্ষিণ লেবাননে অন্তত সাতজন নিহত হয়েছেন এবং চার মাস আগে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, সেটাও ভেঙে পড়ার ঝুঁকিতে পড়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ইয়েমেনে বিমান হামলা অব্যাহত রেখেছে। ইয়েমেনের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইয়েমেনের হোদেইদা বিমানবন্দরে তিনটি এবং লোহিত সাগরের আস-সালিফ বন্দরে আরেকটি আক্রমণ চালিয়েছে।
আরও পড়ুনহুতিদের হাতে ইসরায়েলি ধনকুবেরের জাহাজ আটক কী বার্তা দিচ্ছে২১ নভেম্বর ২০২৩গাজা যুদ্ধে ইসরায়েলের হামলায় অন্তত ৪৯ হাজার ৭৪৭ ফিলিস্তিনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ ১৩ হাজার ফিলিস্তিনি।
গাজার ‘গভর্নমেন্ট মিডিয়া অফিস’ নিহত মানুষের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনের বেশি বলে জানিয়েছে। তারা আরও বলেছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজারো ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।
আরও পড়ুন‘কাজ শেষ না হওয়া’ পর্যন্ত ইয়েমেনে হামলা চালানোর হুঁশিয়ারি নেতানিয়াহুর, জাতিসংঘের উদ্বেগ২৭ ডিসেম্বর ২০২৪.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইসর য় ল র
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল