ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সোমবার বিকেএসপির দুই ও মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের এক ম্যাচ মিলিয়ে পাঁচ ব্যাটার সেঞ্চুরি করেছেন। এর মধ্যে প্রাইম ব্যাংক ও অগ্রণী ব্যাংকের ম্যাচে তিন সেঞ্চুরি হয়েছে।  

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব ৯ উইকেট হারিয়ে ২০১ রান তোলে। ফজলে মাহমুদ রাব্বি ৮৭ রান করেন। জিয়াউর রহমান খেলেন ৫৭ রানের ইনিংস। 

জবাবে আবাহনী লিমিটেড ৩৯.

২ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয়। দলটির ওপেনার পারভেজ ইমন ১৩৩ বলে ১২৪ রানের ইনিংস খেলেন। ১৩টি চার ও পাঁচটি ছক্কা মারেন এই বাঁ-হাতি ব্যাটার। মোসাদ্দেক হোসেন ফিফটি করেন। 

বিকেএসপির ৪ নম্বর মাঠে জোড়া সেঞ্চুরিতে প্রাইম ব্যাংক ৩ উইকেট হারিয়ে ৩২১ রান করে। রাজশাহীর ওপেনার সাব্বির হোসেন ১২১ বলে ১০২ রানের ইনিংস খেলেন। সাতটি চার ও পাঁচটি ছক্কা মারেন তিনি। উইকেটরক্ষক ইরফান শুক্কুর ৯৪ বলে ১০৭ রান করেন। তিনি আটটি চারের সঙ্গে চারটি ওভার বাউন্ডারি মারেন। 

জবাবে অগ্রণী ব্যাংক ১৫ বল থাকতে ২৮৭ রান করে অলআউট হয়। পরাজিত হয় ৩৪ রানে। অগ্রণী ব্যাংকের হয়ে ওপেনার সাদমান ৬৮ রান করেন। তিনে নামা অধিনায়ক ইমরুল কায়েস ১১৫ বলে ১১৬ রানের ইনিংস খেলেন। ১১টি চারের সঙ্গে চারটি ছক্কা মারেন এই ব্যাটার। মিডল ও লোয়ার মিডলের ব্যর্থতায় হেরেছে দলটি। 

বিকেএসপির তিন নম্বর মাঠে তামিমের দল মোহামেডান ৭ উইকেটে শাইনপুকুরকে হারিয়েছে। টস করলেও অসুস্থ হয়ে যাওয়ায় তামিম ম্যাচটি খেলতে পারেননি। শাইনপুকুর এক বল থাকতে ২২৩ রানে অলআউট হয়। মোহামেডানের মেহেদী মিরাজ ওপেনিংয়ে নেমে ১০৩ রানের ইনিংস খেলে দলকে জেতান।

উৎস: Samakal

কীওয়ার্ড: ড প এল র ন র ইন র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন

ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।    

কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।

এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।  

সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা

সম্পর্কিত নিবন্ধ

  • কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন