দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশ তদন্তকেন্দ্রের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি রয়েল হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথরখনি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল হক।

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার ভোরের দিকে উপজেলার কাজীপাড়া এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এ সময় রয়েল হোসেনকে মাতলামি করতে দেখেন তাঁরা। এ অবস্থায় তাঁকে আটক করে আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রে নিয়ে যায় পুলিশ। পরে সেখানে এক পুলিশ সদস্যের পাহারায় তাঁকে একটি ঘরে তালাবদ্ধ রাখা হয়। পুলিশের দাবি, সাহ্‌রির সময় সবার ব্যস্ততার সুযোগে ঘরটির পেছন দিকের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান রয়েল।

সিরাজুল হক আজ সকালে জানান, রয়েল হোসেন পালিয়ে যাওয়ার পর তাঁকে গ্রেপ্তারে অভিযানে নামে আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্র ও নবাবগঞ্জ থানা-পুলিশ। গতকাল রাতে পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথরখনি এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। এ ছাড়া পুলিশের হেফাজত থেকে গ্রিল ভেঙে পালানোর ঘটনায় তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে। আজ তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বগঞ জ

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ