যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ২৩ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর শুল্ক কমাতে প্রস্তুত ভারত। দুই দেশের মধ্যে আলোচিত বাণিজ্য চুক্তি প্রথম পর্যায়ে ভারত এই শুল্ক হ্রাস করতে রাজী বলে , দুটি সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে।

জানুয়ারিতে হোয়াইট হাউসে প্রবেশের পরপর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক আরোপ শুরু করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার শুল্ক আক্রমণের বড় শিকার চীন ও কানাডা। আগামী ২ এপ্রিল থেকে বিশ্বব্যাপী কার্যকর হবে ট্রাম্পের শুল্ক আরোপ। ভারত তার নিজের ওপর এই শুল্ক আরোপের প্রভাব কমাতে চায়।

দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে.

একটি অভ্যন্তরীণ বিশ্লেষণে নয়াদিল্লি অনুমান করেছে যে এই ধরনের পারস্পরিক শুল্ক মার্কিন যুক্তরাষ্ট্রে তার মোট রপ্তানির ৮৭ শতাংশের ওপর আঘাত হানবে, যার পরিমাণ ৬৬ বিলিয়ন ডলার। এই চুক্তির অধীনে ভারত ৫৫ শতাংশ মার্কিন পণ্যের উপর শুল্ক কমাতে প্রস্তুত, যেগুলো এখন ৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত শুল্কের আওতায় রয়েছে।

একটি সূত্র জানিয়েছে, এই শ্রেণির পণ্যের ক্ষেত্রে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২৩ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের আমদানিকৃত পণ্যের উপর ‘যথেষ্ট পরিমাণে’ শুল্ক কমাতে বা এমনকি কিছু সম্পূর্ণরূপে বাতিল করতে প্রস্তুত।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং একজন সরকারি মুখপাত্রের কাছে মন্তব্য চেয়ে ইমেইল করা হলে তারা জবাব দেননি।

বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য অনুসারে, সামগ্রিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে বাণিজ্যভিত্তিক গড় শুল্ক প্রায় ২ দশমিক ২ শতাংশ, সেখানে ভারতের ১২ শতাংশ। ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ৪৫ দশমিক ৬ বিলিয়ন ডলারের।
 

ঢাকা/শাহেদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ ল ক কম র ওপর

এছাড়াও পড়ুন:

১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন

ঢাকার কেরানীগঞ্জের আগানগরে জমেলা টাওয়ারে লাগা আগুন ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। আগুন লাগা ভবনে আটকেপড়া ৪৫ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস৷

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের ডাইরেক্টর (অপারেশন) তাইজুল ইসলাম। এর আগে, ভোর সাড়ে ৫টার দিকে ১২ তলা ওই ভবনের নিচতলায় আগুন লাগে।

আরো পড়ুন:

কৃষিজমি ক্ষতির শঙ্কায় ভেকুসহ মোটরসাইকেলে অগ্নিসংযোগ

সুনামগঞ্জে আগুনে পুড়ল ৭ ঘর 

তাইজুল ইসলাম বলেন, ‘‘আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরো ১০টি ইউনিট যুক্ত হয়। বর্তমানে ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভবনের বিভিন্ন ফ্লোরে আটকে পড়া ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে।’’

তিনি বলেন, ‘‘ভবনের ভেতরে বিপুল পরিমাণ দাহ্য বস্তু থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে রবিবার পর্যন্ত সময় লাগতে পারে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে অতিরিক্ত ইউনিট মোতায়েন করা হবে এবং আগুন সম্পূর্ণ নির্বাপণ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’’

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘‘এখনই সূত্রপাত বলা যাবে না, আগে আগুন নিয়ন্ত্রণ করব, তারপর সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।’’

ঢাকা/শিপন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ