ভ্রমণ নেশার মতো। একবার স্বাদ পেয়ে গেলে আপনি নিজেকে থামাতে পারবেন না—কথাগুলো বলেছেন চীনের ৬৬ বছর বয়সী নারী লি ডংজু। বয়স হলেও এখনো নিজেকে যেন তরুণ ভাবেন এই নারী। এরই মধ্যে সাইকেলে একা একা ১২টি দেশ ভ্রমণ করে ফেলেছেন তিনি।
লি-র বাড়ি চীনের জেংজোওতে। তিনি দক্ষিণ-পূর্ব এশিয়া, ইউরোপ এবং ওশেনিয়ায় ঘুরে বেড়িয়েছেন। গেছেন কম্বোডিয়া, ফ্রান্স ও অস্ট্রেলিয়ায়।
সিএনএন ট্রাভেলকে ওই নারী বলেন, ‘আমার লক্ষ্য অন্তত ১০০ দেশে ভ্রমণ করা। ভ্রমণ হলো নেশার মতো। একবার আপনি এর স্বাদ পেয়ে গেলে নিজেকে আর থামাতে পারবেন না।’
লি-র এই দেশ-বিদেশ ঘুরে বেড়ানো সব সময় কিন্তু সহজ হয় না। তিনি শুধু মান্দারিন ভাষায় কথা বলতে পারেন। বিভিন্ন দেশে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করতে তাঁকে ভাষান্তরের বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে হয়।
লিকে টাকাপয়সা নিয়েও ভাবতে হয়, টানাটানি থাকে বাজেটে। ফলে যাত্রাপথে তিনি পার্কে, গ্যাস স্টেশনে এমনকি কবরস্থানেও ক্যাম্প করে থাকছেন।
লি চীনের ‘সিলভার ট্রাভেলার্স’ গ্রুপের সদস্য। বিবাহবিচ্ছেদের পর বিষণ্নতা পেয়ে বসেছিল তাঁকে। বিষণ্নতা থেকে মুক্তি পেতে ২০১৩ সালে ভ্রমণ শুরু করেন এই নারী।
লি বলেন, ‘সাইকেল চালানো শুরুর আগে আমি মারাত্মকভাবে অন্যদের ওপর নির্ভরশীল ছিলাম.
লি-র ছেলে তাঁকে ভাঁজ করা যায় এমন একটি সাইকেল কিনে দিয়েছেন। নিজের অবসরভাতার ওপর নির্ভর করে জীবন যাপন করছেন লি। তিনি মাসে চীনা মুদ্রায় ৪১৪ মার্কিন ডলারের সমপরিমাণ অবসরভাতা পান। প্রথম দীর্ঘ সফরে তিনি তিব্বত যেতে চেয়েছিলেন। কিন্তু সে সময় তাঁর হাতে মাত্র সাড়ে ২৩ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ ছিল।
লি একটি টেক্সটাইল কারখানায় কাজ করতেন। ২০০২ সালে লে-অফে তাঁর চাকরি যায়। তার পর থেকে তিনি অবসরভাতার ওপর নির্ভর করে চলছেন।
বাড়তি অর্থ উপার্জনের জন্য লি এক বছর একটি বাড়িতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেছেন। প্রয়োজনীয় অর্থ জমা হওয়ার পর তিনি দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে বেরিয়ে পড়েন। তাঁর সাইকেলের চাকা এখনো ঘুরছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ভ রমণ
এছাড়াও পড়ুন:
ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল
ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।
ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ