রূপগঞ্জে আনছর আলীর ঈদ সামগ্রী পেল সাড়ে ৩শ’ পরিবার
Published: 29th, March 2025 GMT
রূপগঞ্জে পূর্বাচল দুস্থ্য সমাজ কল্যাণ সংস্থ্যার আয়োজনে সমাজসেবক আনছর আলীর অর্থায়নে সাড়ে ৩’শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার দড়িগুতিয়াবো এলাকায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মাঝে ছিল গরুর মাংস, পোলাও চাল, সেমাই, চিনিসহ নানা প্রকার সামগ্রী।
কথা হয় ঈদ সামগ্রী পাওয়া কয়েকজনের সঙ্গে তারা বলেন, রোজার আগেও আনছর আলী আমাদের রমজানের জন্য যা যা দরকার সবকিছু দিয়েছে। ঈদের আগেও ঈদ সামগ্রী আমাদেরকে দেওয়া হচ্ছে। আল্লাহ আনছর আলী বাপজানরে আরো দিবো। ঈদের আগেও আর কেউ আমাগো খবর তো নিল না।
কথায় হাফিজা বেগমের সঙ্গে তিনি বলেন, বাবাগো কত নেতা দেখলাম কেউ তো ঈদের আগে আমাগো কিছু দিল না। কিন্তু আনছর আলী আমাগো সবসময়ই সহযোগীতা করে। করোনার সময়ও আমাগো সহযোগীতা করছে অনেক। আল্লাহ তারে বাচাঁয় রাখুক।
সমাজসেবক আনছর আলী বলেন, আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছি। ভবিশ্যতেও থাকবো। আল্লাহ আমাকে যা দিয়েছে তা দিয়ে আমি মানুষের পাশে থাকতে চাই সবসময়।
করোনাকালীন সময়ও আমি প্রায় ২০ হাজার মানুষকে সহযোগীতা করেছি। রজমানের আগেও মানুষের বাড়ি বাড়ি রমজানের খাবার সামগ্রী পৌছেঁ দিয়েছি। সামনেই ঈদ তাই আমার ইউনিয়নের ৩৫০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছি।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ ঈদ
এছাড়াও পড়ুন:
বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম
১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক