Samakal:
2025-11-02@00:29:43 GMT

আজ টিভি পর্দায় যত নাটক

Published: 31st, March 2025 GMT

আজ টিভি পর্দায় যত নাটক

ঈদ উপলক্ষে বিনোদনের পশরা সাজিয়েছে টিভি চ্যানেলগুলো। বিশেষ করে ঈদে প্রচারের জন্য শতাধিক নতুন নাটক নির্মাণ হয়েছে এবার। যার বেশিরভাগই টিভিতে সম্প্রচারের পাশাপাশি উন্মুক্ত হবে প্রতিষ্ঠত সব ইউটিউব চ্যানেলে।  ঈদের প্রথম দিন টিভি চ্যানেলে যে নাটকগুলো প্রচার হবে তা নিয়েই এই আয়োজন। 

বিটিভি

নাটক (নাম-পরিচয় চূড়ান্ত হয়নি)। প্রচার হবে রাত ৯টায়।

এটিএন বাংলা

নাটক ‘ঈদ সেলামি’। প্রচার হবে সকাল ৯টায়। পরিচালনা রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে ফারহান আহমেদ জোভান ও সামিরা খান মাহি।

নাটক ‘বউ বেশি বুঝে’। প্রচার হবে বিকাল ৫টা ৪৫ মিনিটে। রচনা অনামিকা মণ্ডল, পরিচালনা জুবায়ের ইবনে বকর। অভিনয়ে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি।

নাটক ‘প্রেম ভাই’। প্রচার হবে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। পরিচালনা ইমরাউল রাফাত। অভিনয়ে তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী।

নাটক ‘ঘরের কথা ঘরেই থাক’। প্রচার হবে রাত ৮টা ৪৫ মিনিটে। রচনা ও পরিচালনা হানিফ সংকেত।
অভিনয়ে ইরফান সাজ্জাদ, সামিরা খান মাহি, সালাহউদ্দিন লাভলু।

টেলিছবি ‘হৃদয়ে রেখেছি গোপনে’। প্রচার হবে রাত ১১টায়। পরিচালনা মাহমুদ মাহিন। অভিনয়ে ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী।

চ্যানেল আই

টেলিছবি ‘তোমাদের গল্প’। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে। পরিচালনা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী।

টেলিছবি ‘একান্নবর্তী’। প্রচার হবে বিকাল ৪টা ৩০ মিনিটে। পরিচালনা মহিন খান। অভিনয়ে নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি ও তারিক আনাম খান।

নাটক ‘সামনে সমুদ্র’। প্রচার হবে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। গল্প রাবেয়া খাতুন, পরিচালনা আবুল হায়াত। অভিনয়ে আবুল হায়াত, শাহেদ ও তানজিকা আমিন।

নাটক ‘চালাকি’। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে। পরিচালনা সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে শ্যামল মাওলা ও মিহি আহসান।

এনটিভি

নাটক ‘লাস্ট নাইট’। প্রচার হবে সকাল ৯টায়। রচনা ও পরিচালনা রাকেশ বসু। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিম সাইয়ারা তটিনী।

টেলিছবি ‘রাইট অর রং’। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে। রচনা ও পরিচালনা ইমরাউল রাফাত। অভিনয়ে পার্থ শেখ, মীর রাব্বি ও পারসা ইভানা।

নাটক ‘মিরাকল লাভ’। প্রচার হবে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে। রচনা পারভেজ ইমাম, পরিচালনা মো.

তৌফিকুল ইসলাম। অভিনয়ে মুশফিক আর ফারহান ও অর্চিতা স্পর্শিয়া।

নাটক ‘গরিব জামাই’। প্রচার হবে রাত ৯টা ১৫ মিনিটে। রচনা আল আমিন স্বপন, পরিচালনা তাইফুর জাহান আশিক। অভিনয়ে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি।

নাটক ‘নসিব’। প্রচার হবে রাত ১১টা ৫ মিনিটে। রচনা এন ডি আকাশ, পরিচালনা মুসাফির রনি। অভিনয়ে নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।  

আরটিভি

নাটক ‘নীল রঙের সাইকেল’। প্রচার হবে সন্ধ্যা ৭টায়। রচনা সেজান নূর, পরিচালনা সোহেল হাসান। অভিনয়ে নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।

নাটক ‘চৌধুরী বাড়ির মেয়ে’। প্রচার হবে রাত ৮টায়। রচনা অনামিকা মণ্ডল, পরিচালনা সোহেল হাসান। অভিনয়ে শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি।

নাটক ‘খাল কেটে কুমির’। প্রচার হবে রাত ৯টা ৩০ মিনিটে। রচনা অনামিকা মণ্ডল, পরিচালনা ইমরান হাওলাদার। অভিনয়ে নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।

নাটক ‘সুন্দরী ভাতা’। প্রচার হবে রাত ১১টা ৩০ মিনিট। পরিচালনা সোহেল রানা ইমন। অভিনয়ে মোশাররফ করিম ও জান্নাতুল সুমাইয়া হিমি।

বাংলাভিশন

টেলিছবি ‘কম্বো প্যাকেজ’। প্রচার হবে দুপুর ২টা ১০ মিনিটে। রচনা ও পরিচালনা মাইদুল রাকিব। অভিনয়ে মারজুক রাসেল ও চাষী আলম।

নাটক ‘ডা. আদনান’। প্রচার হবে বিকাল ৫টা ৩০ মিনিটে। পরিচালনা সাইদুর ইমন। অভিনয়ে জোভান ও সাদিয়া আয়মান।

নাটক ‘মিয়া ভাই’। প্রচার হবে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। রচনা ইশতিয়াক আহমেদ, পরিচালনা মোহন আহমেদ। অভিনয়ে মোশাররফ করিম ও সালহা খানম নাদিয়া।

নাটক ‘ভুলে ভালে ভালোবাসা’। প্রচার হবে রাত ৯টা ২৫ মিনিটে। রচনা ও পরিচালনা হামেদ হোসেন নোমান। অভিনয়ে নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।

নাটক ‘মাইরের উপর ওষুধ নাই’। প্রচার হবে রাত ১০টা ৪০ মিনিটে। রচনা ও পরিচালনা ইমরান হাওলাদার। অভিনয়ে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি।

নাটক ‘লস্ট ইন লাভ’। প্রচার হবে রাত ১১টা ৪০ মিনিটে। রচনা ও পরিচালনা তৌফিকুল ইসলাম। অভিনয়ে মুশফিক আর ফারহান ও আইশা খান।

বৈশাখী 

নাটক ‘প্যারায় আছে নবাব’। প্রচার হবে রাত ৮টা ১৫ মিনিটে। রচনা সুজিত বিশ্বাস, পরিচালনা সোহেল রানা ইমন। অভিনয়ে মোশাররফ করিম ও তাসনুভা তিশা।

নাটক ‘ডাকাতিয়া প্রেম’। প্রচার হবে রাত ৯টা ৫৫ মিনিটে। রচনা ও পরিচালনা রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল।

নাটক ‘কুবের মাঝি’। প্রচার হবে রাত ১১টা ৪০ মিনিটে। রচনা ও পরিচালনা তারিক মুহাম্মদ হাসান। অভিনয়ে শিপন মিত্র, আঁচল আঁখি ও মানসী প্রকৃতি।

মাছরাঙা

নাটক ‘ব্রেকআপ থেকে শুরু’। প্রচার হবে বিকেল ৫টা ৫০ মিনিটে। রচনা ও পরিচালনা এস আর মজুমদার। অভিনয়ে নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।

নাটক ‘বেকার বারেক’। প্রচার হবে রাত ৮টায়। রচনা ও পরিচালনা সাইফ আহম্মেদ। অভিনয়ে মোশাররফ করিম ও সালহা খানম নাদিয়া।

নাটক ‘বাজি’। প্রচার হবে রাত ১০টা ২০ মিনিটে। রচনা ও পরিচালনা তৌফিকুল ইসলাম। অভিনয়ে ফারহান ও কেয়া পায়েল।

টেলিছবি ‘মন দিওয়ানা’। প্রচার হবে রাত ১১টা ৩০ মিনিটে। রচনা ও পরিচালনা হাবিব হোসাইন রাখি। অভিনয়ে তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী।

দীপ্ত টিভি

নাটক ‘বউ আমার মেম্বার’। প্রচার হবে সন্ধ্যা ৭টায়। পরিচালনা ফজলুল সেলিম। অভিনয়ে মোশাররফ করিম ও রোবেনা রেজা।

নাটক ‘মাকড়সা’। প্রচার হবে রাত ৮টায়। পরিচালনা রাগিব রাইহান পিয়াল। অভিনয়ে সাবিলা নূর ও শ্যামল মাওলা।

নাটক ‘শহরের যত রঙ’। প্রচার হবে রাত ১১টা ১০ মিনিটে। পরিচালনা সৈয়দ শাকিল। অভিনয়ে খায়রুল বাসার ও তানজিম সাইয়ারা তটিনী।

নাগরিক টিভি

নাটক ‘লাভ অ্যান্ড ওয়ার’। প্রচার হবে সকাল ৮টায়।
 নাটক ‘চোর পুলিশ’। প্রচার হবে রাত ৮টায়। পরিচালনা তাইফুর জাহান আশিক। অভিনয়ে মোশাররফ করিম ও রোবেনা রেজা।

উৎস: Samakal

কীওয়ার্ড: ৩০ ম ন ট ৪০ ম ন ট র ত ১১ট ন আহম দ

এছাড়াও পড়ুন:

“উচ্চশিক্ষা স্বপ্ন নয়, বাস্তবতার পথ” নারায়ণগঞ্জে অনুপ্রেরণামূলক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

বিদেশে উচ্চশিক্ষা আর কেবল ধনী পরিবারের সন্তানদের স্বপ্ন নয় এখন এটি সম্ভব পরিশ্রম, আত্মবিশ্বাস ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে। এমন অনুপ্রেরণামূলক বার্তা নিয়েই নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “Higher Education, Possibilities and Dream” শীর্ষক শিক্ষা সেমিনার।

বৃস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সেমিনারটি যৌথভাবে আয়োজন করে IELTS World ও Smart World Consultancy।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ও বাংলাদেশ প্রেসক্লাব ইউকে-এর সাংগঠনিক সম্পাদক ড. আতাউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এবং ডেইলি নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের সম্পাদক মনির মুন্না।

এ ছাড়া জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন অনুষ্ঠানে।

সেমিনারে বক্তারা বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন প্রক্রিয়া, ভিসা প্রস্তুতি, শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। পাশাপাশি ইংরেজি দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গঠন ও মানসিক প্রস্তুতি নিয়েও পরামর্শ দেন তাঁরা।

প্রধান অতিথি আলমগীর হোসেন বলেন,“আজকের তরুণরাই আগামী দিনের বিশ্বনেতা। তোমাদের চোখে আমি দেখি স্বপ্নের আগুন, সেই আগুনই একদিন আলোকিত করবে বাংলাদেশকে। উচ্চশিক্ষা শুধু নিজের উন্নতির জন্য নয়, এটি দেশের উন্নয়নেও এক গুরুত্বপূর্ণ বিনিয়োগ।”

প্রধান বক্তা ড. আতাউর রহমান বলেন,“আজকের বিশ্বে উচ্চশিক্ষা কেবল একটি সনদ নয়, এটি মানসিক ও পেশাগত পরিপূর্ণতার প্রতীক। বিদেশে পড়াশোনার মাধ্যমে একজন শিক্ষার্থী শুধু জ্ঞানই অর্জন করে না, বরং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, নেতৃত্বের গুণাবলি এবং সংস্কৃতির প্রতি সহনশীলতাও অর্জন করে। বাংলাদেশি শিক্ষার্থীরা এখন বিশ্বের যেকোনো প্রান্তে নিজেদের মেধা ও যোগ্যতায় প্রতিষ্ঠিত হওয়ার সামর্থ্য রাখে।”

তিনি আরও বলেন,“বড় স্বপ্ন দেখো, তবে সেই স্বপ্ন পূরণে ঘাম ঝরাতে হবে, পরিশ্রম করতে হবে, আর নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। বিদেশে পড়াশোনা কেবল তোমার জীবনের পথ নয়, এটি তোমার দেশের জন্যও এক নতুন অধ্যায়ের সূচনা।”

IELTS World ও Smart World Consultancy–এর প্রতিনিধিরা বলেন,“এই সেমিনারের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে থাকা ভয় ও দ্বিধা দূর করা। বিদেশে পড়াশোনা কেবল সার্টিফিকেট অর্জনের বিষয় নয়, এটি জীবনের নতুন দিগন্ত উন্মোচনের সাহস।”

অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন,“বিদেশে পড়াশোনা নিয়ে আগে ভয় লাগত, আজ বুঝেছি সঠিক দিকনির্দেশনা ও আত্মবিশ্বাস থাকলে আমরাও পারব।”

অভিভাবকেরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন। তাঁদের মতে, “এমন সেমিনার শিক্ষার্থীদের বাস্তব তথ্য জানার সুযোগ দেয়, নতুন উদ্যমে লক্ষ্য স্থির করতে সহায়তা করে।”

অনুষ্ঠানের শেষে আয়োজক প্রতিষ্ঠান IELTS World ও Smart World Consultancy অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেয়।

নারায়ণগঞ্জের তরুণ প্রজন্মের মধ্যে এ সেমিনার সৃষ্টি করেছে নতুন উদ্দীপনা ও আশা। আয়োজনটি যেন প্রমাণ করেছে উচ্চশিক্ষা আর কল্পনা নয়, এটি দৃঢ় প্রত্যয় ও পরিশ্রমের বাস্তব পথ।

 

সম্পর্কিত নিবন্ধ

  • ক্ষুব্ধ-বিরক্ত আঁখি বললেন, ভণ্ডামি থেকে মুক্তি চাই
  • ‘বয়স বাড়ছে, বুঝে ফেলি কে মিথ্যা বলে’—ফেসবুকে আঁখি আলমগীর
  • “উচ্চশিক্ষা স্বপ্ন নয়, বাস্তবতার পথ” নারায়ণগঞ্জে অনুপ্রেরণামূলক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত