ঈদ উপলক্ষে বিনোদনের পশরা সাজিয়েছে টিভি চ্যানেলগুলো। বিশেষ করে ঈদে প্রচারের জন্য শতাধিক নতুন নাটক নির্মাণ হয়েছে এবার। যার বেশিরভাগই টিভিতে সম্প্রচারের পাশাপাশি উন্মুক্ত হবে প্রতিষ্ঠত সব ইউটিউব চ্যানেলে। ঈদের প্রথম দিন টিভি চ্যানেলে যে নাটকগুলো প্রচার হবে তা নিয়েই এই আয়োজন।
বিটিভি
নাটক (নাম-পরিচয় চূড়ান্ত হয়নি)। প্রচার হবে রাত ৯টায়।
এটিএন বাংলা
নাটক ‘ঈদ সেলামি’। প্রচার হবে সকাল ৯টায়। পরিচালনা রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে ফারহান আহমেদ জোভান ও সামিরা খান মাহি।
নাটক ‘বউ বেশি বুঝে’। প্রচার হবে বিকাল ৫টা ৪৫ মিনিটে। রচনা অনামিকা মণ্ডল, পরিচালনা জুবায়ের ইবনে বকর। অভিনয়ে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি।
নাটক ‘প্রেম ভাই’। প্রচার হবে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। পরিচালনা ইমরাউল রাফাত। অভিনয়ে তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী।
নাটক ‘ঘরের কথা ঘরেই থাক’। প্রচার হবে রাত ৮টা ৪৫ মিনিটে। রচনা ও পরিচালনা হানিফ সংকেত।
অভিনয়ে ইরফান সাজ্জাদ, সামিরা খান মাহি, সালাহউদ্দিন লাভলু।
টেলিছবি ‘হৃদয়ে রেখেছি গোপনে’। প্রচার হবে রাত ১১টায়। পরিচালনা মাহমুদ মাহিন। অভিনয়ে ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী।
চ্যানেল আই
টেলিছবি ‘তোমাদের গল্প’। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে। পরিচালনা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী।
টেলিছবি ‘একান্নবর্তী’। প্রচার হবে বিকাল ৪টা ৩০ মিনিটে। পরিচালনা মহিন খান। অভিনয়ে নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি ও তারিক আনাম খান।
নাটক ‘সামনে সমুদ্র’। প্রচার হবে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। গল্প রাবেয়া খাতুন, পরিচালনা আবুল হায়াত। অভিনয়ে আবুল হায়াত, শাহেদ ও তানজিকা আমিন।
নাটক ‘চালাকি’। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে। পরিচালনা সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে শ্যামল মাওলা ও মিহি আহসান।
এনটিভি
নাটক ‘লাস্ট নাইট’। প্রচার হবে সকাল ৯টায়। রচনা ও পরিচালনা রাকেশ বসু। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিম সাইয়ারা তটিনী।
টেলিছবি ‘রাইট অর রং’। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে। রচনা ও পরিচালনা ইমরাউল রাফাত। অভিনয়ে পার্থ শেখ, মীর রাব্বি ও পারসা ইভানা।
নাটক ‘মিরাকল লাভ’। প্রচার হবে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে। রচনা পারভেজ ইমাম, পরিচালনা মো.
নাটক ‘গরিব জামাই’। প্রচার হবে রাত ৯টা ১৫ মিনিটে। রচনা আল আমিন স্বপন, পরিচালনা তাইফুর জাহান আশিক। অভিনয়ে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি।
নাটক ‘নসিব’। প্রচার হবে রাত ১১টা ৫ মিনিটে। রচনা এন ডি আকাশ, পরিচালনা মুসাফির রনি। অভিনয়ে নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।
আরটিভি
নাটক ‘নীল রঙের সাইকেল’। প্রচার হবে সন্ধ্যা ৭টায়। রচনা সেজান নূর, পরিচালনা সোহেল হাসান। অভিনয়ে নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।
নাটক ‘চৌধুরী বাড়ির মেয়ে’। প্রচার হবে রাত ৮টায়। রচনা অনামিকা মণ্ডল, পরিচালনা সোহেল হাসান। অভিনয়ে শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি।
নাটক ‘খাল কেটে কুমির’। প্রচার হবে রাত ৯টা ৩০ মিনিটে। রচনা অনামিকা মণ্ডল, পরিচালনা ইমরান হাওলাদার। অভিনয়ে নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।
নাটক ‘সুন্দরী ভাতা’। প্রচার হবে রাত ১১টা ৩০ মিনিট। পরিচালনা সোহেল রানা ইমন। অভিনয়ে মোশাররফ করিম ও জান্নাতুল সুমাইয়া হিমি।
বাংলাভিশন
টেলিছবি ‘কম্বো প্যাকেজ’। প্রচার হবে দুপুর ২টা ১০ মিনিটে। রচনা ও পরিচালনা মাইদুল রাকিব। অভিনয়ে মারজুক রাসেল ও চাষী আলম।
নাটক ‘ডা. আদনান’। প্রচার হবে বিকাল ৫টা ৩০ মিনিটে। পরিচালনা সাইদুর ইমন। অভিনয়ে জোভান ও সাদিয়া আয়মান।
নাটক ‘মিয়া ভাই’। প্রচার হবে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। রচনা ইশতিয়াক আহমেদ, পরিচালনা মোহন আহমেদ। অভিনয়ে মোশাররফ করিম ও সালহা খানম নাদিয়া।
নাটক ‘ভুলে ভালে ভালোবাসা’। প্রচার হবে রাত ৯টা ২৫ মিনিটে। রচনা ও পরিচালনা হামেদ হোসেন নোমান। অভিনয়ে নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।
নাটক ‘মাইরের উপর ওষুধ নাই’। প্রচার হবে রাত ১০টা ৪০ মিনিটে। রচনা ও পরিচালনা ইমরান হাওলাদার। অভিনয়ে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি।
নাটক ‘লস্ট ইন লাভ’। প্রচার হবে রাত ১১টা ৪০ মিনিটে। রচনা ও পরিচালনা তৌফিকুল ইসলাম। অভিনয়ে মুশফিক আর ফারহান ও আইশা খান।
বৈশাখী
নাটক ‘প্যারায় আছে নবাব’। প্রচার হবে রাত ৮টা ১৫ মিনিটে। রচনা সুজিত বিশ্বাস, পরিচালনা সোহেল রানা ইমন। অভিনয়ে মোশাররফ করিম ও তাসনুভা তিশা।
নাটক ‘ডাকাতিয়া প্রেম’। প্রচার হবে রাত ৯টা ৫৫ মিনিটে। রচনা ও পরিচালনা রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল।
নাটক ‘কুবের মাঝি’। প্রচার হবে রাত ১১টা ৪০ মিনিটে। রচনা ও পরিচালনা তারিক মুহাম্মদ হাসান। অভিনয়ে শিপন মিত্র, আঁচল আঁখি ও মানসী প্রকৃতি।
মাছরাঙা
নাটক ‘ব্রেকআপ থেকে শুরু’। প্রচার হবে বিকেল ৫টা ৫০ মিনিটে। রচনা ও পরিচালনা এস আর মজুমদার। অভিনয়ে নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।
নাটক ‘বেকার বারেক’। প্রচার হবে রাত ৮টায়। রচনা ও পরিচালনা সাইফ আহম্মেদ। অভিনয়ে মোশাররফ করিম ও সালহা খানম নাদিয়া।
নাটক ‘বাজি’। প্রচার হবে রাত ১০টা ২০ মিনিটে। রচনা ও পরিচালনা তৌফিকুল ইসলাম। অভিনয়ে ফারহান ও কেয়া পায়েল।
টেলিছবি ‘মন দিওয়ানা’। প্রচার হবে রাত ১১টা ৩০ মিনিটে। রচনা ও পরিচালনা হাবিব হোসাইন রাখি। অভিনয়ে তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী।
দীপ্ত টিভি
নাটক ‘বউ আমার মেম্বার’। প্রচার হবে সন্ধ্যা ৭টায়। পরিচালনা ফজলুল সেলিম। অভিনয়ে মোশাররফ করিম ও রোবেনা রেজা।
নাটক ‘মাকড়সা’। প্রচার হবে রাত ৮টায়। পরিচালনা রাগিব রাইহান পিয়াল। অভিনয়ে সাবিলা নূর ও শ্যামল মাওলা।
নাটক ‘শহরের যত রঙ’। প্রচার হবে রাত ১১টা ১০ মিনিটে। পরিচালনা সৈয়দ শাকিল। অভিনয়ে খায়রুল বাসার ও তানজিম সাইয়ারা তটিনী।
নাগরিক টিভি
নাটক ‘লাভ অ্যান্ড ওয়ার’। প্রচার হবে সকাল ৮টায়।
নাটক ‘চোর পুলিশ’। প্রচার হবে রাত ৮টায়। পরিচালনা তাইফুর জাহান আশিক। অভিনয়ে মোশাররফ করিম ও রোবেনা রেজা।
উৎস: Samakal
কীওয়ার্ড: ৩০ ম ন ট ৪০ ম ন ট র ত ১১ট ন আহম দ
এছাড়াও পড়ুন:
আসামিদের হুমকিতে অসহায় মা, নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি
খুলনা মহানগরীর লবণচরার বাংলাদেশ সী ফুডস রোড এলাকার ঘের ব্যবসায়ী মো. আলমগীর হোসেন বিদ্যুৎ (২৪) হত্যা মামলার বিচার কাজ এক যুগ অতিবাহিত হলেও এখনো শেষ হয়নি। মামলার দীর্ঘ সূত্রিতার কারণে আসামিরা জামিনে বের হয়ে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন নিহতের পরিবারকে। তাদের বিরুদ্ধে বাদীর অপর ছেলেকে হত্যার ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।
এ অবস্থায় সাক্ষীদের নিরাপত্তা দিয়ে সাক্ষ্য গ্রহণের ব্যবস্থা এবং আসামিদের অপতৎপরতা থেকে রক্ষা করে দ্রুত মামলা নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন নিহত বিদ্যুতের মা জাহানারা বেগম। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বিচার বিভাগ, পুলিশ বিভাগ ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
আরো পড়ুন:
কেএমপির ৮ থানার ওসি রদবদল
জলবায়ু পরিবর্তন আজকের বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ইইউ রাষ্ট্রদূত
লিখিত বক্তব্যে জাহানারা বেগম বলেন, “২০১২ সালের ৪ ডিসেম্বর সন্ত্রাসীরা আমার ছোট ছেলে মো. আলমগীর হোসেন ওরফে বিদ্যুৎকে (২৪) নগরীর খানজাহান আলী (র.) সেতু এলাকায় নিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর ৭ ডিসেম্বর আমি বাদী হয়ে খুলনা সদর থানায় হত্যা মামলা করি (মামল নং- ০৩)। মামলাটি বর্তমানে খুলনা মহানগর দায়রা জজ (মামলা নং: ৪৪৯/১৫) বিচারাধীন আছে।”
“মামলায় লবণচরা বাংলাদেশ সী ফুডস রোড এলাকার নাজিম খলিফার দুই ছেলে আরমান খলিফা ও আরিফ খলিফা, লবণচরা মোহাম্মদীয়া পাড়া মসজিদ এলাকার আব্দুল জলিল হাওলাদারের ছেলে হারুন হাওলাদার, লবণচরা ইব্রাহীমিয়া মাদরাসা রোড এলাকার হামিদ মিস্ত্রীর ছেলে মো. সিরাজ এবং লবণচরা মোক্তার হোসেন রোড এলাকার হযরত আলী ফকিরের ছেলে বাদল ফকিরকে আসামি করা হয়। এ মামলায় আসামিরা বিভিন্ন সময় গ্রেপ্তার হয়ে কারাগারেও ছিলেন। আসামিরা জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বের হয়ে মামলা তুলে নিতে নানাভাবে হুমকি-ধামকি অব্যাহত রেখেছে। এই সব আসামিদের বিরুদ্ধে একাধিক থানায় বিভিন্ন মামলাও রয়েছে”, যোগ করেন তিনি।
জাহানারা বেগম অভিযোগ করে বলেন, “আমার কলিজার টুকরো সন্তানকে হত্যা করেও সন্ত্রাসীরা ক্ষ্যান্ত হয়নি। উপরন্ত জামিনে মুক্তি পেয়ে তারা এখন মামলা তুলে নিতে আমি ও আমার এক মাত্র সন্তান এবং মামলার স্বাক্ষীদের জীবননাশসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। এ বিষয়ে বারবার সাধারণ ডায়রি (জিডি) করার ফলে হত্যাকারী-সন্ত্রাসীরা ক্ষুদ্ধ হয়ে আরও বেপরোয়া হয়ে উঠেছে। যে কোন সময় তারা আমি ও আমার বড় ছেলেসহ আমার পরিবারের সদস্যদের বড় ধরণের ক্ষতি করতে পারে। এ অবস্থায় আমরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি।”
তিনি আরো বলেন, “হত্যাকারী-আওয়ামী সন্ত্রাসীদের ভয়ে আমি এখন পর্যন্ত খুলনা ও লবণচরা থানায় চারটি সাধারণ ডায়রি করেছি। সর্বশেষ গত ৩ মার্চও আমি লবণচরা থানায় জিডি করি। কারণ ২ মার্চ দুপুরে মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি আরমান তার ভাই আরিফ এবং অপর আসামি জুয়েল শেখ, হারুন হাওলাদার, সিরাজ ও বাদল ফকিরসহ আরো অনেকে আমার বাসার সামনে এসে মামলা তুলে নেয়ার জন্য ভয়ভীতি ও হুমকি দেয়। এমনকি তারা আমাকে ও আমার বড় ছেলে জাহাঙ্গীর হোসেন বিপ্লবকেও হত্যা করবেন বলেও হুমকি দেয়। এ ছাড়া, একই ধরণের ভয়ভীতি ও হুমকির কারণে আমি ২০১৪ সালের ৪ মার্চ ও ২ মে খুলনা থানায় এবং একই বছরের ৪ মে জীবনের নিরাপত্তা চেয়ে লবণচরা থানায় সাধারণ ডায়রি করি।”
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ