ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে ভারতে ব্যাপক বিক্ষোভ
Published: 4th, April 2025 GMT
ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর কলকাতা, চেন্নাই এবং আহমেদাবাদের রাস্তায় হাজার হাজার মুসলিম বিক্ষোভ করেছে।
কলকাতায় বিশাল জনতা জাতীয় পতাকা উড়িয়ে এবং ‘আমরা ওয়াকফ সংশোধনী প্রত্যাখ্যান করি’ ও ‘ওয়াকফ বিল প্রত্যাখ্যান করি’ লেখা পোস্টার বহন করে জনসভাস্থলে জড়ো হয়েছেন। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বেশিরভাগ বিক্ষোভই জয়েন্ট ফোরাম ফর ওয়াকফ প্রোটেকশন নামের একটি সংগঠন আয়োজন করেছিল।
আহমেদাবাদের রাস্তায় উত্তেজনাপূর্ণ পরিবেশ ছিল। পুলিশ রাস্তায় বসে থাকা বয়স্ক বিক্ষোভকারীদের জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। চেন্নাইতেও একইরকম দৃশ্য দেখা গেছে। অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজগম রাজ্যব্যাপী প্রতিবাদের ঘোষণা দিয়েছে। টিভিকে কর্মীরা চেন্নাই এবং কোয়েম্বাটুর এবং তিরুচিরাপল্লীর মতো প্রধান শহরগুলোতে জড়ো হয়ে ‘ওয়াকফ বিল প্রত্যাখ্যান করুন’ এবং ‘মুসলমানদের অধিকার কেড়ে নেবেন না’ এর মতো স্লোগান তোলেন।
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় ওয়াকফ বিলকে ‘গণতন্ত্রবিরোধী’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন, এটি ভারতের ধর্মনিরপেক্ষ ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, তিনি রাজ্যের মুসলমানদের তাদের জমি হারাতে দেবেন না।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
৪১১ রানের টি-টোয়েন্টি ম্যাচে ৯ রানে হারল জিম্বাবুয়ে
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ১২৭ রানে অলআউট হয়েছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আরও কম, ১২৫ রানে। কিন্তু রোববার (০২ নভেম্বর) তারা চোখে চোখ রেখে লড়াই করল আফগানিস্তানের বিপক্ষে।
আগে ব্যাট করে ৩ উইকেটে আফগানদের করা ২১০ রানের জবাবে জিম্বাবুয়ে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০১ রান করে হার মানে মাত্র ৯ রানে। দুই ইনিংসে রান হয়েছে মোট ৪১১টি। যা আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ।
আরো পড়ুন:
কেন বিপিএল থেকে বাদ পড়ল চিটাগং কিংস
ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
স্বাগতিকরা থেমে থেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ব্রিয়ান বেনেট, সিকান্দার রাজা, রায়ান বার্ল ও তাশিনগা মুসেকিওয়ার ব্যাটে লড়াই করে শেষ বল পর্যন্ত। বেনেট ৩ চার ও ২ ছক্কায় করেন ৪৭ রান। অধিনায়ক রাজা ৭টি চার ও ২ ছক্কায় করেন ৫১ রান। বার্ল ১৫ বলে ৫ ছক্কায় খেলেন ৩৭ রানের ঝড়ো ইনিংস। আর মুসেকিওয়া ২ চার ও ১ ছক্কায় করেন ২৮ রান।
বল হাতে আফগানিস্তানের আব্দুল্লাহ আহমদজাই ৪ ওভারে ৪২ রানে ৩টি উইকেট নেন। ফজল হক ফারুকি ৪ ওভারে ২৯ রানে ২টি ও ফরিদ আহমদ ৩ ওভারে ৩৮ রানে নেন ২টি উইকেট।
তার আগে উদ্বোধনী জুটিতে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ১৫.৩ ওভারে ১৫৯ রানের জুটি গড়েন। এই রানে গুরবাজ আউট হন ৪৮ বলে ৮টি চার ও ৫ ছক্কায় ৯২ রানের ইনিংস খেলে। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ১৬৩ রানের মাথায় ইব্রাহিম আউট হন ৭টি চারে ৬০ রান করে। এরপর সেদিকুল্লাহ অটল ১৫ বলে ২টি চার ও ৩ ছক্কায় অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ২১০ পর্যন্ত নিয়ে যান।
বল হাতে জিম্বাবুয়ের ব্রাড ইভান্স ৪ ওভারে ৩৩ রানে ২টি উইকেট নেন। অপর উইকেটটি নেন রিচার্ড এনগ্রাভা।
৯২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন গুরবাজ। আর মোট ১৬৯ রান করে সিরিজ সেরা হন ইব্রাহিম জাদরান।
ঢাকা/আমিনুল