যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষে শুল্ক আরোপের পর বৈশ্বিক বাজারে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। আর তাতেই বিশ্বের শীর্ষ ৫০০ ধনী এক দিনে মোট ২০ হাজার ৮০০ কোটি ডলারের সম্পদ খুইয়েছেন।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের ১৩ বছরের ইতিহাসে এটি এক দিনে চতুর্থ বৃহৎ পতন। কোভিড–১৯ মহামারির পর এত বড় পতন আর হয়নি।

ব্লুমবার্গের সম্পদ সূচক অনুসারে, ব্লুমবার্গ যাঁদের সম্পদের হিসাব রাখে, তাঁদের অর্ধেকেরও বেশি ব্যবসায়ীর ভাগ্যের পতন ঘটেছে এদিন। গড়ে তাঁদের ৩ দশমিক ৩ শতাংশ সম্পদ হ্রাস পেয়েছে।

সবচেয়ে বেশি সম্পদ হারিয়েছেন মার্কিন ধনকুবেররা। মেটাপ্রধান মার্ক জাকারবার্গ ও অ্যামাজনপ্রধান জেফ বেজোসের সম্পদ কমেছে সবচেয়ে বেশি।

যুক্তরাষ্ট্রের বাইরে যে অল্প কয়েকজন ধনকুবের ট্রাম্পের শুল্ক আরোপের প্রভাব থেকে রক্ষা পেয়েছেন, তাঁদের একজন কার্লোস স্লিম। তিনি মেক্সিকোর শীর্ষ ধনী।

গত বুধবার ট্রাম্প বেশ কয়েকটি দেশের ওপর নতুন করে পাল্টা শুল্ক আরোপ করেছেন, তালিকায় নেই মেক্সিকোর নাম।

ট্রাম্পের সেদিনের শুল্কের খাঁড়া থেকে বেঁচে যাওয়ার পর গত বৃহস্পতিবার মেক্সিকোর অন্যতম প্রধান শেয়ারবাজার মেক্সিকান বোলসার সূচক শূন্য দশমিক ৫ শতাংশ বেড়েছে। এতে স্লিমের সম্পদ এক দিনে ৪ শতাংশ, অর্থাৎ ৮ হাজার ৫০০ কোটি ডলার বেড়েছে।

মধ্যপ্রাচ্য একমাত্র অঞ্চল, যেখানে ব্লুমবার্গের সম্পদের সূচকে থাকা ব্যক্তিদের সম্পদ বৃহস্পতিবার কমেনি।

মার্ক জাকারবার্গ

ডলারের হিসাবে বৃহস্পতিবার সবচেয়ে বেশি সম্পদ হারিয়েছেন মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ওই দিন সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিটির শেয়ারের দাম ৯ শতাংশ কমে গেছে। এতে মেটার প্রধান নির্বাহী জাকারবার্গ ১ হাজার ৭৯০ কোটি ডলার খোয়ান, যা তাঁর মোট সম্পদের ৯ শতাংশ।

জেফ বেজোস

বৃহস্পতিবার অ্যামাজনের শেয়ারের দাম ৯ শতাংশ পড়ে যায়, ২০২২ সালের এপ্রিলের পর এটা কোম্পানিটির শেয়ারের সবচেয়ে বড় পতন। এর ফলে প্রযুক্তি খাতের এই কোম্পানির প্রতিষ্ঠাতা বেজোস তাঁর ব্যক্তিগত মোট সম্পদ থেকে ১ হাজার ৫৯০ কোটি ডলার খোয়ান।

ইলন মাস্ক

এ বছর এখন পর্যন্ত টেসলা সিইও ইলন মাস্ক ১১ হাজার কোটি ডলারের সম্পদ খুইয়েছেন। এর মধ্যে বৃহস্পতিবার তাঁর সম্পদ কমেছে ১ হাজার ১০০ কোটি ডলার। পণ্য সরবরাহে বিলম্ব ও ট্রাম্প প্রশাসনে মাস্কের বিতর্কিত ভূমিকার কারণে পুঁজিবাজারে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার শেয়ারের দাম হ্রাস পাচ্ছে।

আর্নেস্ট গার্সিয়া

ব্যবহৃত গাড়ি বিক্রির কোম্পানি কারভানা-এর সিইও আর্নেস্ট গার্সিয়া বৃহস্পতিবার ১৪০ কোটি ডলার হারিয়েছেন। এদিন কোম্পানিটির শেয়ারের দাম ২০ শতাংশ কমে যায়।

টোবিয়াস লুটকা

কানাডার ই-কমার্স কোম্পানি সপিফাইয়ের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও টোবিয়াস লুটকা বৃহস্পতিবার তাঁর সম্পদ থেকে ১৫০ কোটি ডলার হারিয়েছেন, যা তাঁর মোট সম্পদের ১৭ শতাংশ। টরন্টোতে সপিফাইয়ের শেয়ারের দাম ২০ শতাংশ পড়ে গেছে।

বার্নার্ড আর্নল্ট

ট্রাম্প গত বুধবার ইউরোপিয়ান ইউনিয়নের ওপর নতুন করে সব পণ্যে ফ্ল্যাট ২০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর ফলে মদ ও বিলাস পণ্যসহ অন্যান্য পণ্য রপ্তানিতে ধাক্কা লাগবে, সে কথা জানাই ছিল। ট্রাম্পের শুল্ক আরোপের ধাক্কায় বৃহস্পতিবার প্যারিসে আর্নল্টের এলভিএমএইচের শেয়ারের পতন হয়েছে। ইউরোপের শীর্ষ ধনী আর্নল্টের নিট সম্পদ থেকে ৬০০ কোটি ডলার কমে গেছে।

ঝ্যাং সুংওয়ান

চীনা জুতা তৈরির কোম্পানি হুয়াই ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের প্রতিষ্ঠাতা ঝ্যাং সুংওয়ানের সম্পদ থেকে বৃহস্পতিবার ১২০ কোটি ডলার কমে গেছে। যা তাঁর মোট সম্পদের ১৩ শতাংশ। ট্রাম্প চীনের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করছেন।

যুক্তরাষ্ট্র ও ইউরোপভিত্তিক আরও কয়েকটি জুতা প্রস্তুতকারী কোম্পানির শেয়ারের দামও বৃহস্পতিবার পড়ে গেছে।

আরও পড়ুনএবার যুক্তরাষ্ট্রের পণ্যে ৩৪% পাল্টা শুল্ক চীনের, ডব্লিউটিওতে মামলা১৮ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ ল ক আর প জ ক রব র গ ব ল মব র গ এক দ ন সবচ য়

এছাড়াও পড়ুন:

ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে হত্যা, ফাঁদ পেতে ধরা হলো প্রেমিককে

পাবনার চাটমোহর উপজেলার কাটেঙ্গা গ্রামে ক্যানসার আক্রান্ত স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। 
দশদিন পর ঘটনা জানাজানি হলে  অভিযুক্ত স্ত্রী শারমিন খাতুন ও তার প্রেমিককে আটক করে পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে পরিবারের সদস্যরা পুলিশকে ঘটনাটি জানায়। 

এর আগে গত ৩০ নভেম্বর চাটমোহরের দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত স্বামী শের আলী (৩৫) দক্ষিণপাড়া গ্রামের ভোলা প্রামানিকের ছেলে। শারমিন খাতুন (২৬) কাটেঙ্গা গ্রামের শাহ আলমের মেয়ে। এবং তার প্রেমিক অনিক (২২) একইগ্রামের মহাজন সরকারের ছেলে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর শের আলীর মৃত্যু হয়। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর পর বিষয়টি স্বাভাবিক হিসেবে শুরুতে মেনে নিলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মৃত্যুকে ঘিরে পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দেয়।
জানা যায়, শের আলীর চিকিৎসার জন্য বিভিন্ন সামাজিক সংগঠন ও ইউটিউবারদের মাধ্যমে চিকিৎসা সহায়তার অর্থ সংগ্রহ করা হয়েছিল। অভিযোগ রয়েছে, সেই অর্থের একটি বড় অংশ শারমিন অনিককে দিয়েছেন। 

মৃত শের আলীর ফুপাতো ভাই এনামুল হোমেনের দাবি, শারমিন ও অনিকের মধ্যে ফেসবুক মেসেঞ্জারে হওয়া কথোপকথন ঘেঁটে টাকা লেনদেনের একাধিক তথ্য পাওয়া গেছে। সেখান থেকেই প্রথম সন্দেহের সূত্রপাত। 

এরপর ঘটনার সত্যতা যাচাই করতে পরিবারের সদস্যরা কৌশল অবলম্বন করেন। শারমিনের ব্যবহৃত মোবাইল ফোন থেকে অনিককে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে আসতে বলে মেসেজ পাঠানো হয়। অনিক এই ফাঁদে পা দেন।  

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে অনিকে টাকা নিতে এলে স্থানীয়রা তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে অসংলগ্ন বক্তব্য ও পরস্পরবিরোধী তথ্য দিলে সন্দেহ আরও ঘনীভূত হয়। পরে অনিক ও শারমিন স্বীকার করেন, প্রায় চার মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। 

শারমিন এ সময় জানান, গত ৩০ নভেম্বর একসঙ্গে দশটি ঘুমের ওষুধ শের আলীকে তিনি খাইয়েছিলেন। এতে শের আলীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং কিছু সময়ের মধ্যেই তার মৃত্যু হয়। 

শের আলীর মা শিরীনা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘‘আমার অসুস্থ ছেলেকে ওর বউ ঘুমের ওষুধ খাইয়েছে। সে সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ে। পরে এসে দেখি আমার ছেলে আর বেঁচে নেই। আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।’’

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার হোসেন বলেন, ‘‘মৃত ব্যক্তির পরিবারে পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ দেয়নি বা মামলা করেনি। যেহেতু ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ আইনগত প্রক্রিয়া শেষে তাদের পাবনা আদালতে সোপর্দ করেছে।’’ 

ঢাকা/শাহীন//

সম্পর্কিত নিবন্ধ