স্পেন ছেড়েছেন প্রায় সাত বছর হতে চলল। সৌদি আরবে এসেছেন তাও তিন বছর হয়ে গেছে। আল নাসরেতে থেকেও অবসর নিতে চান। কিন্তু তারপর? স্প্যানিশ আউটলেট মুন্ডো দেপর্তিভোর খবর অবসরের পর ক্রিশ্চিয়ানো রোনালদো স্পেনেই ফিরবেন। তবে দলের কোচ হয়ে নয়, বরং ক্লাবের মালিক হয়ে। লা লিগার ক্লাব ভ্যালেন্সিয়া কিনে নিতে পারেন তিনি এবং সেটা আগামী মৌসুমেই। 

তবে রোনালদো নাকি একটি শর্ত দিয়েছেন ভ্যালেন্সিয়া কর্তৃপক্ষকে। তা হলো এবার রেলিগেশনের শঙ্কা কাটাতে তাদের আগামী মৌসুমেও লা লিগা খেলতে হবে। ক্লাবটির মালিক সিঙ্গাপুরভিত্তিক ধনকুবের পিটার লিম। কিন্তু তাঁর নাকি ক্লাবটির প্রতি কোনো মনোযোগ নেই। সম্প্রতি মালিকানা বদলের জন্য ভ্যালেন্সিয়ার সমর্থকরা বিক্ষোভ করেছেন। এই পিটার লিমের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রোনালদোর। তাই পিটারই নাকি ভ্যালেন্সিয়াকে রোনালদোর কাছে বিক্রির প্রস্তাব দিয়েছেন। মিররের খবর স্প্যানিশ ক্লাবটি কিনতে ১৬৯ মিলিয়ন পাউন্ড দরকার, যা রোনালদোর এক বছরের আয়ের থেকেও কম। সৌদি ক্লাবে বছরে ২০২ মিলিয়ন পাউন্ড আয় করে থাকেন রোনালদো। তা ছাড়া সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে রোনালদোর যে ঘনিষ্ঠতা, তাতে ক্লাব কিনতে তাঁর কোনো সমস্যা হবে না।

এমনিতে ফুটবলের এই তারকার ব্যবসায় বিনিয়োগ কম না। হোটেল চেইন, ক্লথিং ফ্র্যাঞ্চাইজি, লাইফ স্টাইল ব্র্যান্ড, ফিটনেস সেন্টার, রিয়াল এস্টেট থেকে শুরু করে মিডিয়া অ্যান্ড টেকনোলজি– রোনালদোর লগ্নি আছে এসবে। তার সঙ্গে যদি স্প্যানিশ ক্লাবটি যুক্ত হয়, তাহলে মন্দ হবে না। যদিও এই ব্যাপারে রোনালদোর প্রতিক্রিয়া মেলেনি মিডিয়ায়। তবে দেপর্তিভোর রিপোর্টার জুলিয়ান রেদোনদো জানিয়েছেন ক্লাবটি কেনার ব্যাপারে রোনালদো নাকি বেশ আগ্রহী। কারণ সৌদি আরবে আরও কয়েক বছর কাটিয়ে তিনি স্পেনে ফিরতে চান। 

সৌদিতে রোনালদো কত বছর থাকবেন, তার একটা ইঙ্গিত রয়েছে। ক্যারিয়ারে ১ হাজার গোল করার লক্ষ্য নিয়েছেন রোনালদো। শুক্রবার রাতে রিয়াদ ডার্বিতে আল হিলালের বিপক্ষে জোড়া গোল পেয়েছেন। ২-১ গোলে তাঁর দল জিতেছে ম্যাচটি। এ নিয়ে তাঁর মোট গোলসংখ্যা এখন ৯৩১ (১ হাজার ২৭২ ম্যাচে)। চার অঙ্কে পৌঁছতে যতদিন লাগে, ততদিন তিনি আল নাসরেতেই থাকবেন। তা ছাড়া ২০৩৪ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সৌদি আরবে। সেই ইভেন্টেও সৌদি আরবের হয়ে প্রচারণায় থাকবেন। তাই ফুটবলের সঙ্গে থাকার ভবিষ্যৎ পরিকল্পনাতেই ভ্যালেন্সিয়া কিনতে পারেন। 

এই মুহূর্তে লা লিগার পয়েন্ট তালিকায় দলটির অবস্থান ১৬। এই অবস্থান ধরে রাখতে পারলেই লা লিগায় পরের মৌসুমে থাকবে তারা। ফিফা আর উয়েফার নিয়মে রয়েছে খেলোয়াড় হিসেবে কেউ ক্লাবের মালিক হতে পারবেন, যদি কিনা তা স্বার্থবিরোধী হয়। অর্থাৎ একই লিগে কোনো খেলোয়াড় সেই লিগের ক্লাব কিনতে পারবেন না। রোনালদো যেহেতু সৌদি প্রো লিগ খেলছেন, সেখানে লা লিগার ক্লাব কিনতে তাঁর সমস্যা নেই। কেননা একমাত্র প্রীতি ম্যাচ ছাড়া আল নাসরে আর ভ্যালেন্সিয়ার মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ইতিহাসের দ্রুততম মানবের এখন সিঁড়ি ভাঙতে দম ফুরিয়ে আসে

হঠাৎ মনে হতে পারে, কথাবার্তায় লোকটা এখন তো বেশ সাদামাটা। তা-ই কি?

মোটেও না। চেনা সেই ক্যারিশমা যে চলে যায়নি, সেটা বোঝা গেল ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের সঙ্গে সাক্ষাৎকারে উসাইন বোল্ট যখন সোজা বলে দিলেন, কেন তাঁর রেকর্ড আজও কেউ ভাঙতে পারেননি। মনে হবে, এই তো সেই বোল্ট। আবার একটু ধাক্কাও লাগবে পরের কথাগুলো শুনলে। একসময়ের সুপারম্যান এখন তাহলে এমন আটপৌরে জীবন কাটাচ্ছেন! যে জীবনে নাকি সিঁড়ি ভেঙে ওঠার সময় তাঁর দম ফুরিয়ে আসে! অথচ এই লোকটাই একসময় ১০০ মিটার দৌড়েছেন ৯.৫৮ সেকেন্ডে।

আরও পড়ুনআকাশছোঁয়ার অভিযানে ডুপ্লান্টিসের আবারও বিশ্ব রেকর্ড১৫ সেপ্টেম্বর ২০২৫

টেলিগ্রাফের সঙ্গে সাক্ষাৎকারটা বোল্ট দিয়েছেন টোকিওতে। বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ দেখতে গেছেন সেখানে। অবিশ্বাস্য হলেও সত্যি, ২০১৭ সালে অবসরের পর এই প্রথম অ্যাথলেটিকসের কোনো বড় আসর দেখতে গেলেন আটবারের এই অলিম্পিক চ্যাম্পিয়ন। জাপানি দর্শকেরা অবশ্য তাঁকে দেখে ঠিকই উল্লাসে ফেটে পড়েছে। তবে বোল্ট এখন বদলে গেছেন অনেকটাই। জ্যামাইকায় এখন তাঁর ঘরোয়া জীবনটা আলোয় থাকার সময়ের সেই জীবনের সঙ্গে একেবারেই মেলে না।

অবসর নেওয়ার পর এই প্রথম অ্যাথলেটিকসের কোনো বড় আসরে এলেন বোল্ট। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে

সম্পর্কিত নিবন্ধ

  • পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • ইতিহাসের দ্রুততম মানবের এখন সিঁড়ি ভাঙতে দম ফুরিয়ে আসে