সরকারি বই বোঝাই পিকআপ আটক করল শিক্ষার্থীরা
Published: 8th, April 2025 GMT
মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির সরকারি বই বোঝাই একটি পিকআপ ভ্যান আটক করেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার রাঢ়ীখাল গ্রামের স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ ফটকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আটক করা ওই বইগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের ফেরত নেওয়া হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহানা নাসরিন জানান, দু’দিন পরই এসএসসি পরীক্ষা। তাই কক্ষ পরিষ্কার করার জন্য ভেতরে থাকা পুরাতন বই বাইরে আনা হয়। এরপর ওই বই কে বা কারা পিকআপ ভ্যানে বোঝাই করে নিয়ে যাচ্ছিল তা তিনি জানেন না। এ সময় শিক্ষার্থীরা বই বোঝাই পিকআপ ভ্যান আটক করে ক্যাম্পাসে নিয়ে আসে। পরে বইগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতর রাখা হয়। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে দু’জন শিক্ষক জড়িত রয়েছেন বলে জানা গেছে। তবে শতভাগ নিশ্চিত না হওয়ায় ও তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না বলে জানান তিনি।
উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার প্রদ্বীপ পাল জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি জানতে পেরেছেন বইগুলো বিক্রির উদ্দেশ্যে পিকআপ ভ্যানে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ব্যাপারে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প কআপ ভ য ন
এছাড়াও পড়ুন:
এভাবে ‘চিকেনপাতুরি’ রান্না করেছেন?
ভাত অথবা রুটির সঙ্গে খেতে পারেন চিকেনপাতুরি। গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে খেতেও বেশ ভালো লাগে এই পদ। সহজেই এই পদ তৈরি করা যায়। এর জন্য অল্প কয়েকটি উপকরণ লাগে যেমন—বোনলেস চিকেন, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, লেবুর রস, চিকেন মশলা, গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, পেঁয়াজ কুচি, তেল ও লবণ। চলুন জেনে নেওয়া যাক চিকেনপাতুরির রেসিপি।
প্রথম ধাপ: চিকেনের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন। এবার একটি পাত্রে সব বাটা মশলা, লবণ, লেবুর রস দিয়ে কয়েক ঘণ্টা ম্যারিনেট করুন। তারপর ফ্রিজের নরমাল চেম্বারে আধাঘণ্টার জন্য রেখে দিন।
আরো পড়ুন:
ওভেন ছাড়াই তন্দুরি চিকেন বানিয়ে নিন
রক্তস্বল্পতা কমায় হাঁসের মাংস
দ্বিতীয় ধাপ: কড়াইতে তেল গরম করে নিন। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিন।এবার এই পেঁয়াজ বেরেস্তা মিশিয়ে দিন ম্যারিনেট করে রাখা মাংসে। তারপর মাংস কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।
তৃতীয় ধাপ: মাংস কষানো হয়ে গেলে কলা পাতার মধ্যে চিকেন ঢেলে দিতে হবে। ভালো করে মুড়িয়ে কলাপাতা সুতা দিয়ে বেঁধে দিন। আলাদা একটা কড়াইতে ভালো করে তেল ব্রাশ করে নিন। মুড়িয়ে রাখা চিকেন তেল মাখানো কড়াইতে বসিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে রাখুন, এভাবে ২০ ঢাকা দিয়ে রান্নাটা করুন।
শেষ ধাপ: আরও ১০ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিন। ব্যাস তৈরি হয়ে গেলো চিকেনপাতুরি।
ঢাকা/লিপি