গাজীপুরের কালিয়াকৈরের খাড়াজোড়া এলাকায় বুধবার বিকেলে আগুনে পুড়ে গেছে তিনটি ঝুটের গুদাম। মঙ্গলবার রাতে পৃথক আরেকটি অগ্নিকাণ্ডে পুড়ে গেছে আরও দুটি টিনশেড কক্ষ।
জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে প্রথমে আলতাফ হোসেনের ঝুটের গুদামে আগুন লাগে। স্থানীয়রা ও গুদামের শ্রমিকরা আগুন নেভাতে ব্যর্থ হলে এর তীব্রতা বেড়ে যায়। এ সময় আগুন পাশের ইমরান মিয়া ও হাফিজুর রহমানের ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিটকে খবর দেওয়া হয়। কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একযোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
গুদাম মালিক হাফিজুর রহমান জানান, আলতাফের গুদামের আগুন তাঁর গুদামে ছড়িয়ে পড়ে। তাঁর গুদামে থাকা সুতা, পরিত্যক্ত ঝুটসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই আগুন তাদের নিঃস্ব করে দিয়েছে। তিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে ঝুটের ব্যবসা শুরু করেছিলেন।
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, তিনটি ঝুটের গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিয়াকৈরের তিনটি ইউনিট ও কোনাবাড়ীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
সফিপুর পশ্চিমপাড়া একতা ভবন (পুকুরপাড়) এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আগুনে একটি বাড়ির দুটি কক্ষ পুড়ে যায়। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইউন ট
এছাড়াও পড়ুন:
দলের প্রতি অনুগত থাকার অঙ্গীকার, জামায়াতে যোগ দিলেন মেজর (অব.) আ
বিএনপির সাবেক নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন।
মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন।
দলটিতে যোগ দিয়ে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।
ডা. শফিকুর রহমান এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।
যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। বিএনপিতে থাকা অবস্থায় দলটির বিরুদ্ধে মন্তব্য করাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি আলোচিত হন।
বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ঢাকা/নঈমুদ্দীন//