Samakal:
2025-09-18@04:01:05 GMT

বয়স তাঁর কাছে সংখ্যামাত্র

Published: 10th, April 2025 GMT

বয়স তাঁর কাছে সংখ্যামাত্র

বয়স তাঁর কাছে সংখ্যামাত্র! ৬৭ বছরের বলিউড অভিনেতা সানি দেওলের ‘ঢায় কিলো কা হাতে’ পড়ুন [আড়াই কেজি ওজনের হাতের] ম্যাজিক যে এখনও অক্ষত, তা কখনও পর্দায় টিউবঅয়েল, কখনও ল্যাম্পপোস্ট তুলে হুঙ্কার দিয়ে বুঝিয়ে দিয়েছেন। এবার নতুন ছবিতে বিশাল আকারের সিলিং ফ্যান হাতে ধরা দেবেন সানি দেওল। ২০২৩ সালে বক্স অফিসে ‘গাদ্দার ২’ সিনেমার মাধ্যমে সানি তাঁর চলচ্চিত্র জীবনকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছেন। প্রায় ৭০০ কোটি টাকার ব্যবসা করা ছবি উপহার দিয়ে রাজনীতির ময়দান থেকে বর্তমানে অভিনয়েই মনোনিবেশ করেছেন তিনি। এবার ‘জাত’ সিনেমায় রবিনহুড রূপে ধরা দিলেন সানি দেওল।

সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার। এতে দেখা গেল সানির সঙ্গে সম্মুখ সমরে রণদীপ হুদা। ‘জাট’ সিনেমায় খলনায়ক রণতুঙ্গার চরিত্রে দেখা যাবে রণদীপকে; যার অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ। বলা ভালো, গ্রামকে শ্মশানে পরিণত করেছে সে। ঠিক এমনই এক পরিস্থিতিতে রবিনহুডের মতো সেই গ্রামে হাজির হন সানি। যেমন অ্যাকশন, তেমনই সংলাপ। ‘জাত’ ট্রেলারে স্পষ্ট, বলিউডের ‘গাদ্দার ২’-এর থেকেও দক্ষিণী পরিচালকের হাত ধরে দুরন্ত অ্যাকশন ছবি উপহার দিতে চলেছেন সানি। এখন পর্যন্ত একাধিক বলিউড তারকা দক্ষিণমুখো হয়েছেন কিংবা দক্ষিণী পরিচালকের হাত ধরে ব্লকবাস্টার প্রত্যাবর্তন ঘটিয়েছেন। এবার দেখার পালা, সানি কী করেন। এর আগে একাধিক গণমাধ্যমে সানির বাবা বরেণ্য অভিনেতা ধর্মেন্দ্র আক্ষেপ করে বলেছিলেন, ‘বলিউড দেওলদের প্রাপ্য সম্মানটুকু দেয়নি।’ ফলে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে সানি দেওল বললেন, ‘বলিউডকে মনে করিয়ে দিলেন, শেষমেশ সিনেমায় আমাদের কাজের কদর করছে। এটিই সময়। অনেক বছর অপেক্ষা করেছি। আমাদের পরিবারের আসলে স্বীকৃতি পেতে বরাবরই দেরি হয়। ওই কথায় বলে না, কর্ম করে যাও, ফলের আশা না করে। লড়ে যাও, থেমো না।’ 

এবার আর টিউবঅয়েল কিংবা হাতুড়ি নয়, সানি দেওলের ‘ঢায় কিলো কা হাতে’ এবার দেখা গেল রাক্ষুসে এক লোহার পাখা। অবশ্য যেটি তাঁর শত্রুদমনের অস্ত্র হিসেবে দেখা যাবে পর্দায়। ৬৭ বছরের সানি দেওলের এই ছবিও যে ভরপুর অ্যাকশন-প্যাকড সিনেমা হতে চলেছে, তা প্রথম দেখায় বেশ আন্দাজ করা গেল। ‘জাত’ পরিচালনা করেছেন তেলেগু পরিচালক গোপীচাঁদ মালিনেনি এবং প্রযোজনায় মাইথেরি মুভি মেকারস। সানি দেওল, রণদীপ হুডা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বিনীত কুমার সিং, সায়ামি খের, রেজিনা কাসান্দ্রার মতো অভিনেতারা। 

ছবির ট্রেলার দেখে দর্শক যতই খুশি হোক না কেন, ছবির নাম নিয়ে ইতোমধ্যে বিতর্ক দানা বেঁধেছে। সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে কিছুদিন আগে মুক্তি পাওয়া ছবির ‘ও রাম শ্রীরাম’ গানটি। এবার সব বিতর্কের অবসান ঘটাতে সিনেমাটি নিয়ে বলেছেন দুই অভিনেতা সানি দেওল ও রণদীপ হুডা। ছবির প্রচারে গিয়ে সানি বলেছেন, ‘জাত কোনো ধর্মীয় উস্কানিমূলক ছবি নয়, দয়া করে এর গায়ে ধর্মীয় তকমা সেঁটে দেবেন না। ছবিটি সম্পূর্ণ বিনোদনমূলক। আমরা চাই দর্শকরা ছবিটা উপভোগ করুক, এর বেশি কিছু নয়। আমরা সব ধর্মকেই ভালোবাসি। একজন অভিনেতা হিসেবে ছবির মাধ্যমে গোটা বিশ্বের সামনে নিজের দেশের প্রতিনিধিত্ব করি আমরা। তাই দেশের সম্মান খর্ব হবে এমন কোনো বিষয় আমাদের ছবিতে দেখাতে চাই না। ছবির মাধ্যমে আমরা কোনো ধর্মীয় বার্তা দিতে চাই না।’ তাঁর কথার সূত্র ধরে ছবির আরেক অভিনেতা রণদীপ হুডা বলেন, ‘‘আপনারা সবাই ছবির ‘জাত’ নাম নিয়ে কৌতূহলী। ছবিতে জাত আসলে কী, একটা সম্প্রদায় নাকি এজেন্ট নাকি কোনো ব্যক্তি, সব প্রশ্নের উত্তর মিলবে ছবিতে এবং সেই কারণে আপনাদের ছবিটা দেখার অনুরোধ করব।’’ আগামীকাল সিনেমাটি মুক্তি পাচ্ছে।  

১৯৮৩ সালে ‘বেতাব’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন সানি দেওল। এরপর ২০০০ সালে তাঁর ‘গাদ্দার,’ বক্স অফিসে ঝড় তুলে দিয়েছিল। তবে ৪০ বছরের সিনেমাযাত্রায় এর আগে ‘গাদ্দার ২’ সিনেমার মতো বড় হিট দিতে পারেননি সানি দেওল। তারপর থেকে নিজের ‘দাম বাড়িয়েছেন’ এই অভিনেতা। সেই পরিপ্রেক্ষিতে ‘গাদ্দার ২’ সানি দেওলের ক্যারিয়ারে মাইলস্টোন হওয়ার পর ‘জাত’ কেমন ব্যবসা করে, নজর থাকবে সেদিকে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

‘ক্ষুদে ম্যারাডোনা’ জিসানের দায়িত্ব নিলেন তারেক রহমান

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা ডুলিকান্দা গ্রামের ক্ষুদে ফুটবলার জিসানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয়রা ফুটবলে জিসানের দক্ষতায় মুগ্ধ হয়ে তাকে ‘ক্ষুদে ম্যারাডোনা’ বলে ডাকেন। 

তারেক রহমানের পক্ষে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জিসানের গ্রামের বাড়িতে যান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি জিসানের বাবা ও এলাকাবাসীকে এ খবরটি জানিয়ে আসেন।

উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা ডুলিকান্দা গ্রামের অটোরিকশাচালক জজ মিয়ার ছেলে জিসান। মাত্র ১০ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলারের অসাধারণ দক্ষতার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। স্থানীয় চর ঝাকালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র সে। 

কখনও এক পায়ে, কখনও দু’পায়ে, কখনও পিঠে ফুটবল রেখে ঘণ্টার পর ঘণ্টা কসরত করে জিসান। দেখে মনে হবে, ফুটবল যেনো তার কথা শুনছে। এসব কসরতের ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

অনলাইনে জিসানের ফুটবল নৈপুণ্য দেখে মুগ্ধ হন তারেক রহমান। তিনি জিসানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেন। তার পক্ষে গতকাল সোমবার বিকেলে জিসানের বাড়িতে যান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। 

জিসানকে উপহার হিসেবে বুট, জার্সি ও ফুটবলসহ বিভিন্ন সরঞ্জাম তুলে দেন তিনি। এছাড়া জিসানের পরিবারকে আর্থিক সহায়তাও দেওয়া হয়।

জিসানের ফুটবল খেলা নিজ চোখে দেখে মুগ্ধ আমিনুল হক বলেন, “জিসান ফুটবলে ন্যাচারাল ট্যালেন্ট। তারেক রহমান জিসানের প্রশিক্ষণ, লেখাপড়া ও ভবিষ্যতের সকল দায়িত্ব নিয়েছেন। তাছাড়া প্রতিমাসে জিসানের লেখাপড়া, ফুটবল প্রশিক্ষণ ও পরিবারের ব্যয়ভারের জন্য টাকা পাঠানো হবে।”

জিসান জানায়, মোবাইলে ম্যারাডোনা, মেসি ও রোনালদোর খেলা দেখে নিজেই ফুটবলের নানা কৌশল শিখেছে। নিজ চেষ্টায় সে এসব রপ্ত করেছে।

জিসানের বাবা জজ মিয়া বলেন, “আমি বিশ্বাস করতাম, একদিন না একদিন কেউ না কেউ আমার ছেলের পাশে দাঁড়াবে। আজ আমার সেই বিশ্বাস পূর্ণ হয়েছে।”

ঢাকা/রুমন/এস

সম্পর্কিত নিবন্ধ

  • মুখের অবাঞ্ছিত লোম দূর  করতে ডায়েটে যে পরিবর্তন আনতে পারেন
  • অনুষ্ঠান করে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী
  • ‘ক্ষুদে ম্যারাডোনা’ জিসানের দায়িত্ব নিলেন তারেক রহমান