প্রথমবার কানাডা ট্যুরে শিরোনামহীন
Published: 10th, April 2025 GMT
প্রায় তিন দশকের পথচলায় প্রথমবার কানাডা ট্যুরে যাচ্ছে শিরোনামহীন। এ বছরের সেপ্টেম্বরে টরন্টো থেকে ট্যুর শুরু করবে ব্যান্ডটি। এটি আয়োজন করছে আয়োজক প্রতিষ্ঠান মিক্সটেপ।
শিরোনামহীনের ড্রামার ও সুরকার কাজী আহমেদ শাফিন বলেন, ‘বিগত বছরে ইউরোপ ট্যুরে আমরা বেশ কিছু দেশে ভ্রমণ করেছি, তাদের সংস্কৃতি, প্রকৃতি আমাদের মুগ্ধ করেছে। আশা করছি, এ বছরের ট্যুরগুলোও আমরা উপভোগ করতে পারব।’
ব্যান্ডের ভোকালিস্ট শেখ ইশতিয়াক বলেন, ‘এই ট্যুরগুলো থেকে আমাদের অভিজ্ঞতা এবং এমন কিছু নলেজ (জ্ঞান) তৈরি হয়, যা ক্রিয়েটিভ (সৃজনশীল) চর্চার মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়।’
আরও পড়ুন‘বাতিঘর’ অ্যালবামের বেশির ভাগ গানেই একাকিত্ব আছে২৮ ফেব্রুয়ারি ২০২৪ব্যান্ডের দলনেতা, বেজ গিটারিস্ট ও গীতিকার জিয়াউর রহমান জানান, এ বছর আরও কয়েকটি ট্যুরের পরিকল্পনা আছে। ‘বাতিঘর’ অ্যালবাম প্রকাশ করছে শিরোনামহীন। ব্যান্ড থেকে ‘প্রিয়তমা’ গান প্রকাশিত হয়েছে। ইউটিউবে এক মাসের ব্যবধানে ১৫ লাখের বেশিবার দেখা হয়েছে।
শিরোনামহীনের আরও চারটি গানের ভিডিও চিত্র নির্মিত হয়েছে। এর মধ্যে ‘কত দূর’ গানটি প্রবাসী বাংলাদেশিদের জীবনবোধের পটভূমিতে নির্মিত। ব্যান্ডটির জনপ্রিয় গান ‘এই অবেলায়’ গানের সিকুয়েলও নির্মিত হয়েছে। এসব ভিডিও চিত্র থাইল্যান্ড ও ভারতে দৃশ্যধারণ করা হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।
কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।
এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।
সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা