প্রথমবার কানাডা ট্যুরে শিরোনামহীন
Published: 10th, April 2025 GMT
প্রায় তিন দশকের পথচলায় প্রথমবার কানাডা ট্যুরে যাচ্ছে শিরোনামহীন। এ বছরের সেপ্টেম্বরে টরন্টো থেকে ট্যুর শুরু করবে ব্যান্ডটি। এটি আয়োজন করছে আয়োজক প্রতিষ্ঠান মিক্সটেপ।
শিরোনামহীনের ড্রামার ও সুরকার কাজী আহমেদ শাফিন বলেন, ‘বিগত বছরে ইউরোপ ট্যুরে আমরা বেশ কিছু দেশে ভ্রমণ করেছি, তাদের সংস্কৃতি, প্রকৃতি আমাদের মুগ্ধ করেছে। আশা করছি, এ বছরের ট্যুরগুলোও আমরা উপভোগ করতে পারব।’
ব্যান্ডের ভোকালিস্ট শেখ ইশতিয়াক বলেন, ‘এই ট্যুরগুলো থেকে আমাদের অভিজ্ঞতা এবং এমন কিছু নলেজ (জ্ঞান) তৈরি হয়, যা ক্রিয়েটিভ (সৃজনশীল) চর্চার মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়।’
আরও পড়ুন‘বাতিঘর’ অ্যালবামের বেশির ভাগ গানেই একাকিত্ব আছে২৮ ফেব্রুয়ারি ২০২৪ব্যান্ডের দলনেতা, বেজ গিটারিস্ট ও গীতিকার জিয়াউর রহমান জানান, এ বছর আরও কয়েকটি ট্যুরের পরিকল্পনা আছে। ‘বাতিঘর’ অ্যালবাম প্রকাশ করছে শিরোনামহীন। ব্যান্ড থেকে ‘প্রিয়তমা’ গান প্রকাশিত হয়েছে। ইউটিউবে এক মাসের ব্যবধানে ১৫ লাখের বেশিবার দেখা হয়েছে।
শিরোনামহীনের আরও চারটি গানের ভিডিও চিত্র নির্মিত হয়েছে। এর মধ্যে ‘কত দূর’ গানটি প্রবাসী বাংলাদেশিদের জীবনবোধের পটভূমিতে নির্মিত। ব্যান্ডটির জনপ্রিয় গান ‘এই অবেলায়’ গানের সিকুয়েলও নির্মিত হয়েছে। এসব ভিডিও চিত্র থাইল্যান্ড ও ভারতে দৃশ্যধারণ করা হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন, প্রথমবার মুখ খুললেন অভিষেক
দু–এক মাস নয়, প্রায় এক বছর ধরে চলছে ঐশ্বরিয়া রাই বচ্চন আর অভিষেক বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন। দীর্ঘদিন ধরে এ গুঞ্জন চলার বড় কারণ—দুই তারকার কেউই বিষয়টি নিয়ে কথা বলেননি। অবশেষে নীরবতা ভাঙলেন অভিষেক। এক পডকাস্টে হাজির হয়ে প্রথমবারের মতো বিচ্ছেদের গুঞ্জন নিয়ে সরাসরি কথা বললেন অভিষেক।
বিচ্ছেদের গুঞ্জনকে ‘মিথ্যা’ ও ‘বানানো’ বলে অবিহিত করেন অভিষেক বচ্চন। তাঁর ভাষায়, ‘আপনি যদি সেলিব্রিটি হন, মানুষ আপনাকে নিয়ে গল্প তৈরি করবেই। ওরা যা খুশি লিখেছে—সবটাই সম্পূর্ণ মিথ্যা, কোনো তথ্যের ভিত্তি নেই। বিদ্বেষপূর্ণ এবং ভুল। বিয়ের আগেও এরা সিদ্ধান্ত নিচ্ছিল কবে আমাদের বিয়ে হবে, আর বিয়ের পর ঠিক করছিল কবে আমাদের ডিভোর্স হবে! সব বাজে কথা। সে আমার সত্য জানে, আমি তার সত্য জানি। আমরা সুখী, সুস্থ পরিবারে ফিরি—ওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি এসবের মধ্যে কোনো সত্যতা থাকত, তাহলে আমার খারাপ লাগত। কিন্তু লাগে না। সম্মান রেখে বলছি, মিডিয়া অনেক সময়ই ভুল করে।’
‘মিডিয়া দেশের বিবেক’
অভিষেক বচ্চন এই পডকাস্টে আরও বলেন, ‘আমাকে এমনভাবে বড় করা হয়েছে যে মিডিয়াকে দেশের বিবেক মনে করি। তবে দিনের শেষে ভুলে গেলে চলবে না—আপনি কারও সন্তান, কারও বাবা, কারও স্বামী, কারও স্ত্রী সম্পর্কে লিখছেন। দায়িত্ববোধ থাকা জরুরি। আমাকে নিয়ে যা খুশি বলতে পারেন। কিন্তু আমার পরিবারকে নিয়ে বললে তার জবাব পেতে হবে। কোনো মিথ্যা, বানানো বাজে কথা আমি বরদাশত করব না। এখানেই ফুলস্টপ।’