রেফারির চোখে দেখবেন ফুটবল, ক্লাব বিশ্বকাপে ফিফার চমক
Published: 15th, April 2025 GMT
৩২ দল নিয়ে এক মাসের টুর্নামেন্ট—২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপটা অন্য রকমই। প্রথমবারের মতো ‘পূর্ণাঙ্গ’ এক টুর্নামেন্টে রূপ নেওয়া সেই বিশ্বকাপে অনেক নতুন কিছুই পরিচয় করিয়ে দিচ্ছে ফিফা। সেই নতুনের একটি রেফারিদের শরীরে ভিডিও ক্যামেরা বা বডি ক্যামের সংযুক্তি। যার অর্থ, ‘রেফারির চোখে’ও খেলা দেখার সুযোগ পাবেন দর্শকেরা।
গতকাল ক্লাব বিশ্বকাপের ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করতে গিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য মোট ১১৭ জন ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করেছে ফিফা। তাঁদের মধ্যে ৩৫ জন রেফারি, ৫৮ জন সহকারী রেফারি ও ২৪ জন ভিডিও ম্যাচ অফিশিয়াল বা ভিএআর রেফারি। মোট ৪১টি দেশের ম্যাচ অফিশিয়াল ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন ১৪ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে।
ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ল ব ব শ বক প ম য চ অফ শ য় ল
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল