একটা ভুল সিদ্ধান্ত, ৯৭ জনের প্রাণহানি—হিলসবরো নিয়ে যা জানেন না অনেকেই
Published: 15th, April 2025 GMT
লিভারপুলকে শোকসাগরে ভাসিয়ে দেওয়া ঘটনার আজ ৩৬তম বার্ষিকী। সেই উপলক্ষে লেখাটি কিছু পরিমার্জনের পর পুনঃপ্রকাশ করা হলো।
‘প্রতি বার আমি যখন অ্যানফিল্ড যাই, শ্যাঙ্কলি গেটের কাছে এসে থেমে যাই খানিক। হিলসবরো মেমোরিয়ালের দিকে চোখ চলে যায় আমার। সেই ৯৬ জন লিভারপুল সমর্থক, যারা ১৯৮৯ সালের এফএ কাপ সেমিফাইনাল দেখতে গিয়ে কখনও ঘরে ফেরেনি, তাঁদের উদ্দেশ্যে দেওয়া মানুষের শ্রদ্ধার্ঘ্য দেখতে থাকি। আমার গাড়ি আস্তে আস্তে যখন স্মৃতিস্মারকটা অতিক্রম করতে থাকে, তখন আস্তে আস্তে ওই ৯৬ জন মানুষের নাম পড়তে থাকি। আমার চোখ চলে যায় একজনের নামের দিকে - জন-পল গিলহুলি, দশ বছর বয়সী সেই লিভারপুল সমর্থক, যে সেদিন শেফিল্ড থেকে আর ফেরেনি। আমি জন-পলকে চিনতাম। ও আমার চাচাত ভাই.
লিভারপুল কিংবদন্তি স্টিভেন জেরার্ডের প্রথম আত্মজীবনী ‘স্টিভেন জেরার্ড - মাই অটোবায়োগ্রাফি’-র প্রথম অধ্যায়ের শুরু দিককার কিছু লাইন।
লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগজয়ী সাবেক অধিনায়ক স্টিভেন জেরার্ডউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল