গোল করে বাবার মতো উদ্যাপন রোনালদো জুনিয়রের
Published: 15th, April 2025 GMT
বয়স ৪০ পেরিয়েও অমলিন ক্রিস্টিয়ানো রোনালদো। এখনো বল পায়ে জাদু দেখিয়ে চলেছেন পর্তুগিজ মহাতারকা। মাঠে নেমে ভাঙছেন একের পর এক রেকর্ড। রোনালদো অবশ্য যতই ছন্দ ও ফিটনেস ধরে রাখুন, বাস্তবতা হচ্ছে সময় ফুরিয়ে আসছে। নিকট ভবিষ্যতে হয়তো চলে আসবে বিদায়ের ঘোষণাও।
তবে রোনালদো যখনই বিদায় নিন, ফুটবল মঞ্চ খুব দ্রুত রোনালদোহীন হচ্ছে না। এরই মধ্যে রোনালদো জুনিয়রের আগমনী বার্তা শুনতে শুরু করেছে ফুটবল বিশ্ব। বিভিন্ন সময় নিজের মেধার কারণে আলোচনায় আসা খুদে রোনালদো নতুন করে আবার আলোচনায়।
এবার রোনালদো–পুত্রের আলোচনায় কারণ গোল করে বাবার মতো উদ্যাপন। সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো জুনিয়রের গোলের ভিডিও সামনে আসার পর প্রশংসায় পঞ্চমুখ সবাই।
আরও পড়ুনরোনালদোর ছেলের জন্য পাঁচ দেশের দরজা খোলা ২৮ মার্চ ২০২৫সম্প্রতি আল আহলির বিপক্ষে আল নাসর অনূর্ধ্ব–১৫ দলের ৩–১ গোলের জয়ে রোনালদো জুনিয়র গোল করেছে। ম্যাচের ৬৬ মিনিটে শুধু গোলই করেনি জুনিয়র, গোলটি বানানোতেও দারুণ ভূমিকা ছিল তার।
ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায়, বাঁ প্রান্তে প্রতিপক্ষ বক্সের কাছাকাছি জায়গায় সতীর্থের সঙ্গে বল দেওয়া–নেওয়া করে বক্সের ভেতর ঢুকে পড়ে রোনালদো জুনিয়র।
এরপর ফাঁকা জায়গায় বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ। গোলের পর মাঠের বাঁ প্রান্তে ছুটে গিয়ে বাবার মতো ‘সিউ’ উদ্যাপনও সেরে নেয় জুনিয়র, গায়ে তখন বাবার মতোই ৭ নম্বর জার্সি। উদ্যাপনে যোগ দেয় তার সতীর্থরাও।
রোনালদো ও রোনালদো জুনিয়র.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব ব র মত
এছাড়াও পড়ুন:
এভাবে ‘চিকেনপাতুরি’ রান্না করেছেন?
ভাত অথবা রুটির সঙ্গে খেতে পারেন চিকেনপাতুরি। গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে খেতেও বেশ ভালো লাগে এই পদ। সহজেই এই পদ তৈরি করা যায়। এর জন্য অল্প কয়েকটি উপকরণ লাগে যেমন—বোনলেস চিকেন, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, লেবুর রস, চিকেন মশলা, গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, পেঁয়াজ কুচি, তেল ও লবণ। চলুন জেনে নেওয়া যাক চিকেনপাতুরির রেসিপি।
প্রথম ধাপ: চিকেনের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন। এবার একটি পাত্রে সব বাটা মশলা, লবণ, লেবুর রস দিয়ে কয়েক ঘণ্টা ম্যারিনেট করুন। তারপর ফ্রিজের নরমাল চেম্বারে আধাঘণ্টার জন্য রেখে দিন।
আরো পড়ুন:
ওভেন ছাড়াই তন্দুরি চিকেন বানিয়ে নিন
রক্তস্বল্পতা কমায় হাঁসের মাংস
দ্বিতীয় ধাপ: কড়াইতে তেল গরম করে নিন। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিন।এবার এই পেঁয়াজ বেরেস্তা মিশিয়ে দিন ম্যারিনেট করে রাখা মাংসে। তারপর মাংস কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।
তৃতীয় ধাপ: মাংস কষানো হয়ে গেলে কলা পাতার মধ্যে চিকেন ঢেলে দিতে হবে। ভালো করে মুড়িয়ে কলাপাতা সুতা দিয়ে বেঁধে দিন। আলাদা একটা কড়াইতে ভালো করে তেল ব্রাশ করে নিন। মুড়িয়ে রাখা চিকেন তেল মাখানো কড়াইতে বসিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে রাখুন, এভাবে ২০ ঢাকা দিয়ে রান্নাটা করুন।
শেষ ধাপ: আরও ১০ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিন। ব্যাস তৈরি হয়ে গেলো চিকেনপাতুরি।
ঢাকা/লিপি