সিদ্ধান্ত নিতে তাঁর সময় লেগেছে তিন সপ্তাহের মতো। গত শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে  জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে জড়াতে চান। কানাডা প্রবাসী সামিত সোমের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই তোড়জোড় শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

আগামী ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচেই লাল-সবুজের জার্সিতে এ মিডফিল্ডারকে খেলাতে চায় বাফুফে। মঙ্গলবার তাঁর সঙ্গে অনলাইন মিটিং করেন বাফুফের অন্যতম সহসভাপতি ফাহাদ করিম। আলোচনায় দুই পক্ষই গুরুত্ব দিয়েছে পাসপোর্টকে। 

সামিতের পাসপোর্টের কাজ বাফুফে শুরু করবে বলে জানিয়েছেন ফাহাদ করিম, ‘সামিতও আশা করছেন জুনেই খেলার জন্য। আনুষ্ঠানিকতার বিষয়টি তিনিও জানেন। আমরা ইতোমধ্যে জন্মনিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছি। আশা করছি, শিগগিরই এটি হয়ে যাবে। এরপর সামিত কানাডায় বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের জন্য আবেদন করবেন। তাঁর ক্লাবের ব্যস্ত অনুশীলন সূচি রয়েছে। তিনি যেন খুব সহজে আবেদন করে আবার ক্লাবে ফিরতে পারেন, সেটা আমরা নিশ্চিত করব।’

বাংলাদেশের হয়ে খেলতে রাজি হওয়ার আগে সামিত বাফুফের কাছে জানতে চেয়েছিলেন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ কোথায় হবে, অনুশীলন ভেন্যুর মান, ক্যাম্পে যোগদানের তারিখ, জুনে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকে এবং বাংলাদেশের পাসপোর্ট পেতে কতদিন সময় লাগবে।

মঙ্গলবারের আলোচনায় এসবের কিছুই চাননি বলে জানিয়েছেন ফাহাদ করিম, ‘আমি একাধিকবার জিজ্ঞেস করেছি তাঁর প্রত্যাশা বা চাহিদা রয়েছে কিনা বাফুফের কাছে। তিনি এ-সংক্রান্ত কিছু বলেননি। বাংলাদেশের হয়ে খেলতে চান এবং সর্বপ্রথম তিনি পাসপোর্টের অপেক্ষায় রয়েছেন। পাসপোর্ট পাওয়ার পর পরবর্তী ধাপ এগিয়ে নেওয়ার জন্য আবার আলোচনা করবেন।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব ল দ শ ফ টবল

এছাড়াও পড়ুন:

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প

বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে ইউক্রেনকে স্বৈরশাসনের (রাশিয়ার পুতিন সরকার) বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

গতকাল বুধবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন রাজা।

এদিকে রাজার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।

ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।

উইন্ডসর ক্যাসলে ১৬০ অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

রাজা চার্লস বলেন, ‘আমাদের প্রিয় মূল্যবোধ রক্ষার জন্য আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে।’

ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।

ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়

সম্পর্কিত নিবন্ধ