চীনে ১১ তলা থেকে পড়ে গ্যাবানিজ ফুটবলারের মৃত্যু
Published: 16th, April 2025 GMT
২৮ বছর বয়সেই চলে গেলেন গ্যাবন জাতীয় দলের স্ট্রাইকার অ্যারন বুপেন্দজা। আজ চীনে একটি ভবনের ১১ তলা থেকে পড়ে তিনি মারা গেছেন বলে জানিয়েছে গ্যাবন ন্যাশনাল ফুটবল ফেডারেশন (ফেগাফুট)। বুপেন্দজা চীনের ফুটবল ক্লাব জেনজিয়াং এফসিতে খেলতেন।
ফেডারেশনের এক্স পোস্টে মৃত্যুর খবর নিশ্চিত করে বলা হয়, ‘বুপেন্দজা আমাদের মধ্যে একজন গ্রেট স্ট্রাইকারের স্মৃতি রেখে গেছেন, যিনি ক্যামেরুনে আফ্রিকা কাপ অব নেশনসে নিজের পদচিহ্ন এঁকেছিলেন।’ ২০২২ সালে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ আসরে কমরোসের বিপক্ষে গ্যাবনের জয়ে একমাত্র গোলটি করেছিলেন বুপেন্দজা।
বুপেন্দজার পেশাদার ক্যারিয়ার শুরু ২০১৫ সালে গ্যাবানিজ ক্লাব মোনানা দিয়ে। ২০১৭ সালে যোগ দেন ফ্রেঞ্চ লিগ আঁর দল বোর্দোয়। এরপর আরও কয়েকটি ক্লাবে ঘুরে ২০২৫ সালের জানুয়ারিতে যোগ দেন চীনের জেনজিয়াং এফসিতে।
গ্যাবনের সংবাদমাধ্যম গ্যাবন টোয়েন্টিফোর জানিয়েছে, ঠিক কীভাবে ১১ তলা উঁচু থেকে নিচে পড়েছেন জানা যায়নি, ‘কোন পরিস্থিতিতে হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে, তা এখনো পরিষ্কার নয়। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান।’
বুপেন্দজা ক্লাব ক্যারিয়ারে ২১৮ ম্যাচে করেছেন ৯৬ গোল, যার মধ্যে জেনজিয়াং এফসিতে ৬ ম্যাচেই ৪টি। তবে এমন চমৎকার শুরু থেমে গেল চার মাসেই।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ য বন
এছাড়াও পড়ুন:
এভাবে ‘চিকেনপাতুরি’ রান্না করেছেন?
ভাত অথবা রুটির সঙ্গে খেতে পারেন চিকেনপাতুরি। গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে খেতেও বেশ ভালো লাগে এই পদ। সহজেই এই পদ তৈরি করা যায়। এর জন্য অল্প কয়েকটি উপকরণ লাগে যেমন—বোনলেস চিকেন, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, লেবুর রস, চিকেন মশলা, গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, পেঁয়াজ কুচি, তেল ও লবণ। চলুন জেনে নেওয়া যাক চিকেনপাতুরির রেসিপি।
প্রথম ধাপ: চিকেনের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন। এবার একটি পাত্রে সব বাটা মশলা, লবণ, লেবুর রস দিয়ে কয়েক ঘণ্টা ম্যারিনেট করুন। তারপর ফ্রিজের নরমাল চেম্বারে আধাঘণ্টার জন্য রেখে দিন।
আরো পড়ুন:
ওভেন ছাড়াই তন্দুরি চিকেন বানিয়ে নিন
রক্তস্বল্পতা কমায় হাঁসের মাংস
দ্বিতীয় ধাপ: কড়াইতে তেল গরম করে নিন। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিন।এবার এই পেঁয়াজ বেরেস্তা মিশিয়ে দিন ম্যারিনেট করে রাখা মাংসে। তারপর মাংস কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।
তৃতীয় ধাপ: মাংস কষানো হয়ে গেলে কলা পাতার মধ্যে চিকেন ঢেলে দিতে হবে। ভালো করে মুড়িয়ে কলাপাতা সুতা দিয়ে বেঁধে দিন। আলাদা একটা কড়াইতে ভালো করে তেল ব্রাশ করে নিন। মুড়িয়ে রাখা চিকেন তেল মাখানো কড়াইতে বসিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে রাখুন, এভাবে ২০ ঢাকা দিয়ে রান্নাটা করুন।
শেষ ধাপ: আরও ১০ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিন। ব্যাস তৈরি হয়ে গেলো চিকেনপাতুরি।
ঢাকা/লিপি