মৌলভীবাজারে ছাত্রলীগের সাবেক নেতা আনিসুলকে গ্রেপ্তার
Published: 17th, April 2025 GMT
মৌলভীবাজারে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা আনিসুল ইসলাম চৌধুরীকে (তুষার) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও জোড়া খুনের অভিযোগসহ পাঁচটি মামলা আছে।
পুলিশ জানিয়েছে, গত রোববার দিবাগত রাতে বড়হাট এলাকার বাসায় অভিযান চালিয়ে আনিসুলকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি জেলহাজতে আছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তী সময়ে তাঁর রিমান্ড চাইবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুল ইসলাম চৌধুরী মৌলভীবাজার সদর মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা একাধিক মামলার আসামি। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। রোববার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়হাটের বাসা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
আনিসুলের বিরুদ্ধে ২০১৭ সালের ৭ ডিসেম্বর মৌলভীবাজারে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে জোড়া খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ আছে। ওই ঘটনায় করা মামলায় তিনি অন্যতম আসামি।
মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিনহাজ উদ্দিন আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, আনিসুলের বিরুদ্ধে পাঁচটি মামলা আছে। তাঁর রিমান্ড চাওয়া হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গৃহকর্মী গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়ে লায়লা আফরোজ ও নাফিসা লাওয়াল বিনতে আজিজ হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার দিন বোরকা পরে বাসায় আসেন আয়েশা এবং বেরিয়ে যান নিহত নাফিসার স্কুলড্রেস পরে। মাত্র চার দিন আগে তিনি কাজ শুরু করেছিলেন। মা-মেয়ে হত্যার ঘটনায় গত সোমবার রাতেই মামলা করেন লায়লার স্বামী।