ঘরে গলায় ওড়না প্যাঁচানো স্ত্রীর লাশ, সকালে উদ্ধার ‘পলাতক’ স্বামীর ঝুলন্ত মরদেহ
Published: 19th, April 2025 GMT
নরসিংদী সদরে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পরে পৃথক স্থান থেকে তাঁর স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তিরা হলেন মানসুরা বেগম (৩৮) ও তাঁর স্বামী রাজু মিয়া (৪৭)। পরিবারের ভাষ্য, মাদক নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মানসুরাকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছেন রাজু।
গতকাল শুক্রবার রাত ১২টার দিকে সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বালুসাইর গ্রাম থেকে মানসুরা এবং আজ শনিবার সকালে পাইকারি কাপড়ের হাট শেখেরচর-বাবুরহাটের একটি ভবন থেকে রাজুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
রাজু সদর উপজেলার বালুসাইর গ্রামের বাসিন্দা। তিনি একসময় রাজমিস্ত্রির কাজ করতেন। সর্বশেষ তিনি একটি বস্ত্রকলের শ্রমিক হিসেবে কাজ করতেন। অন্যদিকে মানসুরা স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।
পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে ঘরের দরজার তালা ভেঙে খাটে মানসুরার লাশ দেখতে পায় সন্তান, স্বজন ও প্রতিবেশীরা। খবর পেয়ে রাত ১২টার দিকে মাধবদী থানা-পুলিশ ঘটনাস্থলে থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেন। পরে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন রাজু।
পরে আজ সকালে নরসিংদী মডেল থানাধীন বাবুরহাট এলাকার একটি তিনতলা ভবনের কার্নিশে একটি ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। দুপুরে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পরে নিহত ব্যক্তির স্বজনেরা লাশটি রাজুর বলে শনাক্ত করেন।
নিহত দম্পতির সন্তান রনি মিয়া (১৮) বলেন, গতকাল রাত ১০টার দিকে বাড়িতে ফিরে দেখেন ঘর তালাবদ্ধ। অনেক ডাকাডাকি করেছেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। প্রতিবেশীরা জানান, কিছুক্ষণ আগেও তাঁর বাবা-মায়ের ঝগড়া শুনেছেন। একসময় তালা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, খাটের ওপর তাঁর মায়ের (মানসুরা) মরদেহ গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় পড়ে আছে।
রনি জানান, তাঁর বাবা রাজু নিয়মিত মাদক সেবন করতেন। মাদকের টাকা নিয়ে প্রায়ই মায়ের সঙ্গে ঝগড়া হতো। গতকাল রাতেও হয়তো মাদক গ্রহণ করে মানসুরার সঙ্গে ঝগড়ায় জড়ান। একপর্যায়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর দরজা তালা দিয়ে পালিয়ে যান রাজু।
একই কথা জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার। তিনি বলেন, স্বামী মাদকাসক্ত হওয়ায় দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। পারিবারিক কলহের জেরে রাতে স্ত্রীকে হত্যার পর রাজু মিয়া আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৩৫ দিনে হিলি বন্দরে ১ লাখ মেট্রিকটন চাল আমদানি
গত ৩৫ দিনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দুই হাজার ২৪টি ভারতীয় ট্রাকে করে এক লাখ চার হাজার ৮৫৯ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। যার প্রভাব পড়েছে দেশের চালের বাজারে। খুচরা বাজারে কেজি প্রতি চালের দাম কমেছে প্রকার ভেদে ৪ থেকে ৬ টাকা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় হিলি বন্দর ঘুরে জানা যায়, দেশের অস্থির চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে গত ১২ আগস্ট থেকে চাল আমদানির অনুমতি দেয় সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত ২ শতাংশ শুল্কে ভারত থেকে চাল আমদানি করছেন ব্যবসায়ীরা।
প্রতি টন চাল ৫২০ থেকে ৫৩০ ডলার, কিছু ক্ষেত্রে ৫৪০ ডলার মূল্যে আমদানি হচ্ছে। এসময় সবচেয়ে বেশি আসছে শম্পা কাটারি জাতের চাল।
হিলির খুচরা ব্যবসায়ী স্বপন পাল বলেন, “ভারত থেকে চাল আসায় বাজারের অস্থিরতা কমছে। প্রতিটি জাতের চাল কেজিতে ৪ থেকে ৬ টাকা করে কমেছে। ৫৫ টাকা কেজি দরের মোটা চাল বিক্রি করছি ৫১ থেকে ৫২ টাকা, আবার ৭৪ টাকার শম্পা কাটারি চাল খুচরা বিক্রি করছি ৬৮ কেজি হিসেবে। আশা করছি আগামীতে আরো কমবে।”
আমদানিকারক নুর ইসলাম বলেন, “২ শতাংশ শুল্কে আমরা চাল আনছি। ৫২০-৫৪০ ডলার দরে আমদানি হচ্ছে। এতে বাজারে দামের প্রভাব স্পষ্টভাবে পড়ছে।”
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান, গত ১২ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর ৩৫ দিনে ভারত থেকে ২৪২১টি ট্রাকে এক লাখ চার হাজার ৮৫৯ মেট্রিকটন চাল এসেছে। দেশের বাজারে চালের চাহিদা থাকায় দ্রুত খালাস প্রক্রিয়াও সম্পন্ন হচ্ছে।
ঢাকা/মোসলেম/এস