নরসিংদী সদরে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পরে পৃথক স্থান থেকে তাঁর স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তিরা হলেন মানসুরা বেগম (৩৮) ও তাঁর স্বামী রাজু মিয়া (৪৭)। পরিবারের ভাষ্য, মাদক নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মানসুরাকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছেন রাজু।

গতকাল শুক্রবার রাত ১২টার দিকে সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বালুসাইর গ্রাম থেকে মানসুরা এবং আজ শনিবার সকালে পাইকারি কাপড়ের হাট শেখেরচর-বাবুরহাটের একটি ভবন থেকে রাজুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

রাজু সদর উপজেলার বালুসাইর গ্রামের বাসিন্দা। তিনি একসময় রাজমিস্ত্রির কাজ করতেন। সর্বশেষ তিনি একটি বস্ত্রকলের শ্রমিক হিসেবে কাজ করতেন। অন্যদিকে মানসুরা স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।

পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে ঘরের দরজার তালা ভেঙে খাটে মানসুরার লাশ দেখতে পায় সন্তান, স্বজন ও প্রতিবেশীরা। খবর পেয়ে রাত ১২টার দিকে মাধবদী থানা-পুলিশ ঘটনাস্থলে থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেন। পরে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন রাজু।

পরে আজ সকালে নরসিংদী মডেল থানাধীন বাবুরহাট এলাকার একটি তিনতলা ভবনের কার্নিশে একটি ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। দুপুরে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পরে নিহত ব্যক্তির স্বজনেরা লাশটি রাজুর বলে শনাক্ত করেন।

নিহত দম্পতির সন্তান রনি মিয়া (১৮) বলেন, গতকাল রাত ১০টার দিকে বাড়িতে ফিরে দেখেন ঘর তালাবদ্ধ। অনেক ডাকাডাকি করেছেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। প্রতিবেশীরা জানান, কিছুক্ষণ আগেও তাঁর বাবা-মায়ের ঝগড়া শুনেছেন। একসময় তালা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, খাটের ওপর তাঁর মায়ের (মানসুরা) মরদেহ গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় পড়ে আছে।

রনি জানান, তাঁর বাবা রাজু নিয়মিত মাদক সেবন করতেন। মাদকের টাকা নিয়ে প্রায়ই মায়ের সঙ্গে ঝগড়া হতো। গতকাল রাতেও হয়তো মাদক গ্রহণ করে মানসুরার সঙ্গে ঝগড়ায় জড়ান। একপর্যায়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর দরজা তালা দিয়ে পালিয়ে যান রাজু।

একই কথা জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার। তিনি বলেন, স্বামী মাদকাসক্ত হওয়ায় দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। পারিবারিক কলহের জেরে রাতে স্ত্রীকে হত্যার পর রাজু মিয়া আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: করত ন গতক ল

এছাড়াও পড়ুন:

২৩৭ জনের তালিকায় নেই রুমিন ফারহানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। এ তালিকায় নেই দলটির আলোচিত নেত্রী রুমিন ফারহানা। 

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগর আংশিক) আসনে বিএনপির প্রার্থী হওয়ার সম্ভাবনা ছিল রুমিন ফারহানার। তবে এই আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

আরো পড়ুন:

টাঙ্গাইলের ৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা 

কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয়।

রুমিন ফারহানা একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।

মির্জা ফখরুল বলেন, ‘‘দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।’’

বিএনপি মহাসচিব বলেন, ‘‘দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ থেকে আগামী নির্বাচনে অংশ নেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়বেন বগুড়া-৬ আসন থেকে।’’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘‘এটা প্রাথমিক তালিকা। আমাদের স্ট্যান্ডিং কমিটি মনে করলে যে কোনো সংশোধনী আসতে পারে।’’
 

ঢাকা/বকুল 

সম্পর্কিত নিবন্ধ