ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির রাজশাহী অঞ্চলের শাখা ও উপশাখাগুলোর ‘বিজনেস রিভিউ মিটিং’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) রাজশাহীতে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো.

ইয়াহিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান ও মো. কাউসার-উল-আলম এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রোকন উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের রাজশাহী অঞ্চলের প্রধান মোহা. শফিকুল আলম। 

দিনব্যাপী এ বিজনেস রিভিউ মিটিংয়ে রাজশাহী অঞ্চলের শাখা ও উপশাখাগুলোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। তারা ব্যাংকের গ্রাহকসেবা, ডিপোজিট, বিনিয়োগ, রেমিট্যান্স ও বৈদেশিক বাণিজ্যসহ সার্বিক ব্যবসায় পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবদুল মান্নান ইসলামী ব্যাংকিংয়ের কল্যাণমুখী সেবাগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য ম্যানেজারদের পরামর্শ দেন। তিনি শরিয়াহর উদ্দেশ্যের আলোকে প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তা ও কর্মসংস্থান তৈরীকে প্রাধান্য দিয়ে স্থানীয় ডিপোজিট স্থানীয়ভাবে বিনিয়োগ করার জন্য ব্যাংক কর্মকর্তাদের নির্দেশনা দেন। এছাড়া, তিনি শরিয়াহ পরিপালন, সুশাসন বাস্তবায়ন এবং কর্মকর্তাদের নৈতিক মান, জ্ঞানগত উৎকর্ষতা ও পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন। 

ঢাকা/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসল ম

এছাড়াও পড়ুন:

৬ বছর বুটেক্সে ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার ফেয়ার-২০২৫’।

দীর্ঘ ছয় বছর পর এবারের ক্যারিয়ার ফেয়ার আয়োজন করে বুটেক্স ক্যারিয়ার ক্লাব। পাশাপাশি আয়োজনে সহযোগিতা করে ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)। এবারের আয়োজনে দেশের নানা শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান অংশ নেয়। শিক্ষার্থীদের সঙ্গে শিল্প খাতের প্রতিনিধিদের সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মো. জুলহাস উদ্দিন জব ফেয়ার উদ্বোধন করেন। এরপর হাতে সিভি নিয়ে শিক্ষার্থীর ভিড়ে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। তারা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে গিয়ে করপোরেট প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এবং চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ সম্পর্কে খোঁজখবর নেন।

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৩ ঘণ্টা আগে

প্রায় ২৫টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নেয় ফেয়ারে। এর মধ্যে ছিল ডেকো ইশো গ্রুপ, ফকির অ্যাপারেলস, মাসকো গ্রুপ, ডেকাথলন বাংলাদেশ, ব্যাবিলন গ্রুপ, এসজিএস বাংলাদেশ, ঊর্মি গ্রুপ, স্টার্লিং স্টাইলস, নিট এশিয়া, হা-মীম গ্রুপ, স্নোটেক্স, এপিলিয়ন গ্রুপ, ব্র্যাক ক্যারিয়ার হাব, ভিয়েলাটেক্স, ফ্যাশন স্টেপ গ্রুপ, ডাইসিন, কালারটেক্স ও ফকির নিটওয়্যারস লিমিটেড। অন-স্পট নিয়োগও দেয় কয়েকটি প্রতিষ্ঠান।

শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং করপোরেট কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ দেয়।

শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন আত্মবিশ্বাস বাড়ায় এবং করপোরেট কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ দেয়

সম্পর্কিত নিবন্ধ