৩ রেকর্ডে আইপিএল শুরু ১৪ বছর বয়সী সূর্যবংশীর
Published: 20th, April 2025 GMT
আইপিএল শুরু হয়েছিল ২০০৮ সালের এপ্রিলে, বৈভব সূর্যবংশীর জন্ম এর প্রায় তিন বছর পর—২০১১ সালের মার্চে। আইপিএল–জমানায় পৃথিবীতে আসা সূর্যবংশীর অভিষেক হয়েছে গতকাল। ১৪ বছর বয়সী বিহারের এই ব্যাটসম্যান আইপিএলে নেমেছেন রাজস্থান রয়্যালসের হয়ে।
রেকর্ড গড়ার জন্য সূর্যবংশীর বয়সটাই যথেষ্ট ছিল। তবে বাঁহাতি এ ব্যাটসম্যান একটি নয়, মোট তিনটি রেকর্ড গড়েছেন এদিন। জয়পুরের মানসিং স্টেডিয়ামের ম্যাচটিতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ১৮০ রান তাড়া করতে নেমে সূর্যবংশীর রাজস্থান আটকে গেছে ১৭৮ রানে। ২ রানে দল হেরে গেলেও সূর্যবংশী নাম লিখিয়েছেন ইতিবাচক সব রেকর্ডে।
রেকর্ড নম্বর ১প্রথম রেকর্ডটি বয়সেরই। আইপিএলে সবচেয়ে কম ১৪ বছর ২৩ দিন বয়সে অভিষেকের রেকর্ড এখন সূর্যবংশীর। পেছনে ফেলেছেন ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৬ বছর ১৫৭ দিনে নামা প্রয়াস রয় বর্মণকে।
রেকর্ড নম্বর ২সূর্যবংশী অভিষেকে প্রথম বোলার হিসেবে পেয়েছেন শার্দুল ঠাকুরকে। ভারতের হয়ে ৮৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই পেসারের মুখোমুখি হয়ে প্রথম বলকেই কাভারের ওপর দিয়ে ছয় মারেন সূর্যবংশী।
আইপিএলে সবচেয়ে কম বয়সে ছক্কা মারার রেকর্ডও এখন তাঁরই। এত দিন রেকর্ডটা ছিল রিয়ান পরাগের, যিনি প্রথম ছক্কা মেরেছিলেন ১৭ বছর ১৬১ দিন বয়সে। আবার সবচেয়ে কম বয়সে চারের রেকর্ডও সূর্যবংশীর। যেটা ছয় বছর ধরে ছিল প্রয়াসের নামে।
২০ বলের ইনিংসে ২টি চার ও ৩টি ছক্কা মেরেছেন সূর্যবংশী।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম
১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক