একদিনের যুদ্ধবিরতি লঙ্ঘনে রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি দোষারোপ
Published: 20th, April 2025 GMT
রাশিয়া ও ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষিত একদিনের ইস্টার যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দোষারোপ করেছে। রবিবার উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে শত শত হামলা চালানোর অভিযোগ করেছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হাজার হাজার রুশ সেনা মোতায়েনের নির্দেশ দেওয়া পুতিন রবিবার মস্কোর সময় মধ্যরাত পর্যন্ত সাময়িক যুদ্ধবিরতির জন্য রুশ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া ইস্টার যুদ্ধবিরতি পালনের ভান করছিল। কিন্তু প্রকৃতপক্ষে শনিবার রাতে শত শত কামান হামলা চালিয়েছে। রবিবার আরো আক্রমণ চালিয়েছে।
জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, রাশিয়া স্থানীয় সময় মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ২৬টি হামলা চালিয়েছে।
তিনি লিখেছেন, “হয় পুতিনের তার সেনাবাহিনীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ নেই অথবা পরিস্থিতি প্রমাণ করে যে রাশিয়ার যুদ্ধ শেষ করার জন্য প্রকৃত পদক্ষেপ নেওয়ার কোনো ইচ্ছা নেই এবং তারা কেবল অনুকূল জনসংযোগ কভারেজ পেতে আগ্রহী।”
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন এক হাজারেরও বেশি বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যার ফলে অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং কিছু বেসামরিক লোকের মৃত্যু হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনী ৪৪৪ বার রাশিয়ান অবস্থানে গুলি চালিয়েছে এবং তারা ৯০০ টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন হামলা গণনা করেছে, যার মধ্যে ক্রিমিয়া ও ব্রায়ানস্ক, কুরস্ক এবং বেলগোরোড অঞ্চলের রাশিয়ান সীমান্তবর্তী এলাকায় আক্রমণ অন্তর্ভুক্ত রয়েছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জকসুতে এআই ব্যবহারে থাকবে শিথিলতা, তবে অপব্যবহার করা যাবে না: নির্বাচন কমিশন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহারে শিথিলতা থাকবে। তবে এর অপব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য জুলফিকার মাহমুদ।
রোববার উপাচার্যের সভাকক্ষে রাজনৈতিক ও সক্রিয় সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত জকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর আচরণবিধিবিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদের এক দাবির জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে ফয়সাল মুরাদ বলেন, ‘নির্বাচনী আচরণবিধির ৭–এর ঘ ধারায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা যাবে না। আমরা যারা ছোট সংগঠন, আমাদের তহবিল সীমিত। আমরা নির্বাচনী প্রচারের জন্য এআই ব্যবহার করে দু-এক মিনিটের ভিডিও বানিয়ে প্রচার কার্যক্রম চালাতে চাই। আমাদের দাবি, এ বিষয়ে নির্বাচন কমিশন যেন শিথিল নীতি গ্রহণ করে।’
মুরাদ আরও বলেন, বিগত চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে কিছু ত্রুটি লক্ষ করা গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনকে স্বচ্ছ, সুষ্ঠু ও বিতর্কমুক্ত রাখার জন্য যতগুলো ভোটকক্ষ থাকবে, সব কটি সিসিটিভি ফুটেজের আওতায় রাখতে হবে। সবার জন্য সেই সিসিটিভি ফুটেজ উন্মুক্ত রাখতে হবে। ভোট গ্রহণকে স্বচ্ছ রাখার জন্য ভোটকক্ষের ভেতরে জাতীয় গণমাধ্যমকে সরাসরি সম্প্রচার করার অনুমতি দেওয়ার কথা বলেন তিনি।
দাবির পরিপ্রেক্ষিতে জকসুর নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ বলেন, ‘এআই ব্যবহার করে বিভিন্নজনের চরিত্র হনন করা হয়, অপপ্রচার চালানো হয়। সেদিক থেকে চিন্তা করে এআই ব্যবহার নিষিদ্ধ রেখেছিলাম। তোমাদের দাবির পরিপ্রেক্ষিতে এআই ব্যবহারে শিথিলতা থাকবে প্রচার–প্রসারে, তবে অপব্যবহার করা যাবে না। আর সরাসরি সম্প্রচারের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে আলোচনা করে।’
প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা হাসানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য রেজাউল করিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সংগঠন ও রাজনৈতিক সংগঠনের নেতারা।