ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) গুলশান-২ এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অন্তত ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে ১৯নং ওয়ার্ডের আওতাধীন এলাকাগুলোতে এই অভিযান পরিচালিত হয়।

ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তা ফারজানা খানম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে গুলশান-২ এর উত্তর জামে মসজিদের দুই পাশ, ৯৭ ও ৯৮ নম্বর রোড, কাঁচাবাজারের সামনের এলাকা ও ডিএনসিসি মার্কেটের পেছনের রাস্তা এবং আশপাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা খাবারের টং দোকান, হকারদের সামগ্রীর দোকান, চায়ের দোকানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এই অভিযানের মাধ্যমে প্রায় ২ কিলোমিটার এলাকা দখলমুক্ত করা হয়। অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৪টি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে একটি নির্মাণাধীন ভবনের মালিককে রাস্তার ওপর নির্মাণসামগ্রী ফেলার দায়ে ১০ হাজার টাকা, দুই দোকানিকে মালামাল রাখার দায়ে এক হাজার ও দুই হাজার টাকা এবং একজন দোকানিকে রাজস্ব না দেওয়ার কারণে এক হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.

শাহীদুল ইসলাম বলেন, “রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান ও স্থাপনার কারণে জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে এবং যানজটও বেড়েছে। এই ধরনের অবৈধ দখলদারদের বিরুদ্ধে ডিএনসিসির নিয়মিত অভিযান চলবে।”

তিনি আরো জানান, জনদুর্ভোগ কমাতে এবং নগরীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

ঢাকা/আসাদ/এনএইচ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ড এনস স র পর চ ল অব ধ দ

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ