চট্টগ্রামে প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা। অবরোধের এক পর্যায়ে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে। এ সময় চালকদের ছোড়া ইটের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের বাহির সিগন্যাল এলাকায় পাল্টাপাল্টি ধাওয়ার এ ঘটনা ঘটে। এর আগে সকাল ৯টা থেকে সেখানে সড়ক অরবোধ করে রাখা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকালে শতাধিক অটোরিকশাচালক কাপ্তাই রাস্তার মাথা থেকে বাহির সিগন্যাল এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা অটোরিকশা জব্দ ও বন্ধের প্রতিবাদে স্লোগান দেন। শুরু থেকে পুলিশ সেখানে অবস্থান করছিল। একপর্যায়ে পুলিশ তাঁদের সরাতে গেলে বিক্ষুব্ধ চালকেরা পুলিশের দিকে ইটপাটকেল ছোড়েন। এরপর পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যদের একটি দল সেখানে উপস্থিত হলে ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা ঘটনাস্থল ত্যাগ করেন।

দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, বাহির সিগন্যাল মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। সেখানে কোনো গাড়ি দাঁড়াতে দেওয়া হচ্ছে না। সড়কের ওপর ইটের ভাঙা অংশ ও পাথর পড়ে থাকতে দেখা যায়।

জানতে চাইলে চান্দগাঁও থানার উপপরিদর্শক আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ ধাওয়া দেয়। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। একজনের মাথায় সেলাই দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

অটোরিকশা বন্ধে গত চার দিনে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে নগর পুলিশের ট্রাফিক বিভাগ ও চট্টগ্রাম জেলা প্রশাসন। সর্বশেষ তথ্য অনুযায়ী গত রবি থেকে সোমবার বিকেল পর্যন্ত অন্তত ৬০০ ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করেছে ট্রাফিক বিভাগ। এ ছাড়া বিভিন্ন চার্জিং স্টেশনকে জরিমানা করেছে জেলা প্রশাসন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অবর ধ সদস য

এছাড়াও পড়ুন:

১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন

ঢাকার কেরানীগঞ্জের আগানগরে জমেলা টাওয়ারে লাগা আগুন ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। আগুন লাগা ভবনে আটকেপড়া ৪৫ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস৷

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের ডাইরেক্টর (অপারেশন) তাইজুল ইসলাম। এর আগে, ভোর সাড়ে ৫টার দিকে ১২ তলা ওই ভবনের নিচতলায় আগুন লাগে।

আরো পড়ুন:

কৃষিজমি ক্ষতির শঙ্কায় ভেকুসহ মোটরসাইকেলে অগ্নিসংযোগ

সুনামগঞ্জে আগুনে পুড়ল ৭ ঘর 

তাইজুল ইসলাম বলেন, ‘‘আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরো ১০টি ইউনিট যুক্ত হয়। বর্তমানে ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভবনের বিভিন্ন ফ্লোরে আটকে পড়া ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে।’’

তিনি বলেন, ‘‘ভবনের ভেতরে বিপুল পরিমাণ দাহ্য বস্তু থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে রবিবার পর্যন্ত সময় লাগতে পারে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে অতিরিক্ত ইউনিট মোতায়েন করা হবে এবং আগুন সম্পূর্ণ নির্বাপণ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’’

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘‘এখনই সূত্রপাত বলা যাবে না, আগে আগুন নিয়ন্ত্রণ করব, তারপর সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।’’

ঢাকা/শিপন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ