চট্টগ্রামে প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা। অবরোধের এক পর্যায়ে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে। এ সময় চালকদের ছোড়া ইটের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের বাহির সিগন্যাল এলাকায় পাল্টাপাল্টি ধাওয়ার এ ঘটনা ঘটে। এর আগে সকাল ৯টা থেকে সেখানে সড়ক অরবোধ করে রাখা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকালে শতাধিক অটোরিকশাচালক কাপ্তাই রাস্তার মাথা থেকে বাহির সিগন্যাল এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা অটোরিকশা জব্দ ও বন্ধের প্রতিবাদে স্লোগান দেন। শুরু থেকে পুলিশ সেখানে অবস্থান করছিল। একপর্যায়ে পুলিশ তাঁদের সরাতে গেলে বিক্ষুব্ধ চালকেরা পুলিশের দিকে ইটপাটকেল ছোড়েন। এরপর পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যদের একটি দল সেখানে উপস্থিত হলে ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা ঘটনাস্থল ত্যাগ করেন।

দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, বাহির সিগন্যাল মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। সেখানে কোনো গাড়ি দাঁড়াতে দেওয়া হচ্ছে না। সড়কের ওপর ইটের ভাঙা অংশ ও পাথর পড়ে থাকতে দেখা যায়।

জানতে চাইলে চান্দগাঁও থানার উপপরিদর্শক আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ ধাওয়া দেয়। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। একজনের মাথায় সেলাই দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

অটোরিকশা বন্ধে গত চার দিনে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে নগর পুলিশের ট্রাফিক বিভাগ ও চট্টগ্রাম জেলা প্রশাসন। সর্বশেষ তথ্য অনুযায়ী গত রবি থেকে সোমবার বিকেল পর্যন্ত অন্তত ৬০০ ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করেছে ট্রাফিক বিভাগ। এ ছাড়া বিভিন্ন চার্জিং স্টেশনকে জরিমানা করেছে জেলা প্রশাসন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অবর ধ সদস য

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ