টিসিবির কার্যক্রমে বাণিজ্যিক অংশীদারত্বে উৎসাহ বাণিজ্য উপদেষ্টার
Published: 23rd, April 2025 GMT
দেশের সুবিধাবঞ্চিত কোটি পরিবারকে সহায়তা করতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর কার্যক্রমে বেসরকারি খাতের ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর আর্মি গলফ ক্লাবে টিসিবির আয়োজনে ‘ট্রেড উইথ টিসিবি’ শীর্ষক বিজনেস টকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, “পাঁচ আগস্ট বিপ্লব পূর্ববর্তী সময়েও দেশের বিভিন্ন সেক্টরের মতো টিসিবিও দুর্বৃত্তায়নের বাইরে ছিল না। বিভিন্ন অঞ্চলে পরিদর্শনে গিয়ে এ বিষয়ে অনেক প্রমাণ পেয়েছি।”
তিনি বলেন, “উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে অতীতে ব্যাপক অনিয়ম হয়েছে। জুট মিলের মালিক, পাঁচতলা বাড়ির মালিক, এমনকি প্রশাসনের কর্মকর্তাদের বাসায় একাধিক টিসিবি কার্ড পেয়েছি, যা প্রকৃত উপকারভোগীদের অধিকার হরণ করেছে।”
টিসিবিকে কার্যকর ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করে শেখ বশিরউদ্দীন বলেন, “এক কোটি পরিবারের জন্য সরকার ১২-১৪ হাজার কোটি টাকার পণ্য কিনে থাকে। আমরা চাই এ বিপুল অর্থ যেন প্রকৃত উপকারভোগীদের কাজে লাগে। এজন্য সঠিক ব্যক্তি নির্বাচন ও আরো অধিক পণ্য ক্রয়ের সক্ষমতা অর্জনে ব্যবসায়ীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরো বলেন, “গত রমজানে সরকারের সমন্বিত প্রচেষ্টায় বাজার ব্যবস্থা তুলনামূলক ভালো ছিল। আমরা একটি দুর্বৃত্তায়িত ব্যবস্থার উত্তরণে কাজ করছি। ব্যবসায়ীদের অংশগ্রহণের মাধ্যমে টিসিবি আরো কার্যকরভাবে জনগণের পাশে দাঁড়াতে পারবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) ড.
কি-নোট উপস্থাপন করেন টিসিবির পরিচালক (কমার্শিয়াল) এস এম শাহীন পারভেজ। প্রকিউরমেন্ট প্রসঙ্গে বক্তব্য দেন পরিচালক (প্রকিউরমেন্ট ও ফিন্যান্স ম্যানেজমেন্ট) মো. আবেদ আলী এবং সাপ্লাই চেইন ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক আল-আমীন হাওলাদার।
ঢাকা/হাসনাত/এনএইচ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫