ম্যাচ জিততে না পারলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে লা লিগা শিরোপা হারানোটা নিশ্চিত হয়ে যেত। মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাতে মায়োর্কার বিপক্ষে বার্সার ১-০ ব্যবধানে জয়ের পর, রিয়াল মাদ্রিদের জয়ের কোন বিকল্পই ছিল না। আরদা গুলারের প্রথমার্ধে করা এক চমৎকার গোলে কার্লো আনচেলত্তির শিষ্যরা বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে গেটাফের বিপক্ষে ১-০ ব্যবধানে একটি রোমাঞ্চকর ম্যাচ জিতে।

এই জয় রিয়ালের লা লিগা শিরোপার আশা বাঁচিয়ে রেখেছে এখনো। স্প্যানিশ লিগে পাঁচটি ম্যাচ বাকি থাকতে বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে আছে লস ব্ল্যাঙ্কসরা।

গেটাফের মাঠ কলিসিউম স্টেডিয়ামে রিয়াল প্রথম একাদশের গুরুত্বপূর্ণ অনেক খেলোয়াড়কে বিশ্রামে রেখেই প্রথম একাদশ সাজায়। শনিবার বার্সার বিপক্ষে কোপা দেল রে ফাইনালের কথা মাথায় রেখে একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন ক্লাবটির ইতালিয়ান বস আনচেলত্তি। তবুও মাদ্রিদ ম্যাচে আধিপত্য দেখিয়েছে।

আরো পড়ুন:

বড় ধাক্কা বার্সেলোনায়

৩-১ এ পিছিয়ে পড়েও বার্সার ধ্রুপদী জয়

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার-ফাইনালে আর্সেনালের বিপক্ষে হারের সময় গোড়ালির চোটে পড়া ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে স্কোয়াডের বাইরে ছিলেন। আনচেলত্তি জুড বেলিংহ্যাম, রদ্রিগো, লুকা মদ্রিচ, আন্তোনিও রুডিগার এবং এদুয়ার্দো কামাভিঙ্গাকেও বেঞ্চে রেখেই ম্যাচ শুরু করেন।

তবুও রিয়াল সুসংগঠিত পারফরম্যান্স দেয়। ম্যাচের ২০তম মিনিটে তুরস্কের মিডফিল্ডার গুলারের বক্সের প্রান্ত থেকে নেওয়া চমৎকার শটে এগিয়ে যায় রিয়াল। যদিও গুলারের গোলের পর গেটাফের পাঁচজন ডিফেন্ডারের কৌশলগত রক্ষণভাগ ভেদ করা কঠিন হয়ে পড়ে।

বাম প্রান্ত দিয়ে খেলা ভিনিসিয়ুস জুনিয়র গেটাফের রক্ষণের জন্য সমস্যা কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। গেটাফে গোলরক্ষক ডেভিড সোরিয়া তাকে দুইবার দারুণভাবে প্রতিহত করেন। ম্যাচের ৩২তম মিনিটে ভিনি স্বদেশী ১৮ বছর বয়সী স্ট্রাইকার এন্দ্রিককে বল বাড়ান, কিন্তু ডিফেন্ডার জেনে গোললাইন থেকে দুর্দান্ত ক্লিয়ার করেন।

বিরতির পরও মাদ্রিদ খেলার নিয়ন্ত্রণ ধরে রাখে, যেখানে সোরিয়া ঠেকিয়ে দেন ব্রাহিম দিয়াজের একটি বাঁকানো শট ও ভিনিসিয়ুসের একটি জোরালো প্রচেষ্টা। মাদ্রিদ ক্লান্ত হতে শুরু করলে, গেটাফে পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করতে থাকে এবং ৭২তম মিনিটে বোরহা মায়োরালের দারুণ পাস পেয়ে মাউরো আরামবার্রি একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন।

শেষ মুহূর্তে রিয়াল দ্বিতীয় গোলের জন্য চাপ বাড়ালে তারা পাল্টা আক্রমণের ঝুঁকিতে পড়ে, কিন্তু থিবো কোর্তোয়া ওমর আলদেরেতে ও হুয়ানমির দুটি দারুণ শট ঠেকিয়ে দলকে এগিয়ে রাখেন। সব প্রতিযোগিতা মিলিয়ে এক মাস পর এটি ছিল মাদ্রিদের টানা দ্বিতীয় জয়। আনচেলত্তি আশা করছেন এই জয়ের ধারাবাহিকতা তারা কোপা দেল রে ফাইনালেও ধরে রাখতে পারবে।

এই জয়ে রিয়াল মাদ্রিদ ৭২ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের দ্বিতীয় স্থানে আছে। তৃতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের থেকে নয় পয়েন্ট এগিয়ে তারা, যদিও লস রোজাব্ল্যাঙ্কসরা একটি ম্যাচ কম খেলেছে। বৃহস্পতিবার রাতে তারা রায়ো ভাইয়েকানোর মুখোমুখি হবে। শীর্ষে থাকা বার্সার সংগ্রহ ৭৬ পয়েন্ট।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

দাবি মেনে নেওয়ায় অনশন ভাঙলেন জবি শিক্ষার্থীরা

দাবি মেনে নেওয়ায় ৩২ ঘণ্টা পর অনশন ভাঙলেন  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজ্জাম্মুল হক ও অন্যান্য শিক্ষকরা আন্দোলনকারীদের জুস পান করিয়ে অনশন ভাঙান। গতকাল মঙ্গলবার শিক্ষার্থীরা তিন দফা দাবিতে দুপুর থেকে রফিক ভবনের নিচে অনশন শুরু করেছিলেন। 

আরো পড়ুন:

যবিপ্রবিসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কার্যকর হওয়ার নির্দিষ্ট তারিখ ঘোষণা; জকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ; ক্যাফেটেরিয়ায় ভর্তুকি দিয়ে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে আধুনিক সুবিধা ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু।

অনশনকারী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সদস্য সচিব শাহিন মিয়া বলেন, “আমাদের দাবি ছিল বৃত্তি প্রদানের নির্দিষ্ট তারিখ, জকসুর রোডম্যাপ ঘোষণা এবং লাইব্রেরিতে সুবিধা বৃদ্ধি। প্রশাসন এগুলো মেনে নিয়েছে। কিছুটা ধোঁয়াশা থাকলেও আমরা আস্থা রেখে অনশন ভেঙেছি।”

বাগছাসের মুখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, “আমাদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আমরা আশা করি, প্রশাসন প্রতিশ্রুতিগুলো নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়ন করবে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন স্বপ্নের দুয়ার উন্মোচিত হবে।”

অনশনকারী শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এমকেএম রাকিব বলেন, “প্রশাসন আমাদের তিন দফা দাবি মেনে নিয়েছে, এতে আমরা সন্তুষ্ট। আশা করি, শিক্ষার্থীরা দ্রুতই তাদের কাঙ্ক্ষিত বৃত্তি পাবে এবং অন্যান্য ক্যাম্পাসের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও নির্বাচনের আমেজ তৈরি হবে।”

অনশনে অংশ নিয়েছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় দুই দশক পর এবারই প্রথমবারের মতো জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হলো।

ঢাকা/লিমন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ