তাইজুলের ভেলকি, শেষ সেশনে গেল ৭ উইকেট
Published: 28th, April 2025 GMT
রোদঝলমলে দিনে হঠাৎ আকাশে মেঘ। অন্ধকার ঢেকে যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামও। কিন্তু ওই আঁধারের মধ্যেই বাংলাদেশ দলকে এক টুকরা আলো এনে দেন নাঈম হাসান। পরপর দুই ওভারে তাঁর দুই উইকেট নেওয়ার আগপর্যন্ত চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের জন্য হতাশারই ছিল।
প্রথম দিন শেষে জিম্বাবুয়ে শেষ পর্যন্ত থেমেছে ৯ উইকেট ২২৭ রান করে। অথচ একপর্যায়ে ৪ উইকেটে তাদের রান ছিল ২০০। নাঈম ওই ২ উইকেট না নিলে বা এর আগে যদি জিম্বাবুয়ের ব্যাটসম্যান নিক ওয়েলচ মাংসপেশির টানে আহত অবসর না হতেন, দিনটা আরও ভালোভাবে শেষ করতে পারত সফরকারীরা।
সকালের সেশনে দুই উইকেট তুলে নেওয়ার পর শন উইলিয়ামসকে সঙ্গে নিয়ে জিম্বাবুয়েকে বড় সংগ্রহের পথে তিনি নিয়ে যাচ্ছিলেন ওয়েলচ। বাংলাদেশের ফিল্ডার আর বোলারদের ব্যর্থতায় তাঁদের ফেরানোটা মনে হচ্ছিল বেশ দুরূহ কাজ। কিন্তু চা–বিরতির পর ব্যথা আর সহ্য করতে না পেরে ৫৪ রানে থাকতেই মাঠ ছাড়তে হয় ওয়ালচকে।
তীব্র গরমে ওয়েলচের মাঠ ছেড়ে চলে যাওয়াটাই জিম্বাবুয়ের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল