ফ্রিতে চট্টগ্রাম টেস্ট দেখতে পারবে স্কুল শিক্ষার্থীরা
Published: 28th, April 2025 GMT
চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলছে বাংলাদেশ। টেস্টের দ্বিতীয় দিন থেকে স্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রিতে খেলা দেখার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চট্টগ্রাম টেস্ট দেখতে টিকিট কাটতে হবে না স্কুল শিক্ষার্থীদের। সেজন্য অবশ্য ছোট্ট দুই শর্ত পূরণ করতে হবে। স্কুলের নির্ধারিত ইউনিফর্ম পরে আসতে হবে ও স্কুলের আইডি কার্ড প্রদর্শন করতে হবে।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে দর্শক খরা কাটাতে এই ব্যবস্থা করেছে বিসিবি। এর আগে সিলেটে সিরিজের প্রথম টেস্ট খেলেছে বাংলাদেশ। সেখানেও তেমন দর্শকের উপস্থিতি ছিল না।
চট্টগ্রাম টেস্টে প্রথম দিন শেষে জিম্বাবুয়ে টস জিতে ব্যাটিং করে ৯ উইকেটে ২২৭ রান করেছে। নিক ওয়েলচ ও শন উইলিয়ামসন ফিফটি করেছেন। বাংলাদেশের হয়ে স্পিনার তাইজুল ইসলাম নিয়েছেন ৫ উইকেট।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল