সাদমানের সেঞ্চুরি, দেড়শ’তে বাংলাদেশ
Published: 29th, April 2025 GMT
টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিলেন সাদমান। শুরু থেকেই ইতিবাচকভাবে খেলা সাদমান সেঞ্চুরি পেয়েছেন ১৪২ বলে, ১৬টি চারের সৌজন্যে। টেস্টে দুই সেঞ্চুরির সাথে ৫টি ফিফটি এখন তার। হারারেতে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ১১৫ রানের ইনিংস খেলেছিলেন সাদমান, সেটি প্রথম শতক। এদিকে আজ টেস্টে হাজার রানের মাইলফলকেও পা রেখেছেন বাঁহাতি এই ওপেনার। চট্টগ্রামে ক্যারিয়ারের ২২তম টেস্টে নামার আগে ৪১ ইনিংস খেলে হাজার থেকে ৬১ রান দূরে ছিলেন তিনি।
৪২ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১৫০। ১৪৫ বলে ১০১ রানে খেলছেন সাদমান। ২৭ বলে মুমিনুল হকের রান ৯।
এনামুলের বিদায়ে ভাঙল উদ্বোধনী জুটি
লাঞ্চ বিরতির পর মাত্র ১ রান যোগ করেই সাজঘরের পথ ধরলেন এনামুল হক বিজয়। ব্লেসিং মুজারাবানির বলে লেগ বিফোর উইকেটের শিকার হন, রিভিউ নিলেও লাভ হয়নি। তিন বছর পর টেস্ট দলে ফিরে ৮০ বলে ৩৯ রান করেন এনামুল। তার বিদায়ে ভাঙে ১১৮ রানের ওপেনিং জুটি। ক্রিজে সাদমানের সঙ্গী মুমিনুল। ৩৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২০ রান।
বিজয়-সাদমানের শতরানের জুটি, প্রথম সেশন বাংলাদেশের
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১ মে ২০২৫)
পিএসএলে আজ দুটি ম্যাচ। বাংলাদেশের রিশাদ হোসেনের দল লাহোর খেলবে কোয়েটার বিপক্ষে।
টেনিসমাদ্রিদ ওপেন
বিকেল ৫টা, সনি স্পোর্টস ৫
মুলতান-করাচি
বিকেল ৪-৩০ মি., নাগরিক টিভি
লাহোর-কোয়েটা
রাত ৯টা, নাগরিক টিভি
রাজস্থান-মুম্বাই
রাত ৮টা, টি স্পোর্টস
নটিংহাম-ব্রেন্টফোর্ড
রাত ১২-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
বিলবাও-ম্যান ইউনাইটেড
রাত ১টা, সনি স্পোর্টস ২ ও ৩
টটেনহাম-বোডো/গ্লিমট
রাত ১টা, সনি স্পোর্টস ১
জুরগার্ডেনস-চেলসি
রাত ১টা, সনি স্পোর্টস ৫