ঢাকা-আরিচা মহাসড়কে চালক-হেলপারকে মারধর করে ২১ লাখ টাকার পামওয়েলসহ একটি ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৮ এপ্রিল) মধ্যরাতে ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকায় ঘটনাটি ঘটে। ভুক্তভোগীরা মঙ্গলবার (২৯ এপ্রিল) ধামরাই থানায় মামলা করেছেন।

ভুক্তভোগীরা হলেন- পাবনার সুজানগর থানার সুজানগর মানিকদী এলাকার বাসিন্দা ও ট্রাক চালক শ্যামল কুমার বিশ্বাস (৫৫) ও পাবনার কৃষ্ণপুর এলাকার বাসিন্দা ও ট্রাকটির হেলপার মাসুম (৫০)।

আরো পড়ুন:

সিরাজগঞ্জে সহপাঠীদের মারধরে আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রিকশায় ছাত্রলীগ নেতাকে পায়ের নিচে ফেলে নির্যাতনের অভিযোগ

অভিযোগ সূত্রে জানা যায়, গত এক বছর ধরে পাবনার মায়া নামে একটি প্রতিষ্ঠানের ছয় চাকা বিশিষ্ট আন্তঃজেলা ট্রাক চালাচ্ছেন শ্যামল কুমার বিশ্বাস। সোমবার বিকেল ৩টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার কামাল অয়েল মিলস লিমিটেড থেকে ১৪.

৫ টন ওজনের প্রায় ২১ লাখ টাকা মূল্যের ৭৫টি ড্রাম বাটার ফ্লাই পামওয়েল ট্রাকে লোড করে পাবনার উদ্যেশ্যে রওনা হন তিনি। 

রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানে আসা চারজন দুর্বৃত্ত তাদের ট্রাকটিকে ব্যারিকেড দেয়। দুর্বৃত্তরা তেলবাহী ট্রাক থেকে চালক ও হেলপারকে টেনেহিঁচড়ে নিচে নামায় এবং চাকু দিয়ে ট্রাক চালকের মাথায় ও হেলপারের পিঠে জখম করে। 

দুর্বৃত্তরা ভয়ভীতি দেখিয়ে ট্রাক চালক ও হেলপারের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। তাদের দুইটি ফোন ছিনিয়ে নেয়। তাদের পিকআপ ভ্যানে উঠিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে উপজেলার জয়পুরা এলাকায় নিয়ে যায়। সেখানে রাস্তার পাশের নিচু স্থানে থাকা একটি কলাগাছের সঙ্গে তাদের বেঁধে রেখে তেলবাহী ট্রাক নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ভুক্তভোগীরা বাঁধন খুলে পার্শ্ববর্তী একটি হোটেলে গিয়ে লোকজনকে ঘটনাটি জানান। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করলে পুলিশ ভুক্তভোগীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, “ট্রাক চুরির ঘটনায় মামলা নেওয়া হয়েছে। একাধিক টিম অভিযান পরিচালনা করছে।” 

ঢাকা/সাব্বির/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম রধর ছ নত ই প বন র

এছাড়াও পড়ুন:

নীল সমুদ্রে দক্ষিণ আফ্রিকার নীল বেদনা, ভারত বিশ্ব চ‌্যাম্পিয়ন

অনুমিত চিত্রনাট্যই যেন অনুসরণ করল মুম্বাইয়ের ফাইনাল ম্যাচ। ভারতের জার্সি গায়ে দর্শকে ঠাসা গ্যালারি রূপ নিল নীল সমুদ্রে। ২২ গজে আরও একবার ভারতের আধিপত‌্য, শাসন। যেন শিরোপার পায়চারি অনেক আগের থেকেই। 

ব‌্যাটিংয়ে পর্বত ছুঁই-ছুঁই রান। এরপর স্পিনে ফুল ফোটালেন স্পিনাররা। দক্ষিণ আফ্রিকা লড়াই করল সাধ‌্যের সবটুকু দিয়ে। ব্যাটে-বলে সহজে হাল ছাড়ল না তারাও। হৃদয় জিতলেন। কিন্তু শেষ পর্যন্ত পাত্তাই পেল না। ভারতের শক্তি-সামর্থ‌্যের গভীরতার কাছে হার মানতেই হলো প্রোটিয়া নারীদের।

আরো পড়ুন:

৪১১ রানের টি-টোয়েন্টি ম্যাচে ৯ রানে হারল জিম্বাবুয়ে

কেন বিপিএল থেকে বাদ পড়ল চিটাগং কিংস

মুম্বাইয়ের নাভি স্টেডিয়ামের নীল সমুদ্রে সব আতশবাজি আজ রাতে ফুটল ভারতের বিশ্বকাপ  উদ্‌যাপনে। প্রথমবার ভারতের নারী ক্রিকেট দল ওয়ানডেতে বিশ্ব চ‌্যাম্পিয়ন। ৫২ রানের বিশাল জয় বুঝিয়ে দেয় হারমানপ্রীত কৌর, জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা কিংবা শেফালি বার্মা, স্মৃতি মান্ধানা, রিচা ঘোষরা ২২ গজকে কতটা আপন করে নিয়েছেন। শিরোপা জয়ের মঞ্চে ছাড় দেননি একটুও। ২০০৫ ও ২০১৭ বিশ্বকাপে যে ভুলগুলো হয়েছিল...সেগুলো আজ ফুল হয়ে ঝরল। 

বৃষ্টি বাঁধায় বিঘ্ন ম‌্যাচে আগে ব‌্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৯৮ রানের স্কোর পায় ভারত। ৪৫.৩ ওভারে অলআউট হওয়ার আগে ২৪৬ রান করতে পারে প্রোটিয়া নারীরা। নাডিন ডি ক্লার্ক শেষ ব‌্যাটসম‌্যান হিসেবে যখন আউট হলেন, স্টেডিয়ামের প্রায় ষাট হাজার ভারতীয় সমর্থকদের মুখে একটাই স্লোগান, চাক দে ইন্ডিয়া।

ওই জনসমুদ্রের স্লোগান, ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’। 

বিস্তারিত আসছে …

 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ