জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘আনন্দ ভ্রমণ ২০২৫’। বিভাগের শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি পরিণত হয় উৎসবমুখর এক মিলনমেলায়।

ভ্রমণ কার্যক্রম শুরু হয় শনিবার (৩ মে) সকাল ৮টায় রিপোর্টিংয়ের মাধ্যমে। এরপর সকাল ৮টা ৩০ মিনিটে অংশগ্রহণকারীরা বাসযোগে রওনা দেন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে। সেখানে সকালের নাস্তার পর আয়োজন করা হয় বিভিন্ন খেলাধুলা ও গ্রুপ ফটোসেশন।

প্রথম পর্ব শেষে সবাই রওনা হন মূল গন্তব্য কেরানীগঞ্জের ‘শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক’ এর উদ্দেশ্যে। মনোরম পরিবেশে ঘেরা রিসোর্টে পৌঁছে শিক্ষার্থীরা উপভোগ করেন সুইমিং, রাইড, দলগত খেলা, মধ্যাহ্নভোজ এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিকেলে ছিল র‌্যাফেল ড্র ও নাস্তার আয়োজন, যা ভ্রমণে যুক্ত করে বাড়তি আনন্দের মাত্রা। দিনব্যাপী এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ, বন্ধন এবং স্মৃতিময় অভিজ্ঞতার সঞ্চার করে।

এ আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন বিভাগের চেয়ারম্যান ড.

আশরাফুল আলম।

আনন্দ ভ্রমণ কমিটির আহ্বায়ক ও বিভাগের শিক্ষক রাইসুল ইসলাম বলেন, “সবার আন্তরিক অংশগ্রহণে এ আয়োজনটি স্মরণীয় হয়ে থাকবে। তবে আমরা গভীরভাবে মিস করেছি সেসব প্রিয় মুখ, যারা নানা কারণে অংশ নিতে পারেননি।”

ঢাকা/লিমন/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ভ রমণ আনন দ

এছাড়াও পড়ুন:

কমেডিয়ান মদন মারা গেছেন

তামিল সিনেমার বরেণ্য কমেডিয়ান মদন বব মারা গেছেন। শনিবার (৩ আগস্ট) বিকালে চেন্নাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই তারকা। তার বয়স হয়েছিল ৭১ বছর। 

এনডিটিভ এক প্রতিবেদনে জানিয়েছে, গত কয়েক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন মদন বব। গতকাল চেন্নাইয়ের আদিয়ার বাসায় মারা যান এই অভিনেতা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। 

১৯৫৩ সালের ১৯ অক্টোবর মাদ্রাজে জন্মগ্রহণ করেন মদন বব। তার আসল নাম এস. কৃষ্ণামুর্তি। ক্যারিয়ারের শুরুতে বিভিন্ন পেশায় যুক্ত ছিলেন তিনি। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবেও কাজ করেছেন। সংগীত জগতে কাজের সুযোগের জন্য এ চাকরি ছেড়ে দেন। পরবর্তীতে সংগীত অনুষ্ঠান, বিজ্ঞাপনের গান, নাটক, রেডিও বিজ্ঞাপন এবং সিরিয়ালে কাজ করেন। ১৯৭৫ সালে চেন্নাইয়ে ‘দূরদর্শন’ কার্যক্রম শুরু করে, তখন চ্যানেলে গিটার বাজানো প্রথম ব্যক্তি হয়ে ওঠেন মদন। 

আরো পড়ুন:

‘দ্য কেরালা স্টোরি কেরালাবাসীর জন্য চূড়ান্ত অবমাননাকর’

জুনিয়র এনটিআর কত কোটি টাকার মালিক?

১৯৮৪ সালে তামিল ভাষার ‘নীনগাল কেট্টাভি’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় যাত্রা শুরু করেন। তারপর প্রায় ২০০ সিনেমায় অভিনয় করেছেন তিনি। পার্শ্ব এবং হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করতেন মদন। তামিল ছাড়াও মালায়ালাম, তেলেগু ও হিন্দি ভাষার সিনেমায়ও দেখা গেছে তাকে। কমল হাসান, রজনীকান্ত, অজিত, সুরিয়া, বিজয়ের মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন এই অভিনেতা।  

মদন অভিনীত সিনেমার উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো— ‘তেনালি’ সিনেমায় ‘ডায়মন্ড বাবু’, ‘ফ্রেন্ডস’ সিনেমায় ম্যানেজার সুন্দরেষন প্রভৃতি। তার অনন্য অভিনয়শৈলী, তার ফুলে ওঠা চোখ, প্রাণবন্ত মুখের অভিব্যক্তি এবং দ্রুত প্রতিক্রিয়া দর্শকদের বিমোহিত করেছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ