জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘আনন্দ ভ্রমণ ২০২৫’। বিভাগের শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি পরিণত হয় উৎসবমুখর এক মিলনমেলায়।

ভ্রমণ কার্যক্রম শুরু হয় শনিবার (৩ মে) সকাল ৮টায় রিপোর্টিংয়ের মাধ্যমে। এরপর সকাল ৮টা ৩০ মিনিটে অংশগ্রহণকারীরা বাসযোগে রওনা দেন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে। সেখানে সকালের নাস্তার পর আয়োজন করা হয় বিভিন্ন খেলাধুলা ও গ্রুপ ফটোসেশন।

প্রথম পর্ব শেষে সবাই রওনা হন মূল গন্তব্য কেরানীগঞ্জের ‘শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক’ এর উদ্দেশ্যে। মনোরম পরিবেশে ঘেরা রিসোর্টে পৌঁছে শিক্ষার্থীরা উপভোগ করেন সুইমিং, রাইড, দলগত খেলা, মধ্যাহ্নভোজ এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিকেলে ছিল র‌্যাফেল ড্র ও নাস্তার আয়োজন, যা ভ্রমণে যুক্ত করে বাড়তি আনন্দের মাত্রা। দিনব্যাপী এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ, বন্ধন এবং স্মৃতিময় অভিজ্ঞতার সঞ্চার করে।

এ আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন বিভাগের চেয়ারম্যান ড.

আশরাফুল আলম।

আনন্দ ভ্রমণ কমিটির আহ্বায়ক ও বিভাগের শিক্ষক রাইসুল ইসলাম বলেন, “সবার আন্তরিক অংশগ্রহণে এ আয়োজনটি স্মরণীয় হয়ে থাকবে। তবে আমরা গভীরভাবে মিস করেছি সেসব প্রিয় মুখ, যারা নানা কারণে অংশ নিতে পারেননি।”

ঢাকা/লিমন/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ভ রমণ আনন দ

এছাড়াও পড়ুন:

বিনিয়োগ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একিভূত করতে ৮ সদস্যের কমিটি গঠন

দেশে বিনিয়োগের ক্ষেত্রে নানা জটিলতা রয়েছে। বিভিন্ন সংস্থায় ভিন্ন ভিন্ন নিয়ম থাকায় বিভ্রান্ত হতে হয় বিনিয়োগকারীদের। এই সমস্যা সমাধানে বিনিয়োগ সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে একীভূত করতে একটি কেন্দ্রীয় 'ইনভেস্টমেন্ট প্রোমোশন এজেন্সি (আইপিএ)' গঠনের পরিকল্পনা করছে সরকার। এ জন্য একটি কমিটি গঠন  করা হয়েছে। দেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের-বিডা সূত্রে এ তথ্য জানা গেছে। 

৮ সদস্য বিশিষ্ট ওই কমিটির আহবায়ক হলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। সদস্য সচিব করা হয়েছে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, প্রধান উপদেষ্ঠার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান, অর্থ মন্ত্রণালয়ের সচিব মো খায়েরুজ্জামান মজুমদার।

এই কমিটি গঠনের বিষয়ে গত ১৩ এপ্রিল বিডার গভর্নিং বোর্ডের তৃতীয় সভায় আলোচনা হয়। সেই আলোচনার প্রেক্ষিতে কমিটি গঠন করা হয়েছে। 

এ কমিটি সামগ্রিক বিষয় পরীক্ষা ও যাচাই করে মতামত দেবেন। তাদের সুপারিশের ভিত্তিতেই পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ