বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নানের জমি-ফ্ল্যাট জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
Published: 6th, May 2025 GMT
বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নানের জমিসহ তিনটি ফ্ল্যাট জব্দ ও ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের উপপরিচালক তানজির হাসিব সরকার জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল পরিবারসহ তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
জব্দ সম্পদের মধ্য রয়েছে, খিলক্ষেতে ৬ তলা ভবনের ৬ষ্ঠ তলার ৬৯৯ বর্গফুট ও ৮২৩ বর্গফুটের দুইটি ফ্ল্যাট, মিরপুরের ডিওএইচ এলাকায় ২২৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট, মিরপুরের সামরিক অফিসার আবাসিক প্রকল্পের নির্মাণাধীন ৭ তলা ভবন ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে থাকা ৭ দশমিক ৮৪ শতাংশ জমি।
দুদকের আবেদনে বলা হয়, বিমান বাহিনীর সাবেক প্রধান ও এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতপূর্বক বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।
অনুসন্ধানকালে দেখা যায়, শেখ আব্দুল হান্নান এসব সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে সম্পদ পাওয়া দুরূহ হবে। তাই জরুরিভিত্তিতে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: অবর দ ধ
এছাড়াও পড়ুন:
‘সব প্রতিশ্রুতি মিথ্যা, কেউ পাশে থাকে না’
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এরই মধ্যে দুই বাংলার দর্শকদের মন জয় করে দুই দেশেই জিতে নিয়েছেন পুরস্কার। এবার সেই জয়া হাজির হলেন একদম নতুন রূপে। শুধু নায়িকা নন, এবার তিনি প্রযোজকও! সিনেমার নামটাও বেশ জমজমাট— ‘জয়া আর শারমিন’।
লকডাউনের ফাঁদে আটকে থাকা দুই নারীর গল্প বলবে এই সিনেমা। করোনাকালের সেই গৃহবন্দি দিনগুলোতে, সবাই যখন সোফায় গড়াগড়ি করেছে, সেখানে জয়া ঝাঁপিয়ে পড়েছিলেন শুটিংয়ে।
পরিচালক পিপলু আর খানের সঙ্গে মিলে বানিয়ে ফেলেন এই সিনেমা, যেখানে দুই ভিন্ন জগতের নারীর বন্ধুত্ব ফুটে উঠবে। একদিকে অভিনেত্রী জয়া, আর অন্যদিকে তার গৃহকর্মী শারমিন— সম্পর্ক রক্তের নয়, তবু এক অন্যরকম বন্ধন।
আরো পড়ুন:
তারাদের ভার্চুয়াল কলমে বৈশাখের শুভেচ্ছা
আমরা সবাই খানিকটা লোভী: জয়া
জয়া নিজেই জানালেন, সব প্রতিশ্রুতি নাকি মিথ্যা, শেষ পর্যন্ত কেউ পাশে থাকে না! তবে বাস্তবে ঠিকই পাশে রেখেছেন তার গৃহকর্মীদের। বলেন, ‘‘আমার মা, ভাইবোন, পোষ্য— যেমন আমার পরিবার, গৃহকর্মীরাও তেমনই।”
এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন পিপলু আর খান আর নুসরাত ইসলাম। প্রযোজনার ভারও ভাগ করে নেন পিপলু আর জয়া নিজেই।
১৬ মে মুক্তি পাবে সিনেমাটি। ঢাকঢোল না বাজালেও, সিনেমাপ্রেমীদের মন ছুঁয়ে যাওয়ার প্রস্তুতি সেরে রেখেছে ‘জয়া আর শারমিন’।
ঢাকা/রাহাত/শান্ত