তুরাগে নারী দগ্ধ, কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
Published: 8th, May 2025 GMT
ঢাকার তুরাগে গতকাল রাতে রিজিয়া বেগম (৪৫) নামের এক নারী দগ্ধ হয়েছেন। মাদক সেবনের টাকা না দেওয়ায় স্বামী কেরোসিন ঢেলে স্ত্রী রিজিয়ার শরীরে আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ করেছেন প্রতিবেশীরা।
গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। রিজিয়াকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান প্রথম আলোকে বলেন, রিজিয়ার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতাল সূত্র জানায়, রিজিয়া বেগম সপরিবার তুরাগের দিয়াবাড়ি গোলচত্বর নার্সারির পাশে একটি বাসায় ভাড়া থাকেন। তিনি ফুটপাতে ফুল বিক্রি করেন।
রিজিয়াকে গতকাল রাতে হাসপাতালে নিয়ে আসেন প্রতিবেশী রাশিদুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, রিজিয়ার স্বামী অটোরিকশাচালক আবু সাইদ কাজে না গিয়ে স্ত্রীর কাছে মাদক (গাঁজা) সেবনের টাকা চান। এ সময় রিজিয়া কিছু টাকা আবু সাঈদকে দেন। কিন্তু আবু সাঈদ আরও টাকা চান। রিজিয়া রাজি না হওয়ায় আবু সাঈদ তাঁকে মারধর করেন এবং তাঁর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে রিজিয়া দগ্ধ হন।
রিজিয়ার চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভান। তাঁরা তাঁকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা রিজিয়াকে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠান।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১৮, নিখোঁজ অনেক
ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশের দুটি অঞ্চলে বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ সোমবার এ তথ্য জানিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো অনুসন্ধান অভিযান চলছে। খবর রয়টার্সের।
দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে সিলাকাপ শহরে ভূমিধসে সিবেউনিং গ্রামের এক ডজন বাড়ি চাপা পড়ে। ৩ থেকে ৮ মিটার (১০ থেকে ২৫ ফুট) গভীরে লোকজন চাপা পড়ায় অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চ্যালেঞ্জিং ছিল।
অনুসন্ধান ও উদ্ধার সংস্থার স্থানীয় বিভাগের প্রধান এম আবদুল্লাহ জানিয়েছেন, সিলাকাপ ভূমিধসে কমপক্ষে ১৬ জন নিহত এবং ৭ জন নিখোঁজ রয়েছে।
নিউজ চ্যানেল কমপাসটিভির ফুটেজে দেখানো হয়েছে, সিলাকাপে মাটি খুঁড়তে খননকারীকে মোতায়েন করা হয়েছে।
এদিকে, মধ্য জাভার বানজারনেগারা অঞ্চলে শনিবার ভূমিধসের পর দুজন নিহত এবং ২৭ জন নিখোঁজ রয়েছে বলে দুর্যোগ প্রশমন সংস্থা সোমবার জানিয়েছে। এতে ৩০টিরও বেশি বাড়ি এবং খামার ক্ষতিগ্রস্ত হয়েছে।
আবহাওয়া সংস্থা জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির বর্ষা মৌসুম সেপ্টেম্বরে শুরু হয় এবং এপ্রিল পর্যন্ত স্থায়ী হতে পারে। বর্ষা মৌসুম দেশটিতে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যার উচ্চ ঝুঁকি নিয়ে আসে।
ঢাকা/ফিরোজ