ঢাকার তুরাগে গতকাল রাতে রিজিয়া বেগম (৪৫) নামের এক নারী দগ্ধ হয়েছেন। মাদক সেবনের টাকা না দেওয়ায় স্বামী কেরোসিন ঢেলে স্ত্রী রিজিয়ার শরীরে আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ করেছেন প্রতিবেশীরা।

গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। রিজিয়াকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান প্রথম আলোকে বলেন, রিজিয়ার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

হাসপাতাল সূত্র জানায়, রিজিয়া বেগম সপরিবার তুরাগের দিয়াবাড়ি গোলচত্বর নার্সারির পাশে একটি বাসায় ভাড়া থাকেন। তিনি ফুটপাতে ফুল বিক্রি করেন।

রিজিয়াকে গতকাল রাতে হাসপাতালে নিয়ে আসেন প্রতিবেশী রাশিদুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, রিজিয়ার স্বামী অটোরিকশাচালক আবু সাইদ কাজে না গিয়ে স্ত্রীর কাছে মাদক (গাঁজা) সেবনের টাকা চান। এ সময় রিজিয়া কিছু টাকা আবু সাঈদকে দেন। কিন্তু আবু সাঈদ আরও টাকা চান। রিজিয়া রাজি না হওয়ায় আবু সাঈদ তাঁকে মারধর করেন এবং তাঁর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে রিজিয়া দগ্ধ হন।

রিজিয়ার চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভান। তাঁরা তাঁকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা রিজিয়াকে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠান।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কোস্ট গার্ডের অভিযানে সোয়া ৩ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিশেষ অভিযানে সোয়া ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ডের সদস্যরা। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য প্রায় ১৬ কোটি টাকা। তবে পাচারকারী কেউ আটক হয়নি।  

বৃহস্পতিবার (৮ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৭ মে) দিবাগত রাত ৩টার দিকে টেকনাফের কোস্ট গার্ড স্টেশনের একটি দল হাবিরছড়া মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালায়। অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে বস্তা কাঁধে নিয়ে যেতে দেখে ধাওয়া করলে তারা বস্তা ফেলে পাশের পানের বরজের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া দুটি বস্তা তল্লাশি করে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের দাম ১৬ কোটি টাকা। 

আরো পড়ুন:

ঝিনাইদহে মাদক মামলায় গ্রেপ্তার দম্পতি আদালতে

মাদারীপুরে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
 

ঢাকা/তারেকুর/বকুল

সম্পর্কিত নিবন্ধ