২০২৫ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল: যা কিছু জানার আছে
Published: 8th, May 2025 GMT
কবে, কোথায়, কখন
৩১ মে জার্মানির মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় স্থানীয় সময় রাত ৯টায় শুরু হবে ফাইনাল। বাংলাদেশে তখন ঘড়ির কাটা ছুঁয়ে ফেলবে রাত একটা।
ফাইনালের দুই দলের ইতিহাসফরাসি ক্লাব পিএসজির মুখোমুখি হবে ইতালির ইন্টার মিলান। দুই খণ্ডের এক মহাকাব্যিক সেমিফাইনাল শেষে বার্সেলোনাকে ৭-৬ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ইন্টার। সিরি ‘আ’ ক্লাবটি এ নিয়ে সপ্তমবার উঠল ইউরোপীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতার ফাইনালে। প্রথম ছয়বার ফাইনালে উঠে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে দলটি।
পিএসজি ফাইনালে উঠেছে আর্সেনালকে দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে হারিয়ে। দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলতে যাচ্ছে প্যারিসের দলটি। ২০২০ সালে প্রথমবার ফাইনালে উঠে জার্মানির বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় পিএসজি।
ফাইনালের ভেন্যুর যত কথাবায়ার্ন মিউনিখের হোম ভেন্যু আলিয়াঞ্জ অ্যারেনায় দ্বিতীয়বার আয়োজন করতে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। ২০১২ সালে এই মাঠে হওয়া প্রথম ফাইনালে বায়ার্নকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইংলিশ ক্লাব চেলসি।
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ফ ইন ল
এছাড়াও পড়ুন:
রেকিট বেনকিজারের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে
পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৫) অনিরিক্ষিত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির আলোচ্য সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ১.০৯ শতাংশ।
বুধবার (৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (৬ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
তথ্য মতে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩২.৪৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩২.১০ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.৩৫ টাকা বা ১.০৯ শতাংশ।
২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮৩.০৯ টাকা।
ঢাকা/এনটি/ইভা