গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মুরগি বোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছে। এতে একজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ মে) বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট এলাকার মা ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রকিবুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, পিকআপ ভ্যানের চালক লাবলু, ঢাকার দোহার এলাকার বাসিন্দা তানভীর ও বরিশালের উজিরপুর উপজেলার নাজমুল। নিহত ও আহতরা সবাই পিকআপ ভ্যানের আরোহী।

ওসি মো.

রকিবুজ্জামান জানান, মুরগি বোঝাই করে পিকআপ ভ্যান ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। এ সময় মুকসুদপুর উপজেলার দাসেরহাট এলাকার মা ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছের সঙ্গে সাজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুই জন নিহত হয়। অপর দুইজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরেক জন মারা যায়।

আরো পড়ুন:

খালেদা জিয়ার দেশে ফেরা: যান চলাচলে ডিএমপির নির্দেশনা

কুড়িগ্রামে ট্রাক্টরে ট্রেনের ধাক্কা, আহত ২

গুরুতর আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ঢাকা/বাদল/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন সড়ক দ র ঘটন ন হত প কআপ ভ য ন

এছাড়াও পড়ুন:

আজ রাতেই আওয়ামী লীগের ফায়সালা: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাইয়ে আমাদের প্রতিশ্রুতি ছিল খুনিদের বিচার এবং মুজিববাদীরা বাংলার মাটিতে আর কখনো রাজনীতি করতে পারবে না। আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট ও খুনী আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা হচ্ছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে  না। আসামীদের জামিন দিয়ে দেওয়া হচ্ছে। অবৈধ ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতিকে চোখের সামনে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। বিচার প্রশ্নে সরকারের প্রতি আমাদের অনাস্থার জায়গা তৈরি হয়েছে।’

তিনি লেখেন, ‘আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না আসা পর্যন্ত আমরা রাজপথ থেকে উঠবো না।’ 

সকলের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ লেখেন, সবাই চলে আসুন। জুলাইয়ে সকল শক্তি, সকল শহীদ পরিবার ও আহতদের আহ্বান জানাই রাজপথে নেমে আসুন। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।

সম্পর্কিত নিবন্ধ