নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডাঃ সেলিম হায়াৎ আইভী শুক্রবার (৯ মে) ভোর সকালে পুলিশের গ্রেপ্তার পূর্বে সাংবাদিকদের উদ্দেশ্যে  বলেন, কেন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে তা আমি ঠিক জানিনা। যেহেতু এখানে প্রশাসন এসেছে, তারা বলেছে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, যদিও তারা ওয়ারেন্টের ইস্যুটা আমাকে দেখাতে পারে নাই। 

কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি। আমি দুঃখ প্রকাশ করছি তারা রাতে আমার এখানে এসেছে কিন্তু আমি রাতে যেতে চাই নাই। তার জন্য আবার আমি দুঃখ প্রকাশ করেছি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য। আপনারা দেখেছেন আমার মহল্লা লোকজন তারা সারারাত এখানে অবস্থান নিয়েছে। আমি আমার এলাকাবাসী ও মহল্লাবাসীকে ধন্যবাদ দিতে চাই। 

(আইভীর বক্তব্যের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন)

আমাকে ভালোবাসার কারণে আপনারা কোন বিরূপ আচরণ করেন নাই। আমি আপনাদেরই সন্তান আপনাদেরই মেয়ে আপনারা আমার প্রতি যে শ্রদ্ধা ও ভালোবাসা এবং সম্মান দেখালেন আমি আজীবন আপনাদের এই শ্রদ্ধা ও ভালোবাসা সম্মান মনে রাখব। 

তিনি বলেন, আমার এলাকাবাসী জানেন আমি আলী আহমদ চুনেকার সন্তান। আমার বাবা দলমত এর উর্ধ্বে সামনে থেকে রাজনীতি করেছে।  আমার যদি অপরাধ হয়ে থাকে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ' স্লোগান বলার কারণে তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই। এর জন্য যদি আমার বিচার হয় তাহলে হবে। কিন্তু নারায়ণগঞ্জ শহরকে ২১ বছর যাবৎ আমি আপনাদেরকে সেবা দিয়েছি।  

কেউ কোনদিন বলতে পারবে না যে আমি কোন প্রতিহিংসা পরায়ন হয়ে অন্য কোন দলের প্রতি আঘাত করেছি। অথবা আমি কারো সাথে কোন ধরনের বৈষম্যহীনমূলক আচরণ করেছি। জনমতের উর্ধ্বে উঠে নিজের দলে থেকেও আমি মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। বিরোধ ও মতপার্থক্য থাকা সত্ত্বেও এই শহরের এমন কোন জায়গা নাই যেখানে আমি প্রতিবাদ করি নাই। 

ত্বকী হত্যা সহ সকল হত্যার জন্য যখন নারায়ণগঞ্জবাসী চুপ ছিল একজনও কথা বলে নাই আইভী আওয়াজ তুলেছে এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে। সেই আইভীকে কিসের কারণে, কিসের জুলুমের জন্য, আর কি কারনে আমাকে গ্রেফতার করা হয়েছে আমি ঠিক জানিনা। 

কিন্তু আমাকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে আমি নারায়ণগঞ্জবাসীর কাছে একটাই অনুরোধ করবো আপনারা যেভাবে আমারও আমার পরিবারের পাশে ছিলেন, আমার পাশে থাকবেন। 

তিনি আরও বলেন, আপনারা জানেন এক মাস হয়নি আমার অন্তত আদরের ছোট ভাই মোহাম্মদ আলী রেজা রিপনকে আমরা হারিয়েছি। আর সেই ভাইয়ের শোক এখনো ভুলতে পারি নাই। তিনটা ছোট ছোট নাবালক বাচ্চা তাদের মাঝখান থেকে আমাকে এভাবে এরেস্ট করা হলো যেখানে আমার বড় ভাই নাই বোন নাই আমি সবার বড়। 

তিনটা ছোট ছোট বাচ্চা এবং একমাসও হয়নি আমার ভাইটা মারা গেছে। আমি কি কোন চাঁদাবাজি করেছি নারায়ণগঞ্জ শহরে আমার কি এমন কোন রেকর্ড আছে যে আমি কোনদিন কোন বিরোধী দলকে আঘাত করেছি। তাহলে কিসের জন্য কিসের কারণে কোন ষড়যন্ত্রের জন্য এবং কার সাথে আমাকে এরেস্ট করা হলো।

আমিও প্রশাসনের কাছে জানতে চাই। যারা সরকারে রয়েছেন তারা সামনের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন,  সরকার হঠিয়ে নতুন সরকার এসেছেন তাহলে কেন এই বৈষম্য?। 

তাহলে ওনেষ্ট রাজনীতি আর সততার কি মূল্যায়ন। আমি তো বাড়িতেই ছিলাম আমিতো পালাই নাই। তাহলে আমাকে এভাবে এরেস্ট করতে হলো কেন?  সেই জবাব জনগণের কাছে চাই, ইনশাল্লাহ সেই জবাব জনগণই দিবে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: হত য ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ আপন দ র আম র ব র জন য আপন র

এছাড়াও পড়ুন:

নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে : মাও. এটিএম মাসুম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন.জনগনের জান-মালের নিরাপত্তা বিধান করা এবং আগামী নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিটাগাংরোড ট্রাকস্ট্যান্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাগরিক অধিকার ও উন্নয়ন বিষয়ক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

এ সময় মাওলানা মাসুম আরও বলেন, “প্রিয় নবী এসেছিলেন আইয়ামে জাহেলিয়াতের সময়। কিন্তু তখনও আমরা দেখি নাই মানুষ মেরে নৃত্য করার মতো দৃশ্য। আওয়ামী সরকার লগি বৈঠার মাধ্যমে যে নির্মম নির্যাতন করছিল, তা থেকে আমরা ২৪ সালের ৫ আগস্ট মুক্তি পেয়েছি।”

তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন, “নির্বাচন কমিশন ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করছেন এবং একই দিনে জুলাই সনদের হা-না ভোট হবে, আমরা বলেছিলাম। আমরা বলেছিলাম লেবেল প্লেয়িং ফিল্ড লাগবে। আমরা নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছি। নির্বাচনের ঘোষণা দিয়ে আপনারা চ্যালেঞ্জ করেছেন, এই চ্যালেঞ্জ আপনাদেরই মোকাবিলা করতে হবে।”

তিনি বলেন, “মানুষের কোনো আইন দিয়ে মানুষের জীবনে কখনো শান্তি আসতে পারে না, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়েই শান্তি নিশ্চিত করতে হবে।”

সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আমীর মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শুরার সদস্য-প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বক্তব্য রাখেন।

তিনি তার বক্তব্যে এলাকার গুরুত্ব তুলে ধরে বলেন, “এই মাটিতে ফয়সাল শহীদ হয়েছেন, এই মাটি উর্বর।” তিনি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং জনকল্যাণে কী কী পদক্ষেপ নেবেন, সে বিষয়ে আলোকপাত করেন। তিনি স্পষ্ট করে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়দের বলেছেন, ‘আসেন খেলা হবে’।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। তিনি বলেন, “প্রশাসনের নাকের ডগায় কিভাবে ওসমান হাদীর ওপর গুলি করে! অতীতে যারা আমাদের ভয়-ভীতি দেখিয়ে আমাদের বাঁধা দিয়েছিল, আমরা তাদেরকে তাড়িয়েছি। সুতরাং ভবিষ্যতে আর কেউ বাঁধা দেওয়ার চিন্তা ও করবেন না। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ।”

অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার। তিনি বলেন, “আল্লাহ তাআলা আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আল্লাহর দেয়া দ্বীন মতো চলতে হবে। যেহেতু আমাদের দেশে সঠিক দ্বীন নাই, এজন্য ন্যায়ের আদেশ অন্যায়ের নিষেধ এবং রাসূলের কথা অনুযায়ী চলবেন।”

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, নারায়ণগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্না, নারায়ণগঞ্জ মহানগরীর মজলিসে সূরা সদস্য মুহাম্মদ জাকির হোসাইন ও আবুল কালাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণ এবং এলাকার উন্নয়নে জামায়াতে ইসলামীর অঙ্গীকারের ওপর গুরুত্বারোপ করেন। 

ছাত্র শিবিরের সার্বিক সহযোগিতায় এবং সাইফুল ইসলাম রনি ও ইঞ্জিঃ আসাদুজ্জামান রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে সোনারগাঁ উত্তর থানা আমীর ইছাহাক মিয়া, জামায়াত নেতা এড. মাঈনুদ্দিন মিয়া, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানার আমীর কফিল আহমেদ সহ স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সমাবেশটি এলাকার বিপুল সংখ্যক সাধারণ নাগরিকের অংশগ্রহণে মুখরিত ছিল। 
 
 
 

সম্পর্কিত নিবন্ধ

  • ‘কলেজ জীবনে ভাবতাম, আমি সুন্দর নই আমার শরীর ঠিকঠাক নেই’
  • সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ডাঃ মাসুদ করিমের মায়ের নামাজে জানাজা অনুষ্ঠিত
  • বিএনপি প্রার্থীকে বিজয়ী করার দায়িত্ব আমাদের সকলের : খোরশেদ  
  • নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে : মাও. এটিএম মাসুম
  • নির্বাচনের তফসিলকে স্বাগত জানালেও সতর্ক থাকার আহ্বান গণতান্ত্রিক সংস্কার জোটের
  • ‘যারা বলে বেড়াচ্ছিল নির্বাচন হবে না, তাদের মুখে চুনকালি পড়ল’
  • নির্বাচন আচরণবিধি অনুসারে মাসুদুজ্জামানের ব্যানার-পোস্টার অপসারণ
  • ডিজির সঙ্গে তর্ক, ক্ষমা চেয়ে দায়িত্বে ফিরলেন সেই চিকিৎসক
  • ক্ষমা পেয়ে কাজে যোগ দিলেন চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ
  • বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে কর্মবিরতি ও শিক্ষকদের দায়িত্বহীনতা